Breaking Bharat: সবাই ভালো থাকতে চায়, কিন্তু বিপরীতে কেন এত বেশি কষ্ট পায় বলতে পারেন?পৃথিবীতে সবাই সুখী হতে চায় কিন্তু কেউ হতে পারে কেউ পারে না। এটা নির্দিষ্ট কোন কারণ হয়তো নেই আবার হিসেব করে দেখা যাবে? একাধিক কারণের সমষ্টি বা যোগফল হল মানুষের ভালো থাকা বা খারাপ থাকা। তো সেটাকে প্রাধান্য দিলে আনন্দ আর কষ্টের সমীকরণটা বোঝা যায় (why do i suffer so much in life)।
যেমন বলা হয় অন্ধকার থাকলে আলোর মর্যাদা বোঝা যায় ঠিক তেমনি জীবনে সুখের মুহূর্ত বা ভাল মুহূর্তকে বুঝতে গেলে খারাপ থাকা বা কষ্টে থাকা খুব জরুরী। যদি বায়োলজিক্যাল ব্যাখ্যা চান, তাহলে হ্যাঁ যুগের পর যুগ ধরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যে বিশেষ বৈশিষ্ট্য মানুষকে আরও পরিণত করেছে তার এক নাম হল কষ্ট। কারণ ব্যথা যদি না থাকে তাহলে আরাম পাবার অনুভূতিও অকেজো হয়ে পড়বে।
কেন এত বেশি কষ্ট পায় বলতে পারেন?
এখন প্রশ্ন আসতেই পারে মানুষ কষ্ট পায় কেন? এটার উত্তর মানুষের কর্মফলের জন্য। এই পৃথিবীতে মানুষ সব থেকে উন্নত প্রাণী, তাই তার সব ধরনের অনুভূতি তাকে সম্পৃক্ত করে। কাব্যের সাহিত্যে পড়া কথাগুলো আলমারির তাকে তুলে রেখে দেয়া হয় বাস্তব জীবনে, আর এটাই মানুষের সব থেকে বড় ভুল।
প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব,আত্মীয়তা সম্পর্ক এই সব কিছুর সঙ্গেই সমীকরণ রয়েছে স্বার্থের আর তার সঙ্গেই অদ্ভুত ভাবে জুড়ে গেছে সংঘাতের নাম। আসলে মানুষ তো তাই শেষ মুহূর্ত পর্যন্ত আশার আলো বুকে আগলে বেঁচে থাকতে চায়। সেটা প্রিয় মানুষের হোক বা স্বপ্নপূরণের, ইচ্ছে পূরণের গল্প হোক বা সবকিছু সুন্দরভাবে সমাপ্ত হওয়ার।
কষ্ট দুঃখ কেন হয়, কিসে হয়?
আজ এখানেই আসা সেখানেই সেটা পূরণ না হলে ঠিক বিপরীত শব্দ চূড়ান্ত হতাশার আগমন আর তার থেকেই কষ্টের জন্ম। নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন কষ্ট দুঃখ কেন হয়, কিসে হয়? অভাগারা ভাবেন শুধু তাদেরই বোধ হয় দুঃখ যন্ত্রণার কষ্ট সহ্য করতে হয়।
আরো পড়ুন – বাঙালি কি ব্যবসায় ভয় পায়? অন্যের কোম্পানিতে কর্মচারী হয়ে কতটা খুশি বাঙালি?
অথচ যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসাঠাসি হয়ে থাকে দুঃখ তারও কিছু কম নয়। অর্থ আছে বলেই সে সুখী নয়। আসলে অপূর্ণতার মধ্যে একটা আলাদা রকমের উদ্যম আছে সেটাকে পূরণ করার। কিন্তু সব পেয়ে গেলেও খামতি খোঁজার অভ্যাস বড় অসহায়তার জন্ম দেয়।
কী কারণে কষ্ট হয়?
কী কারণে কষ্ট হয় সেটা একেক জন মানুষের ক্ষেত্রে একেক রকম অভিজ্ঞতার বর্ণনা দেবে। সাধারণ চোখে সবথেকে বেশি কষ্ট হল অর্থকষ্ট, অভাবের কষ্ট। পেটে খিদের জ্বালা অথচ পকেট ফাঁকা – সেই কষ্ট ।চোখের সামনে প্রিয় মানুষকে না খেতে পেয়ে মরতে দেখা সেই কষ্ট।
আরো পড়ুন – কথায় কথায় সুইস ব্যাংকের টাকা রাখার কথা শোনেন তো? সুইস ব্যাংক সম্পর্কে কতটা জানেন?
নিজের ভালোবাসার মানুষকে অনেক দূরে চলে যেতে দেখা বর্তমান সম্পর্ক গুলো প্রাক্তন হয়ে যাবার কষ্ট কোনোভাবেই কি ভুলে যাওয়া যায়? স্বার্থের সংঘাতে জড়িয়ে রক্তের সম্পর্কের সুতোগুলো যখন একটু একটু করে আলগা হয়ে যায়, সেই কষ্ট মৃত্যুকালে চিতায় ওঠার পরও কিছুতেই যেন মুছতে চায় না স্মৃতির অন্তরাল থেকে।
আরো পড়ুন – তালা আবিষ্কার! তালা চাবি ব্যবহার করেন নিশ্চয়ই, তবে উৎপত্তি কীভাবে জানেন?
ইংরেজিতে একটা কথা আছে জানেন এক্সপেক্টেশন মানেই ফ্রাস্ট্রেশন। অর্থাৎ যত বেশি আশা করবেন তত বেশি আঘাত পাবেন। এই সব ভুলে নিষ্কাম কর্মের দিকে মন দিতে পারলে দুঃখ কষ্ট থেকে রেহাই পাওয়া সম্ভব হয় এমন কথাই যুগাবতার শ্রীরামকৃষ্ণ বলে গেছেন। তাকেই পাথেয় করে এগিয়ে চলুন আগামীর পথে।