Breaking Bharat : ক্রমাগত শাখা বিস্তার করছে নিপা ভাইরাস? নয়া আতঙ্ক সম্পর্কে কতটা জানা আছে সাধারণ মানুষের? প্রাথমিকভাবে নিউমোনিয়া, ডেঙ্গি বা ম্যালেরিয়ার লক্ষণ হলেও আসলে যে আপনি নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত নন সেটা বুঝবেন কী করে? এই প্রতিবেদনে নিপা ভাইরাস সংক্রান্ত তথ্য দেব (Infected with Nipah virus)।
করোনা ভাইরাস মানুষের জীবনের বাঁচার সংজ্ঞাটা বদলে দিয়েছিল। সময় বদলেছে কিন্তু এখনো পর্যন্ত ভাইরাসের দ্বাপট যেন কিছুতেই কমতে চাইছে না। করোনা ভাইরাস এসে মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে স্তব্ধ করে দিয়েছিল এবং লকডাউন বলে একটা শব্দের সঙ্গে নতুনভাবে গোটা বিশ্বকে পরিচয় করিয়েছিল।
সেই স্মৃতি এখনো আমাদের মনে টাটকা কিন্তু একটার পর একটা ভাইরাসের দাপট যেন কমতেই চাইছে না। সেই তালিকায় নতুন সংযোজন ঘাতক নিপা ভাইরাস।
নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত নন সেটা বুঝবেন কী করে?
একদিকে গা-টা গরম গরম মনে হচ্ছে, সঙ্গে আবার বমি। প্রাথমিকভাবে নিউমোনিয়া, ডেঙ্গি বা ম্যালেরিয়ার লক্ষণ হলেও আসলে যে আপনি নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত নন সেটা বুঝবেন কী করে? এই প্রতিবেদনে নিপা ভাইরাস সংক্রান্ত তথ্য দেব।
আজকালকার দিনে মানুষের শরীর খারাপ হওয়াটা যেন প্রতিদিনের চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। নানাভাবে ডাক্তারের কাছে যেতে হচ্ছে এবং রোগের জ্বালায় ক্রমশ ওষুধের দোকানে লাইন লম্বা হচ্ছে। এই সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজে টা আমাদের খুব দরকার।
সেই কারণে বিজ্ঞান প্রতি মুহূর্তে গবেষণা করে চলেছে আর সেখানেই একের পর এক ভাইরাস আবিষ্কৃত হচ্ছে যা চিন্তায় রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সাম্প্রতিককাল চিকিৎসক চিন্তার অন্যতম কারণ হয়েছে নিপা ভাইরাস। দেশের দক্ষিণ দিকে এই ভাইরাসের দাপট বাড়ার কারণে বেশ কিছু জায়গায় স্কুল কলেজ বন্ধ করে দেয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিপা ভাইরাস ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে:
আমরা অন্ধপ্রদেশ, কেরালার কথা বলছি। নিপা ভাইরাস ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে। অনেকেই করোনার সঙ্গে এর উপসর্গের মিল থাকায় বিভ্রান্ত হচ্ছেন। একটি স্পষ্ট করে জেনে নেওয়া দরকার যে কতটা পার্থক্য রয়েছে দুটি ভাইরাসের উপসর্গের মধ্যে।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে যে উপসর্গ মূলত লক্ষ্য করা যায় সেগুলির মধ্যে অন্যতম হল জ্বর, মাথা যন্ত্রণা এবং শ্বাসকষ্ট। অদ্ভুত ব্যাপার হল করোনা ভাইরাসের ক্ষেত্রেও প্রথম এবং তৃতীয় উপসর্গ লক্ষ্য করা যায়। যদিও টিকা দেওয়ার পর থেকে আমরা করোনা কে নিয়ে আর অতটা ভয় পাচ্ছি না। এছাড়াও ধরুন, বমি ভাব, ইত্যাদি উপসর্গগুলিও নিপা ভাইরাস আক্রান্তদের ক্ষেত্রে অধিকাংশ সময়ই লক্ষ্য করা যায় বলি চিকিৎসকরা জানাচ্ছেন।
আরো পড়ুন – Durga Puja: ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট এই প্রতিবেদনে দেখে নিন
উত্তরবঙ্গে মাথাচাড়া দেয় নিপা ভাইরাসের সংক্রমণ:
শরীরে তাপমাত্রা বাড়লে অনেক সময় আক্রান্ত ব্যক্তিরা বিলাপ করতে শুরু করেন বা খিঁচুনির সমস্যা হয়। পরিস্থিতি জটিল হলে স্মৃতি লোপ পাওয়ার মতো অবস্থাও হতে পারে। এখনো পর্যন্ত গবেষকদের কথা অনুযায়ী বাদুড়ের থেকে এই ভাইরাস ছড়াতে পারে। আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৮ সালে প্রথম মালয়েশিয়ায় এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল।
আরো পড়ুন – জোম্যাটো, সুইগির ডেলিভারি কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কী? অবাক করা সমীক্ষার রিপোর্ট!
২০০৭ সালে এই বাংলার নদিয়ায় নিপা সংক্রমণে একই পরিবারের চার জনের প্রাণ গিয়েছিল। ২০০১ সালে উত্তরবঙ্গে মাথাচাড়া দেয় নিপা ভাইরাসের সংক্রমণ। এখনো পর্যন্ত এই রোগের আলাদা করে ওষুধ আবিষ্কার করা যায়নি উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসকরা সাধারণত চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। তাই সাময়িকভাবে যদি দেখেন জ্বর বাড়ছে এবং কোনভাবেই প্যারাসিটমল গোত্রের ওষুধ খেয়ে কমছে না তাহলে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিন।