Adipurush trailer: আদিপুরুষের প্রি রিলিজ ইভেন্টে ধামাকা? রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির একের পর এক চমক রীতিমতো অবাক করছে গোটা ভারতের সিনে প্রেমী মানুষদের। কেন এত উন্মাদনা? কবে সিনেমা বড় পর্দায় মুক্তি পাবে?
আদিপুরুষ মুক্তি পাওয়ার আগে থেকেই সেটাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আগামী ১৬ জুন সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় ওম রাউত পরিচালিত বহু সিনেমা আদিপুরুষ। এই সিনেমার টিজার থেকে ট্রেলার সবেতেই চমক আর চমক। সিনেমার প্রেক্ষাপটে রামায়ণের গল্প সেটা সবার কাছে পরিষ্কার।
আদিপুরুষের প্রি রিলিজ ইভেন্টে উন্মাদনা:
রাম সীতা লক্ষণ হনুমান অবশ্যই শিরোনামে উঠে এসেছেন। তবে নজর কেড়েছে রাবণ। বিতর্ক হয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সিনেমার জনপ্রিয়তার একটা আগাম ঝলক অনুভব করতে পেরেছে প্রভাসের ফ্যানেরা।
রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির একের পর এক চমক রীতিমতো অবাক করছে গোটা ভারতের সিনে প্রেমী মানুষদের। প্রি রিলিজ ইভেন্টে জোরদার ধামাকা। আর কী কী অপেক্ষা করছে?
বাহুবলী প্রভাসের নতুন ছবি ঘিরে চূড়ান্ত উন্মাদনা প্রকাশ্যে এসেছে। রামায়ণের গল্পে যেভাবে নতুন কায়দায় ভিএফএক্স এর কাজ করা হয়েছে তাতে প্রত্যেকেই অপেক্ষা করছেন কবে সিনেমা বড় পর্দায় মুক্তি পাবে।
প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে আগামী ১৬ জুন হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালি ভাষায় মুক্তি পাবে ওম রাউত পরিচালিত ও প্রভাস-কৃতি অভিনীত আদিপুরুষ। সিনেমার প্রমোশনে কোন রকমের খামটি রাখতে চান না, নির্মাতারা। এর আগে লাইভ পারফরম্যান্সের মধ্যে দিয়ে হয়ে গিয়েছে থিম সং-এর উদ্ধোধনী অনুষ্ঠান।
৬ জুন তিরুপতিতে হবে আদিপুরুষের প্রি-রিলিজের বিশেষ অনুষ্ঠান বুঝিয়ে দিল এন্টারটেইনমেন্টের ডবল ডোজ আনতে চলেছে এই সিনেমা (adipurush pre release event venue)। আপনি জানেন এই সিনেমাটি প্রতিটি প্রেক্ষাগৃহে একটি করে আসন হনুমানের জন্য বরাদ্দ করা হয়েছে?
আরো পড়ুন – গরমের পারদ চড়ছে, টেনশনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র? কেন বড়লোক বয়ফ্রেন্ড খুঁজছেন তিনি?
পরিচালক প্রযোজকরা বলছেন ‘রামায়ণের গল্প‘ দেখতে গেলেই মনের মধ্যে ভক্তি আসে আর সেখানে হনুমান দেবতা হিসেবে পূজিত। তাকে ছাড়া রাম কখনোই রামায়ণ সম্পূর্ণ করতে পারতেন না বা সেটা উদ্ধার করতে পারতেন না।
সেই কারণে একটা করে সিট প্রতিটা প্রেক্ষাগৃহে হনুমানকে উৎসর্গ করে ফাঁকা রাখা হবে যাতে ভগবান স্বয়ং সেখানে বসে সিনেমা দেখতে পারেন এমনটাই মনে করছেন আদি পুরুষ টিমের সদস্যরা। হনুমান অর্থাৎ দেবদত্ত নাগের নতুন পোস্টার প্রকাশ্যে এসে গেছে যাতে অভিনেতার মেকআপ থেকে শুরু করে স্ক্রিন প্রেজেন্সের বহুল প্রশংসা হয়েছে।
আরো পড়ুন – বড়পর্দায় ঘসেটি বেগম? টলিপাড়ায় নতুন বায়োপিক? কে এই ঘসেটি বেগম? নাম ভূমিকায় কে?
এবার একটু প্রি-রিলিজ অনুষ্ঠানের ঝলক তুলে ধরা যাক।সূত্রের খবর, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরু চিন্না জিয়ার স্বামী। প্রথম ট্রেলারে মোটামুটিভাবে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তাই রিলিজের আগের বড় ইভেন্টে কোন মেগা চমক থাকে তা নিয়ে আগ্রহ বেড়েছিল।
আরো পড়ুন – Ajmer 92: গণধর্ষণের প্রেক্ষাপটে তৈরি ‘আজমেঢ় ৯২’ মুক্তি পাবে কবে? আবার কি বিতর্ক জুড়ছে?
আদিপুরুষের দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে এইদিন (Pre release of adipurush trailer)। এখন শুধু বাকি সিনেমা দেখার আর তার জন্য মাত্র এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বাহুবলির ফ্যানেদের। রাম এবং সীতার চরিত্রে প্রভাস কৃতি কতটা যথাযথ হয়ে উঠেছেন সেটা দেখার ইচ্ছে এই জুটির ফ্যানেদের কিছু কম নয়।
কারণ বলিউডে খবর এনারা অফ স্ক্রিনেও নাকি প্রেম করছেন। সবমিলিয়ে প্রত্যাশার পারদ হিমালয়ের মত উর্ধ্বমুখী। এবার শুধু সিনেমা রিলিজের অপেক্ষা।