Breaking Bharat : মাদককাণ্ডে আটক হওয়া থেকে নিজের জন্মদিনে লুঙ্গি পরে নাচের দৃশ্য। গত কয়েক মাস ধরেই নেটদুনিয়ায় জোর চর্চা বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে নিয়ে (Bangladeshi actress Parimoni)। তবে থেমে নেই বাংলাদেশের অভিনয় জগতের বহুচর্চিত অভিনেত্রী। সব বিতর্ক সামলে ওপার বাংলা থেকে এপার বাংলায় এলেন তিনি। আপাতত তিনি কলকাতায় আছেন। সূত্রের খবর, চিকিৎসার জন্যই কলকাতায় এসেছেন তিনি। যদিও অফিসিয়ালি এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি তিনি।
গতছরের জুন মাস থেকেই সংবাদের শিরোনামে বারবার উঠে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। যদিও তাঁর জনপ্রিয়তা কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গেও তাঁকে নিয়ে কম চর্চা হয় না। সোস্যাল মিডিয়ায় তাঁর আবেদনময়ী ছবিতে মজে এপার বাংলা, ওপার বাংলার অগণিত মানুষ।
বুধবার সোস্যাল মিডিয়ায় বাংলাদেশের একটি অনুষ্ঠানের ছবি দিয়েছিলেন পরীমণি। তারপর সোজা কলকাতার ছবি তাঁর ফেসবুক পেজে। হলুদ এবং কালো মেশানো পোশাকে ধরা দিলেন তিনি। তবে এই সফরে তিনি একা নন, কারণ সোস্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে আরও এক ব্যক্তিকে। অবশ্য তাঁর নামপরিচয় জানা যায়নি। তবে সেই ছবির ক্যাপশনে লেখা ছিল ‘হ্যাপি ল্যান্ডিং’। এরপরেই তাঁর পোস্টে দেখা যায় কলকাতার পাঁচ তারা হোটেলের ছবি।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
তবে আচমকাই কলকাতায় আসা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, অভিনয়ের জন্যই তিনি কলকাতায় এসেছেন। কেউ আবার বলছেন, চিকিৎসার জন্যই পরীমণির কলকাতায় আসা। তবে এ ব্যাপারে মুখ খোলেননি তিনি। তবে বাংলাদেশের একাধিক সংবাদসংস্থার মতে, চিকিৎসার জন্যই কলকাতায় এসেছেন পরীমণি।
বরাবরই নিজস্ব ছন্দে ধরা দেন সোস্যাল মিডিয়ায়। প্রয়োজনে নিন্দুকদের কড় জবাব দিতেও পিছপা হন না। গত আগস্ট মাসেই মাদককাণ্ডে ঢাকার বাড়ি থেকে তাঁকে আটক করে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। সাত দিনের রিমান্ডে নিয়ে পরীমণিকে তিনদফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তৃতীয় দফার রিমান্ড শেষে গত ২১ আগস্ট তাঁকে আদালতে হাজির করা হয়। তবে সেদিন বিচারক কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাতে কী? ছাড়া পেয়েই পরীমণিকে দেখা গিয়েছিল তাঁর সহজাত ভঙ্গিতেই।
২৬ দিন পুলিসি হেফাজতে থাকার পর ছাড়া পাওয়ার দিন সকাল সাড়ে ৯ টা নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন তিনি। পরনে সাদা টি-শার্ট, মাথায় বাঁধা সাদা ওড়না, চোখে কালো চশমা, মাস্কটাও সাদা রঙের। আর চোখে কালো সানগ্লাস। গাড়ির সানরুফ থেকে মাথা বের করে সাংবাদিক ও ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে নিজের গন্তব্যে যান পরীমণি। শুধু তা-ই নয়, ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ানোর সময় দেখা যায়, মেহেন্দি দিয়ে তাঁর হাতে লেখা, ‘ডোন্ট লাভ, আই অ্যাম এ বিচ’। এভাবেই নিন্দুকদের গালে সপাটে চড় কষালেন অভিনেত্রী।
আসলে বাংলাদেশের অভিনয় জগতে পরীমণি এমনই এক বর্ণময় চরিত্র। তাঁকে নিয়ে কানাঘুষো জল্পনা সর্বত্রই। চলতি বছরের জুন মাসে বাংলাদেশের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা-চেষ্টার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সেই পরীমণি পাড়ি জমালেন কলকাতায়। ঠিক কোন কারণে তাঁর এই সফর, তা সময় বলবে।