Rachna Banerjee’s New Business: টলিউডের দিদি নাম্বার ওয়ান নতুন ব্যবসা খুলছেন? অনুরাগীদের জন্য কোন সুখবর দিলেন রচনা? রচনা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েক বছর ধরে নিজের শাড়ির ব্যবসা রমরমা করে চালাচ্ছেন। তবে এবার নাকি নতুন কিছু করার ভাবনা তার। তাহলে কি করতে চলেছেন তিনি? জানুন বিস্তারিত।
শাড়ির ব্যবসার পাশাপাশি রচনার নতুন ব্যবসা:
দশ বছর ধরে তিনি বাংলার মা, বোনেদের কাছে দিদি নাম্বার ওয়ান হয়ে রয়েছেন। নিজেকে কখনোই কোনো একটা বিষয়ের মধ্যে আটকে রাখতে চাননি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তাই অভিনয় থেকে যখন বিরতি নিয়েছেন বা অভিনয় ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন তখন দেখা গেছে কোন না কোন কাজে নিজেকে যুক্ত করে ফেলেছেন।
আর তাছাড়া স্টুডিও পাড়ায় একটা ট্রেন্ড বিশেষভাবে লক্ষ্য করা যায়। দেখবেন কেউ আর একটা কোনও পেশার মধ্যে নিজেকে আটকে রাখে না। মানে যে যাই করুক না কেন তার সঙ্গে অবশ্যই আরও একটা কাজে নিজেকে যুক্ত করেন। মানে ধরুন কেউ ক্যাফে খুলেছেন কেউ পার্লার কেউবা প্রযোজনা সংস্থা।
মানে অভিনেতা অভিনেত্রীরা তাদের নিজস্ব পেশার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেশায় নিজেকে সংযুক্ত করতে চান। কেউ গাড়ির ব্যবসা করছেন কেউবা ইউটিউব চ্যানেল খুলেছেন। এই তালিকায় প্রসেনজিৎ,দেব,জিৎ ঋতুপর্ণা প্রত্যেকেই রয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েক বছর ধরে নিজের শাড়ির ব্যবসা রমরমা করে চালাচ্ছেন। তবে এবার নাকি নতুন কিছু করার ভাবনা তার।
রচনা যখন শাড়ির ব্যবসা শুরু করেন তখন তাকে নিয়ে নানা কটাক্ষ শোনা গেছিল। নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল অভিনেত্রীকে কিন্তু তাকে থামানো যায়নি। তবে এবার শুনে যাচ্ছে শাড়ির ব্যবসার পাশাপাশি প্রসাধনী সামগ্রী নিয়ে ব্যবসা করতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
আসলে তিনি নিজের ব্যবসার পরিসরকে আরো বাড়াতে যান সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দিদি নাম্বার ওয়ান। প্রকাশ্যে এ নিয়ে কোন কথা বলতে চাননি রচনা কিংবা তার ঘনিষ্ঠ মহল। তবে মনে করা হচ্ছে চলতি মাসের শেষের দিকেই নিজের নতুন সংস্থার কথা সকলের সামনে প্রকাশ করবেন তিনি।
আরো পড়ুন – মানুষের মাথার কথা বুঝবে মেশিন? কী ভাবে মস্তিষ্কের ভাবনা লেখায় প্রকাশ হয়? কি বলছে AI?
অনেকেই প্রশ্ন তুলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সেরকম কোনও বড় ব্রান্ডের সঙ্গে অনেকদিন যুক্ত নন তাহলে দিদি নাম্বার ওয়ান এর মতো একটা অনুষ্ঠান সঞ্চালনা করে এত বিলাসবহুল জীবন তিনি কাটান কি করে। রচনা অবশ্য কোনদিনই এই সমস্ত প্রশ্নকে পাত্তা দেননি আর এইসব অবান্তর কথাবার্তার উত্তর দেবার প্রয়োজনীয়তা মনে করেননি।
আরো পড়ুন – ২১ বছর আগের নস্টালজিয়ায় কেন সুপারস্টার জিত? কী ঘটেছিল ২০০২ সালে?
জানা যাচ্ছে এই মুহূর্তে তিনি নিজের ব্যবসা নিয়ে খুবই উত্তেজিত এবং যত দ্রুত সম্ভব সেই ব্যবসাকে প্রসারিত করতে চান। নিজে আরো অনেক এক্সপেরিমেন্ট করতে চান নায়িকা।
একটা সময় ছিল যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা বাঙালি দর্শককে উপহার দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি প্রত্যেকের কাছে ঘরের মেয়ে হয়ে গেছেন। সকলের সুখ দুঃখের গল্প শুনে অনুপ্রেরণা দৃষ্টান্ত তৈরি করেছেন।
আরো পড়ুন – চাকরির জন্য সুযোগ্য গড়ে তোলার দায়িত্ব এবার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের? জানেন?
এই রচনা বন্দ্যোপাধ্যায় যখন ব্যক্তিগত জীবনের সমস্যার মধ্যে পড়েছিলেন প্রিয়জনকে হারিয়েছিলেন তখন কিন্তু তার ফ্যানেরা তার পাশে দাঁড়িয়েছেন। এবারও দিদি নাম্বার ওয়ান এর অনুরাগীরা বলছেন নতুন ভূমিকায় রচনা তার ১০০ শতাংশ উজাড় করে দেবেন সেটা বলাই বাহুল্য। এখন কত দ্রুত রচনা এই সম্পর্কে তার ফ্যানেদের সেটাই দেখার।