Breaking Bharat: আদিপুরুষ দেখবেন কি? আদিপুরুষের সঙ্গেই? হনুমানের সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা কেন করলেন নির্মাতারা? আদিপুরুষ (Adipurush) দেখতে পারবেন হনুমানের সঙ্গে বসে। একটু অবাক করা এবং চমক জাগানোর মত তথ্য হলেও এটা বিন্দুমাত্র প্রচারের জন্য বলা হচ্ছে না। বাস্তবেই এই ঘটনা ঘটছে। কি হয়েছে জানুন বিস্তারিত
রামায়ণের গল্প এবার সাধারণ মানুষের জন্য। বড়পর্দায় মুক্তি পাচ্ছে আদিপুরুষ। সিনেমা মুক্তির আগে প্রায় ৮৫% টাকা উঠে এসেছে। বাহুবলী প্রভাস রাম হয়ে কতটা দর্শকের মন জয় করতে পারেন সেটা জানার আগ্রহ থাকবে। তবে তার পাশাপাশি যেভাবে বিতর্কের সঙ্গে চমক নিয়ে আদিপুরুষ আজ মুক্তি পাচ্ছে, সেটাও কিন্তু এড়িয়ে গেলে চলবে না।
হনুমানের সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা কেন?
আপনি জানেন একেবারেই টিজার রিলিজ থেকেই আদিপুরুষের বিতর্কের জন্ম। তার সঙ্গে জুড়ে গেছে আবার ট্রেলার তারপর এসেছে সিনেমার গান। কৃতি শ্যানন সীতা হিসেবে মানায়নি বলে অনেকেই কটাক্ষ করছেন। অনেকে আবার হনুমানের চরিত্র কে নিয়েও নানা রকমের তির্যক মন্তব্য করেছেন (Adipurush trailer)।
তবে যাই বলুন বিতর্ক যে একটা সিনেমার পাবলিসিটি স্টান্ট হতে পারে সেটা বিগত কয়েক বছরে বলিউড এবং টলিউড বেশ ভালো করে বুঝে গেছে। সেই কারণে কি ইচ্ছে করে বিতর্ক তৈরি করা নাকি সত্যি সত্যি আদি পুরুষের মধ্যে এমন কিছু আছে যা নিয়ে একেক মানুষের একেকরকম মত তৈরি হওয়া স্বাভাবিক সেটা অবশ্য সিনেমা মুক্তির পরেই বোঝা যাবে।
তবে এই সিনেমা এমন একটা কান্ড ঘটিয়েছে যেটা এর আগে কোন ভারতীয় সিনেমা করতে পারেনি। আদিপুরুষ দেখতে পারবেন হনুমানের সঙ্গে বসে। একটু অবাক করা এবং চমক জাগানোর মত তথ্য হলেও এটা বিন্দুমাত্র প্রচারের জন্য বলা হচ্ছে না। বাস্তবেই এই ঘটনা ঘটছে।
আজ দেশজুড়ে মুক্তি পাচ্ছে আদিপুরুষ। বাহুবলী প্রভাসের অফ স্ক্রিন পার্টনার কৃতি এবার অনস্ক্রিন জুড়ে গেছেন। রাম সীতা হিসেবে তাদের দুজনকে একসঙ্গে কেমন লাগে সেটা জানার আগ্রহ থাকবে। কিন্তু সিনেমা হলে একটি আসন বনমানের জন্য বরাদ্দ রাখার ঘোষণা কেন করা হলো সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
আরো পড়ুন – Samsung Galaxy Z Fold 5 আপনার জন্য কী অফার আনছে? ফিচারস এবং দাম কত জানেন?
নির্বাচনে বলেছেন রাম সীতা বা রামায়ণের কথা এলেই হনুমানের কথা আসে আর হনুমান যে আমাদের দেবতা সেটা আমরা সকলেই জানি। আগেকার দিনের রামায়ণ শোনা হলে ফুল বেল পাতা নিয়ে শ্রোতারা উন্মুখ হয়ে থাকতেন। সেই কারণে সিনেমা হলে একটি করে হনুমানের জন্য আসন বরাদ্দ।
কিন্তু মাল্টিপ্লেক্সে, সেখানে কী হবে? নির্বাচনে বলছেন মাল্টিপ্লেক্সেও একটি বিশেষ আসনে হনুমানের মূর্তি থাকবে ছবি প্রদর্শনের আগে সেখানে নিয়মিত ফুল দেয়া হবে।
আরো পড়ুন – দেশের প্রথম গিয়ারড ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে রেকর্ড ভিড় কেন?
রামায়ণ-আশ্রিত এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়েছে। এটা এমন একটা সিনেমা যেটা সব বয়সীদের জন্যই। সেই কারণেই এই সিনেমার টিকিট বিক্রি বেশি হবে বলে আশা করছেন প্রত্যেকে। আসলে এই সিনেমা বয়স্ক মানুষদের বিশেষ করে যারা বৃদ্ধাশ্রমে আছেন তাদের কেও দেখাবার ব্যবস্থা করেছে বিভিন্ন সংস্থা।
আরো পড়ুন – Rachna Banerjee: দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জী নতুন ব্যবসা খুলছেন? কি সেই ব্যবসা?
রণবীর কাপুর নিজে 10 হাজার টিকিট কেটেছেন। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় 140 কোটি ভারতবাসীর কাছে ধরা দেবেন আদি পুরুষ। অবশ্য বাংলায় কেন এই সিনেমার ডাবিং করানো হলো না সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।