Breaking Bharat: প্রচুর মানুষ লটারিতে (Lottery) টাকা উপার্জন করছেন। আপনি কি ভাগ্যের মিরাকেলে বিশ্বাস করেন? তাহলে নিশ্চয়ই লটারি কাটতে ভালবাসেন? সকলেই কি চান পরিশ্রম না করে একটা লটারি কেটে অনেক টাকা পেয়ে নিশ্চিন্ত থাকতে? দেখুন এই প্রতিবেদন।
আজকের যুগটাই এমন খুব কম সময়ে অর্থ লাভ করতে প্রত্যেকেই চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে টাকা তো আর খোলা খুচি নয় যে রাস্তায় মাঠে-ঘাটে পড়ে থাকবে। তবে এটা সত্যি কথা ঠিক মতো উপায় করতে জানলে টাকা রোজগার হয়। এই প্রসঙ্গে অবশ্যই বলতে হয় পরিশ্রমের টাকা রোজগারের কথা (People are making money in lottery)।
লটারি কেটে বা বিক্রি করে রোজগার?
কিন্তু যাই বলুন পরিশ্রম করে আপনি কোটিপতি হতে পারবেন কি? যদি শুরুটা হয় একটা মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে। কাউকে অসম্মান বা ছোট করা হচ্ছে না । কিন্তু কোটি টাকা কারোর ঘরে আছে জানলে প্রথমেই একটু সন্দেহ হয়। জাল কোন কারবার নয় তো?
আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এত এত জাল কারবারীর খবর সংবাদ মাধ্যমে শিরোনামে আসছে যে এবার ছোটখাটো চোর-ডাকাত কে সাধারণ মানুষের পাত্তা দিচ্ছেন না। সে যাই হোক আমরা বরং আলোচ্য বিষয়ের দিকেই আলোকপাত করি। আসল ব্যাপারটা হল সবারই লক্ষ্য একটু ভালো থাকা আর যদি কোটিপতি হওয়ার স্বপ্নটাকে বাস্তবে কার্যকর করা যায় তাহলে অসুবিধা কোথায়?
আর আদি অনন্তকাল থেকে মানুষের দারুন বিশ্বাস লটারি নামের মিরাকেলের ওপর। প্রত্যেকদিন আসা-যাওয়ার মাঝে লটারির দোকানের ভিড় দেখে এটা বোঝা যায়।
সাম্প্রতিককালীন হিসেব বলছে প্রচুর মানুষ লটারিতে টাকা উপার্জন করছেন। কিন্তু এটা কী করে সম্ভব? এখানে ওখানে ব্যাঙের ছাতার মতো লটারি দোকান গজিয়ে উঠছে। ক্রেতার থেকে বিক্রেতাদের লাভ অনেক বেশি। সকলেই চান পরিশ্রম না করে একটা লটারি কেটে অনেক টাকা পেয়ে নিশ্চিন্ত থাকতে।
কিন্তু একটু ভেবে দেখুন তো লোকেরই খেলাটা কিভাবে হয় সেটা সম্পর্কে কজন মানুষের ধারণা আছে? সবটাই ভাগ্য অবশ্যই ,কিন্তু তার সঙ্গে পরিশ্রমে তো প্রয়োজন আছে । আর যদি সেটা না করেই এত এত টাকা পাওয়া যায় তাহলে সেখানে তো গোলবালের সম্ভাবনা থেকেই যায়। আগেকার দিনের মানুষ কম পয়সায় লটারি কাটতেন।
কারণ তখন রোজগার অত ছিল না আর বাজারদর অনেকটাই সামঞ্জস্যপূর্ণ ছিল। এখন পুরো পরিস্থিতি টাই বদলে গেছে। কিন্তু যেভাবে লটারি জনপ্রিয় হচ্ছে তার কারণ বেশ কিছু মানুষের হুট করে টাকা পেয়ে যাওয়া। সাধারণত ১৮ লক্ষ টাকার বেশি যদি আপনি লটারিতে যেতেন তাহলে সেই টাকাটা থেকে কিছুটা অংশ সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হবে আপনাকে।
আরো পড়ুন – Burj Khalifa: পৃথিবীর সবথেকে উঁচু ফ্ল্যাট ‘বুর্জ খলিফা’ কোথায় বলুন তো? দাম কত জানা আছে?
অর্থাৎ ১৮ লক্ষ টাকা পর্যন্ত আপনি পুরো টাকাটাই নিজের ঘরে আনতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে আসবে। লটারিতে যে টাকাটা পাওয়া যায় সেটার জন্য আপনাকে ব্যাংকে প্রমাণ সমেত লটারির টিকিট জমা দিয়ে সেই টাকা দাবি করতে হয়।
সাম্প্রতিককালে এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে এমন কিছু মানুষজনের নাম উঠে এসেছে যেখান থেকে প্রশ্ন জেগেছে কি করে এক মানুষ একাধিকবার একই কোম্পানির লটারি পেতে পারেন ইত্যাদি প্রভৃতি। তবে আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না।
আরো পড়ুন – আপনি কি স্কুলে শিক্ষকতা করতে চান? চল্লিশ হাজার পদে নিয়োগ হতে চলেছে জানেন?
কিন্তু মাথায় রাখতে হবে যে ব্যক্তি লটারি বিক্রি করছেন তিনি লটারি বিক্রি করে যে টাকা উপার্জন করছেন সেই টাকার কিছুটা পরিমাণ তাকে খরচ করতে হয়েছে সেই লটারি কেনার জন্য । সেই লটারি যার থেকে কিনেছেন তিনি আবার কোম্পানি থেকে কিন্তু কিছু টাকা খরচ করেছেন ।
ফলে চ্যানেলের মধ্যে দিয়ে পার্সেন্টেজ হতে হতে একজন কত টাকা লাভ করতে পারেন বলে আপনার হিসেবে দাড়ায়? উত্তরটা দিতে পারবেন না তো স্বাভাবিক তার কারণ লটারি ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে অন্য অংক। তাই বলি আপনি বরং পরিশ্রম করুন নিজে খেটে যেটুকু অর্জন করতে পারবেন তাতেই ভালো থাকবেন।
আরো পড়ুন – চিতা বাঘ বানরের মা-কে নিয়ে যাচ্ছে আর শিশু বানর তখনও জানে তার মা তাঁকে বাঁচাবে
তাই বলে আমরা কোন ব্যবসা বন্ধ বা খোলার কথা এই প্রতিবেদনে বলছি । না কারুর অভিপ্রায় কে আঘাতও করছি না ।শুধু সাধারণ একটা ঘটনার কথা বলা হল আপনাকে, মতামত আপনার নিজস্ব।