Breaking Bharat: মোটোরোলা ফোন ব্যবহার করেছেন? অনেক বেশি সস্তায় এই কোম্পানির G53j/G53Y স্মার্টফোন 50MP ডুয়েল ক্যামেরা নিয়ে এলো আপনার জন্য।
এখনকার দিনে একটা ফোন শুধুমাত্র কথা বলার জন্য বা যোগাযোগ রক্ষার জন্য হয় না বরং তার থেকে অনেক বেশি ফিচারস নিয়ে ফোন এখন অনেক বেশি সমৃদ্ধ। একের পর এক কোম্পানি যখন বেশি স্টোরেজ কিংবা বেশি ram এইসবের দিকে নজর দেওয়ার পাশাপাশি বেশি মেগাপিক্সেল ক্যামেরার দিকে মন দিয়েছে, তখন মোটোরোলা একটা অদ্ভুত পলিসি বের করল।
মোটোরোলা ফোনে এবার 50MP ডুয়েল ক্যামেরা:
100 মেগাপিক্সেলের একটা ক্যামেরার থেকে অনেক বেশি সস্তায় এই কোম্পানির G53j/G53Y স্মার্টফোন 50MP ডুয়েল ক্যামেরা নিয়ে এলো আপনার জন্য। একেবারে চুপি চুপি যেখানে এই নতুন মডেল লঞ্চ হয়ে গেল।
একই দিনে জোড়া সারপ্রাইজ, একদিকে Motorola Moto G53j স্মার্টফোন আর অন্যদিকে ব্র্যান্ডটি Moto G53y নামে আরেকটি মডেল লঞ্চের ঘোষণা করেছে। সস্তার এই ফোনের ঠিক কত দাম আর কি কি ফেসিলিটি থাকছে সেটাই বিস্তারিত এবার জানিয়ে দেওয়া যাক।
মোটোরোলা ফোনের নতুন আপডেট:
বিগত কিছুদিন ধরেই আমরা নানা ধরনের ফোনের নতুন নতুন আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। যে দুটো হ্যান্ডসেটের কথা বলা হলো সেখানে লক্ষ্য করুন শেষের অক্ষর জে এবং ওয়াই ছাড়া আর কোন পার্থক্য নেই। মোটোরোলা G53j এর Y! নেটওয়ার্ক ভ্যারিয়েন্ট এই Moto G53y।120hz ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনে।
এখানেই শেষ নয়, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি দুই ফোনেই আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন। সঙ্গে আবার Qualcomm Snapdragon 480 প্রসেসর, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই দু’টি ফোনেই 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে।
আরো পড়ুন – ChatGPT: চ্যাটজিপিটি স্মার্টফোন আনছে Infinix? বিস্তারিত জানলে চমকে উঠবেন!
মানে আপনি তাতে youtube দেখবেন বা কোন অ্যাপে সিনেমা বা ওয়েব সিরিজ দেখবেন । সেক্ষেত্রে অডিও কোয়ালিটি ঠিক না হলে বিনোদনের আনন্দটাই পাওয়া যায় না। অডিওর জন্য এই নতুন ডিভাইসটিতে ডুয়েল স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনের ওজন 183 গ্রাম। অসাবধানতায় যদি ফোন হাত থেকে জলে পড়ে যায়, তাহলেও চিন্তা নেই কারণ এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ।
আরো পড়ুন – Honda Dio: বাজার কাঁপাতে আসছে নতুন হোন্ডা ডিও স্কুটার, রয়েছে একাধিক স্মার্ট ফিচার্স! জানেন?
4 + 128 জিবি কম্বিনেশনে এই ফোন জাপানে লঞ্চ করা হয়েছে । ভারতের বাজারে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কোন নিশ্চিত খবর না মিললে ও মনে করা হচ্ছে মোটোরোলা কোম্পানি ভারতে ব্যবসার প্রতিটি ক্ষেত্র খতিয়ে দেখা শুরু করে দিয়েছে। মানে অন্যান্য স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় যাতে এই ফোন পিছিয়ে না পড়ে কোম্পানি সেই মতো সার্ভে করছে।
আরো পড়ুন – বিশ্বকাপ দেখতে আর পয়সা লাগবে না? কোন পদ্ধতিতে বিনামূল্যে খেলা দেখতে পারবেন আপনি?
দুটি কালার ভেরিয়েন্টে আপনি এই ফোন পাবেন সেগুলি হল যথাক্রমে ইঙ্ক ব্ল্যাক এবং আর্কটিক সিলভার। আর সব থেকে বড় চমক হলো সস্তায় এই ফোন পাওয়া অর্থাৎ এর দাম ভীষণই সহজলভ্য। যেখানে অন্যান্য ফোনে হয়তো এই স্পেসিফিকেশনে আপনার পকেট সায় দিতে পারবে না সেখানে ব্যতিক্রমই মোটোরোলা।
আরো পড়ুন – realme 11 pro plus: রিয়েলমি নিয়ে এল 200MP ক্যামেরা ফোন এবং দুর্দান্ত ফিচার্স
জাপানে এই ফোনটির লঞ্চ হয়েছে এবং সেখানে যে দামে লঞ্চ করা হয়েছে ভারতীয় মুদ্রায় সেটি মাত্র 20 হাজার 600 টাকা। জুন মাসের 29 তারিখ থেকে এই ফোনটির সেল শুরু হবে।