Breaking Bharat: অনিল কাপুরের কন্যাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন? এসব নাকি একদমই পছন্দ নয় সোনম কাপুরের? অনেক সময় বলিউডের অভিনেত্রীদের নিয়ে নানা ধরনের তামাশা করা হয় যেটা সকলে খুব সহজে নিতে পারেন না।
বলিউড মানেই সেখানে একটা ঝকঝকে ব্যাপার প্রতি মুহূর্তে কাজ করে। হয়তো এই জগৎটা এতটাই মোহময়ী যে আমরা এর থেকে চোখ সরাতে পারি না। সেই কারণেই আগ্রহ ক্রমশ বাড়ে। কোন একটা বলিউডের নিউজ কিংবা সেলিব্রিটিদের কোন কার্যক্রমের ঘটনা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোন মাধ্যমে দেখতে পাই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আলোচনা করতে শুরু করে দিই।
আর তার সঙ্গে কিছু না জেনে বুঝে কমেন্ট করার মত মানসিকতা তো গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার যে আমরা কিন্তু কখনোই কারন ব্যক্তিগত জীবনকে অপমান করে মানুষটাকে ছোট করতে পারি না। অন্তত সেই অধিকার আমাদের নেই।
এবার ইউটিউবারকে আইনি নোটিস অনিল-কন্যার:
তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা যদিও বা মানা যেতে পারে কিন্তু সেলিব্রিটিদের ক্ষেত্রে এটা অনুরাগীরা কখনোই মানতে চান না আর সমালোচকরা তো সবসময় সমালোচনা করতেই ব্যস্ত। অনেক সময় বলিউডের অভিনেত্রীদের নিয়ে নানা ধরনের তামাশা করা হয় যেটা সকলে খুব সহজে নিতে পারেন না।
এবার প্রত্যেকের মানসিকতা তো সমান নয়, সে ক্ষেত্রে কাউকে আপনি দিনের পর দিন ব্যঙ্গ করছেন বা খারাপ কথা বলছেন সেটা মেনে নেওয়ার মতো ক্ষমতা সকলের থাকে না আর প্রশ্ন হচ্ছে মেনে নেবেই বা কেন? একেকজন একেক ভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন কিন্তু ঠাট্টা-তামাশা সহ্য করতে পারছেন না সোনম। আর তাই এবার ইউটিউবারকে আইনি নোটিস অনিল-কন্যার।
সোশ্যাল মিডিয়ায় মানুষ যত সক্রিয় হচ্ছে তত তার মধ্যে নানা ধরনের খবর ভাইরাল করার বা সেটা নিয়ে আলোচনা করার প্রবণতা বাড়ছে। আর সেখানে সবথেকে বেশি করে বলিউড সেলিব্রেটি কিংবা ক্রিকেটার অথবা ফুটবলার অর্থাৎ যারা পরিচিত মুখ, তাদের নিয়ে চলে অযাচিত কিছু আলোচনা যার হয়তো অনেক ক্ষেত্রে বাস্তব কোন ভিত্তি নেই তবু আলোচনা থামেনা।
এটা নিয়ে বেজায় চটেছেন সোনম। অনিল কন্যার হাতে এই মুহূর্তে সেরকম কোনো ছবি নেই তবে তার ফ্যাশন থেকে শুরু করে জীবনযাত্রার নানা চমক এর কারণে তিনি রীতিমতো চর্চায় থাকেন। সেই সোনম কপূরকে নিয়ে সমাজমাধ্যমে একটি কৌতুক ভিডিয়ো বানান এক ইউটিউবার।
আরো পড়ুন – বাবা ভাঙ্গা আসলে কে? কীভাবেই বা তিনি সব ভবিষ্যতবাণী মিলিয়ে দেন?
চলতি ভাষায় এর একটা নাম আছে অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারা এই ধরনের ভিডিও কে বলেন ‘রোস্টিং ভিডিয়ো’।এমনই একটি ভিডিয়ো বানান রাগিনী নামের একজন ইউটিউবার। এতে চূড়ান্ত রেগে গেছেন অভিনেত্রী এবং যিনি এই কাজ করেছেন তার বিরুদ্ধে মানহানির আইনি নোটিস পাঠালেন সোনম ও তাঁর বর আনন্দ আহুজা।
আজকের দিনে youtube এমন একটা platform যেখানে মানুষ রোজগারের নতুন পথ খুঁজে পেয়েছে। নানা ধরনের রিলস কিনবা ভিডিও বানিয়ে ইউটিউবে আজকাল প্রচুর রোজগার করা যায়। অনামি এক ইউটিউবার যে ভিডিওটি বানিয়েছেন সেখানে যে লক্ষ লক্ষ ভিউ হয় এমনটা নয়।
আরো পড়ুন – ৫৮ বছর বয়সে সিনেমার ভুল সিদ্ধান্ত নিয়ে কী বললেন শাহরুখ খান?
তবে অভিনেত্রীকে নিয়ে যে ভিডিওটি বানিয়েছেন সেটা প্রায় লাখের কাছাকাছি ভিউ পেয়েছে আর এর জন্যই বোধহয় সেটা চোখে পড়েছে নায়িকার। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন সামান্য একজন ইউটিউবার সে তার কাজ করছেন ।সেটার জন্য তাকে এতটা বিপাকে ফেলার কোন দরকার ছিল কি অভিনেত্রীর?
আরো পড়ুন – ভারতকে পিছনে ফিরে এগিয়ে গেল চীন? আন্তর্জাতিক বাজার দখলের পথে লাল ফৌজের দেশ!
ইউটিউবার তো কোনভাবেই নায়িকার সঙ্গে লড়াই করার ক্ষমতা সম্পন্ন নন। যদিও ভিডিওর সৃজনশীলতা প্রসঙ্গে অনেকেই খুশি হয়েছেন অনেকে আবার প্রশ্ন তুলেছেন। কিন্তু সোনম পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাইছেন যে তিনি এই ধরনের কটাক্ষ বা তাকে নিয়ে হাসি তামাশা এই সবকিছু একদম বরদাস্ত করছেন না। সেলিব্রেটি মেজাজ বোধহয় একেই বলে।