Breaking Bharat : খাবার নিয়ে ইউটিউব চ্যানেল , সাদা একটা শাড়ি পড়ে তিনি যে কিভাবে এত মানুষের মনের কাছে পৌঁছে গেলেন তা তিনি নিজেও জানেন না । এতোক্ষণে হয়তো বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে । ঠিকই ধরেছেন ,ভিল ফুডের ঠাকুমা পুস্পরানী সরকার (Grandmother Pusparani Sarkar)।
তার একেবারে সাদা মাটা জীবন যাপন সকলের থেকে ভিন্ন করে তোলে তাঁকে । বয়েস তার ৮০ পেরিয়েছে , কিন্তু আপনি এনাকে এই বয়সেও দেখেবেন একে বাড়ে ফিট । সম্প্রতি তার ফিট থাকার রহস্য ফাঁস করলেন ইউটিউবে ভিডিও পোস্ট করলেন । বর্তমানে কংক্রিটের জঙ্গলে পয়সার পেছনে ছুটতে ছুটতে মানুষ মেশিন হয়ে গেছে ।
এমত অবস্থায় সবুজে ঘেরা পুস্পরানীর সাদা মাটা জীবন যাপন এবং ঘরোয়া রান্না মানুষকে আকৃষ্ট করে । ভারতবর্ষ থেকে বিদেশ সর্বত্র পৌঁছে গেছে সকলের প্রিয় ঠাকুমার রান্নার ভিডিও (Everyone’s favorite grandma cooking video) । এবারে তিনি পোস্ট করলেন তার সুস্থ থাকার কারণ । মানুষ সুস্থ জীবনের জন্য কত কিছুই না করে , ডাইটিইং থেকেই জিম কতই না জানি কসরত করে থাকেন ।
এবার একটু শুনেনিন পুস্পরানীর সুস্থ থাকার টিপস (Pusparani’s tips for staying healthy) । ভোরবেলাতে তিনি ঘুম থেকে উঠে গোবরের জল দিয়ে গোটা মাটির উঠোন একেবারে সদর করে পরিষ্কার করেন । এর পরেই আসে তার পরিশ্রমী হওয়ার মূলমন্ত্র । শিউলি পাতা , কালমেঘ পাতা , বাসক পাতা , নিম গাছের পাতা সকল পাতাগুলোকে বেটে নিজে এবং তার পরিবারের সকল সদ্যসদের খাওয়ান ।আপনিও চেষ্টা করলে ঠাকুমার এই টিপস ফলো করতে পারেন ।ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে ঠাকুমার এই ছোট্ট টিপস ।