Breaking Bharat: আপনি কি সাজগোজ করতে ভালোবাসেন? নিয়মিত আই ব্রো করান তো? অনেকে অবশ্য ছোট চুল স্টাইল করে রাখতে চান। ছেলেরাও বিভিন্ন সময় নানা ধরনের ট্রেন্ড ফলো করে। কিন্তু একবারও মনে প্রশ্ন জেগেছে মাথার চুল বড় হয় কিন্তু চোখের ভ্রু বড় হয় না কেন?
চুলের পরিচর্যা নিশ্চয়ই করেন। কেশের বাহার তো অনন্য তাইনা? আর নারীরূপে পুরুষ প্রত্যেকেই নিজের মাথার চুল নিয়ে যথেষ্ট সচেতন। নানা রকম ভাবে কী করে আরো পারিপার্শ্ব আনা যায় সেই ভাবনাই চলে অনবরত। ঘন কালো লম্বা চুল মেয়েদের পছন্দ ।
মহিলারা প্রত্যেকটা মুহূর্তে আই ব্রো করান। প্রতিমাসে এটা যেন একটা রুটিনের মত। কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন, যে হারে মাথার চুল বড় হতে থাকে চোখের ভ্রু যদি সেভাবেই বড় হতো তাহলে কী কেলেঙ্কারি না হতো! আসলে সবকিছুর একটা নিয়ম থাকে। একেই বোধহয় বলা হয় প্রকৃতির নিয়ম।
মাথার চুল বড় হয় কিন্তু চোখের ভ্রু বড় হয় না কেন?
আসলে, সবটাই বিজ্ঞানসম্মত। আমাদের দেহে চুল বা লোম বিশেষ কয়েকটি অঙ্গ ছাড়া প্রায় প্রত্যেকটি জায়গাতেই দেখতে পাওয়া যায়। হাতের তালু, পায়ের তলা ও ঠোঁট এক্ষেত্রে ব্যতিক্রম। এইবার যদি জীবন বিজ্ঞানের কথা বলেন, তাহলে আপনাকে জানিয়ে দিই যে সারা জীবনে একজন মানুষের শরীরের লোম প্রায় ৯৫০ কিমি পর্যন্ত বাড়ে।
একটু অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি এবং যথেষ্ট বিস্ময়কর। এই যে চুলের বেড়ে ওঠা এটা হেয়ার ফলিকলের জন্য হয়। এই ফলিকলের বৃদ্ধির বেশ কয়েকটি চক্র আছে। বিজ্ঞানের পরিভাষায় বলতে গেলে, অ্যানাজেন বা বৃদ্ধি দশা, ক্যাটাজেন বা রূপান্তর দশা ও টেলোজেন বা বিশ্রাম দশা।
আমাদের মাথার বেশিরভাগ চুল মানে ধরুন প্রায় ৮৫ শতাংশ যে কোনও সময় অ্যানাজেন বা বৃদ্ধি দশায় অবস্থান করে। এই সময়কালের মধ্যে ফলিকল নতুন কোষ তৈরি করতে থাকে। এই চুল বছরে মোটামুটি ১৫ সেমি হারে বাড়তে থাকে। কিন্তু আপনি প্রশ্ন করতেই পারেন তাহলে সেটা এত বড় হয়ে কেন আমাদের সামনে আসে না।
আরো পড়ুন – কথায় কথায় সুইস ব্যাংকের টাকা রাখার কথা শোনেন তো? সুইস ব্যাংক সম্পর্কে কতটা জানেন?
আসলে ক্যাটাজেন দশায় হেয়ার ফলিকলগুলি কুঁচকে যায়। যার ফলে মূল দৈর্ঘ্যের প্রায় ১/৬ ভাগ কমে যায়। এই ঘটনা ঘটার ফলে এর ফলিকলের রক্ত সরবরাহ বিচ্ছিন্ন হয়। প্রয়োজনীয় পুষ্টি না পাওয়ায় চুল আর বাড়তে পারে না। মোটামুটি সপ্তাহ দুয়েক পরে চুলের টেলোজেন দশা শুরু হয়। এরপর নতুন চক্র শুরু হবার পালা। এই সময় চুলের ভিত তুলে ফেলা বেশ সহজ হয়।
আরো পড়ুন – তালা আবিষ্কার! তালা চাবি ব্যবহার করেন নিশ্চয়ই, তবে উৎপত্তি কীভাবে জানেন?
লক্ষ্য করবেন চুল আচড়ানোর সময় বা স্নান করতে গিয়ে কিছু চুল মাঝেমধ্যেই পড়ে যেতে থাকে। এতে অবাক হওয়ার কিছু নেই টেলোজেন দশার কারণেই এমনটা ঘটে। যেহেতু চুলের বৃদ্ধি পাবার বিষয়টি অ্যানাজেন দশার নির্ভর করে। তাই এক্ষেত্রে কোন অংশ থেকে চুল উঠবে তার ওপর অ্যানাজেন দশার কার্যপদ্ধতি নিয়ন্ত্রিত হয়।
আরো পড়ুন – পৌষ মাসে শুভ কাজ হয় না, তবু কেন পোয়া বারো বোঝাতে এই মাসের কথাই বলা হয়?
শরীরের চুলের অবস্থানটি ঠিক কোথায় সেটা অনেকটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাথায় চুলের বৃদ্ধি আর চোখের ভ্রু এর চুলের বৃদ্ধি এক রকমের নয়। চিকিৎসা বিজ্ঞান বলে চোখের পাতার ক্ষেত্রে ৩০ দিন থেকে মাথার চুলের ক্ষেত্রে ২ থেকে ৬ বছর পর্যন্ত পার্থক্য হতে পারে।
যেহেতু ‘চোখের পাতা বা ভ্রু এর অ্যানাজেন দশা‘ অনেক কম তাই চুল সেভাবে বাড়ার আগেই টেলোজেন দশা শুরু হয়। এটাই হচ্ছে আসল এবং বিজ্ঞানসম্মত কারণ।