Breaking Bharat: ব্যবসা মানেই কেন মাড়োয়ারিদের রমরমা? কিভাবে দক্ষতার সঙ্গে নিজেদের প্রসার ঘটিয়ে চলেছে চলেছেন তারা (Learn about Marwaris trade secrets)?
প্রতিবেদনের শিরোনামে কোনও জাতিকে অপমান করার বিন্দুমাত্র প্রচেষ্টা হয় নি শুরুতেই বলে রাখা দরকার। আসলে কিছু মানুষ কিছু বিশেষ কাজের জন্য পরিচিত এবং বিখ্যাত। সেইরকম কিছু জাতির স্পেশাল বৈশিষ্ট্য আছে ।
আজ আমরা মাড়োয়ারিদের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আর এর থেকে শিক্ষা নিয়ে অনুপ্রাণিত হয়ে হয়তো আপনিও বিশেষ হয়ে উঠতে পারেন। আসলে ব্যবসা মানেই মাড়োয়ারিদের রমরমা এই দেশে লক্ষ্য করা যায় এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজেদের প্রসার ঘটিয়ে চলেছে। তাহলে গোপন রহস্যের চাবিকাঠি খোঁজা যাক।
মাড়োয়ারিদের ব্যবসার গোপন রহস্যে জেনে নিন:
ব্যবসা মানে বিজনেস। যার ইংরেজি বানান করলে দাঁড়ায় BUSINESS। কিন্তু মাড়োয়ারিরা খুব সুন্দর ভাবে নিজের মতো করে এর ব্যাখ্যা সাজিয়ে নিয়েছে।তাদের কাছে এটা হল BUSY NESS আর সেই মতন নিজেদের প্রতি মুহূর্তে ব্যস্ত রাখেন তারা কাজের জগতে। কী ভাবে কার কাছ থেকে কতটা কাজ করিয়ে নেওয়া যায় এটা তারা জানেন।
অন্যান্যরা একটা সময়ের পর কাজ বন্ধ করলেও ওনারা সেটা করেন না। কারণ তারা জানেন যদি ব্যবসা বাড়াতে হয় তাহলে আরামের জীবনটা বেছে নিয়ে চলবেনা। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের বুদ্ধিদীপ্ততা এবং ধৈর্য। ধরুন তার একটা ব্যবসা করছেন যেখানে তাদের কোনও ক্লায়েন্ট ওই তো তাদের কাজে খুশি নয় কিন্তু তবুও উনারা সেই ক্লায়েন্টকে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য যা যা করনীয় সবটা চেষ্টা করে যান।
আরো পড়ুন – বিয়ে করার সঠিক কোনও বয়স হয় কি? বেশি বয়সে পুরুষদের বিবাহে সমস্যা?
আসলে কোন কাজকে ভালবাসলে এবং তার সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে পারলে সব জাতির পক্ষেই সফল হওয়া সম্ভব। আমরা বিষয়টিতে উদাহরণ হিসেবে একটি জাতির কথা উল্লেখ করেছি বটে কিন্তু এরকম অনেক উদাহরণ চোখের সামনেই আছে।
সবথেকে বড় কথা হলো গ্রামে এবং শহরের ব্যবসায়ীদের ক্ষেত্রে চিন্তাভাবনার কিছু পার্থক্য দেখা যায়। মানসিকতার তফাৎ কিন্তু লাভ বা লোকসানের হিসেবটা অনেকটা বাড়িয়ে দিতে পারে।
আরো পড়ুন – Ducati Panigale V4 R:- দেশে Ducati-র নতুন বাইক লঞ্চ হল, দাম শুনলে মাথায় হাত দেবেন।
অনেকেই চাকরি পছন্দ করেন না কারণ অন্যের বশ্যতা স্বীকার করতে চান না তারা। এই মানসিকতা থেকে আজকাল অনেকেই ব্যবসার দিকে বেশি ঝুঁকছেন। সরকারের তরফ থেকেও ব্যবসা করার জন্য উৎসাহ প্রদান করতে লোন দেওয়ার ব্যবস্থা হয়েছে। অতি সহজেই সেই লোনের জন্য আপনি আবেদন করতে পারেন।
আরো পড়ুন – আপনার শিশু কন্যার নাক-কান ফোটানো নিয়ে চিন্তিত? জানেন কেন এক নাকেই নাকছাবি পরা হয়?
সঠিক পদ্ধতিতে আবেদন করতে পারলে অবশ্যই নিজের ব্যবসার শ্রী বৃদ্ধির জন্য লোনদাতা কোম্পানি সাহায্য করবে আপনাকে। একটা কথা আপনাকে জানিয়ে রাখি। মাড়োয়ারিদের মধ্যে হাল না ছাড়ার মানসিকতা প্রকট ভাবে দেখা যায়। এটা তাদের নিজেদের সাফল্যের দিকে অনেকটা এগিয়ে দেয়।
আরো পড়ুন – চোখে চোখে যায় চেনা! কিন্তু এক সেকেন্ডে কতজন কে চিনতে পারে আপনার চোখ?
ব্যবসা করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা ঠান্ডা মস্তিষ্ক আর পরিণত মানসিকতার মেলবন্ধন। এই কম্বিনেশনটা তাদের মধ্যে দেখা যায়। তাই সহজেই সাফল্য হাতের কাছে ধরা দেয়। একটা জিনিস লক্ষ্য করবেন বাঙ্গালীদের মধ্যে ছুটি নেওয়ার গল্প করা একটু আরামে থাকা এগুলো ভীষণভাবে আছে। আর খুব সম্পূর্ণ বিপরীত প্রকৃতি হয় মাড়োয়ারিদের। তবে এটা ঠিক চেষ্টা করলে যে কেউ যেকোনো স্তরে পৌঁছতে পারে।
আরো পড়ুন – আপনার জীবনে কি অভাব আছে? অভাব কি শুধু টাকার হয়? তাহলে?
আজকের এই প্রতিবেদনে আমরা অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করলাম আপনাকে। হয়তো কোনদিন এভাবেই আপনার সাফল্যের গল্প লিখব আমরাই।