Breaking Bharat: বড়পর্দায় ঘসেটি বেগম? টলিপাড়ায় নতুন বায়োপিক? কে এই ঘসেটি বেগম? নাম ভূমিকায় কে? এবার এক ঐতিহাসিক চরিত্রের বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়। জানুন বিস্তারিত
বাংলা বিনোদন জগতে প্রতিমুহূর্তে নানা ধরনের ছবির কনসেপ্ট বিয়ে কাজ চলছে। আগেকার মতো এখন আর শুধু আমি তুমি এবং ভিলেন কনসেপ্ট নেই। মানুষ বাস্তবের ওপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা দেখতে বড্ড বেশি পছন্দ করেন।
বড়পর্দায় টলিপাড়ায় নতুন বায়োপিক?
তাই পরিচালকরা সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছেন। আপনি কি জানেন এবার এক ঐতিহাসিক চরিত্রের বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়। ঘসেটি বেগমের বায়োপিক পরিচালনায় অর্জুন দত্ত। কিন্তু এই চরিত্রে কোন অভিনেত্রী আছেন জানেন কি?
সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসেন এমন মানুষ এই পৃথিবীতে সবথেকে বেশি। তাই সিনেমা কেন্দ্রিক কোনও আলোচনা হলে সবসময় মানুষের কাছে বেশি জনপ্রিয়তা পেতে পারে । আর এমন কোনো আলোচনায় সবথেকে বেশি আগ্রহ বাড়ে কোন নতুন সিনেমা আসছে সেই খবরে। টালিগঞ্জ বলছে পরিকল্পনা মতো সব কিছু ঠিক মতো এগোলে এ বার পর্দায় আসবে ঘসেটি বেগমের বায়োপিক (Ghaseti Begum)।
আসলে এখন আর একই ফরম্যাটে তৈরি হওয়া গল্প পছন্দ করছেন না দর্শকরা। কিন্তু বাজেটের কথা মাথায় রেখে এবার সস্তায় কেল্লাফতে করতে একটু অন্য ছবির ঝুঁকি নিতে হচ্ছে। আর অতীত বলছে এইধরনের ছবির একটা আলাদা টার্গেট দর্শক আছে। তাহলে কি এই বায়োপিক কেও সেই জন্যই নির্বাচন করা হল? একটু জেনে নেওয়া যাক ঘসেটি বেগম সম্পর্কে।
আরো পড়ুন – এই সুন্দরী লিয়ার সঙ্গে প্রেম,পরকীয়া, যৌনতা সবকিছুই করতে পারবেন! কে এই সুন্দরী?
কে এই ঘসেটি বেগম?
পরিচয় নতুন করে করানোর নেই বটে কারণ ইতিহাস বইয়ের পাতা বলছে বাংলার নবাব আলিবর্দি খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম। সম্পর্কে তিনি নবাব সিরাজউদ্দৌলার মাসি ছিলেন। ১৭৫৭ সালে যখন পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজ সেই সময় এই ঘসেটি ছিলেন বাংলার অন্যতম প্রভাবশালী নারী। অনেকে বলেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মীরজাফরের সঙ্গী ঘসেটি।
আরো পড়ুন – Ajmer 92: গণধর্ষণের প্রেক্ষাপটে তৈরি ‘আজমেঢ় ৯২’ মুক্তি পাবে কবে? আবার কি বিতর্ক জুড়ছে?
অনেকে তাকে বিশ্বাসঘাতক বলেন। এককথায় বিতর্কিত চরিত্র বটে। সেই চরিত্র এবার বড় পর্দায়। মনে করা হচ্ছে সিরাজ নিয়ে সৃজিতের ছবির ভাবনা আসতেই এই নারী চরিত্রকে আগেই সবার সামনে তুলে আনতে চান অর্জুন।
নাম ভূমিকায় কে?
এইরকম এক চরিত্রকে পর্দায় নির্ভরযোগ্য করে তোলা সহজ কথা নয়। তাই দুটি নাম টালিগঞ্জে ঘোরাফেরা করছে বলে জানা যাচ্ছে। স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), কারণ তিনি যে কত দক্ষ অভিনেত্রী তা আগেই প্রমাণ করেছেন। আর চরিত্রের যে বৈপরীত্য আছে সেটা এক্ষেত্রে যথেষ্ট ভালো ভাবে স্বস্তিকা করতে পারবেন বলেই মনে করছেন পরিচালক।
আরো পড়ুন – গরমের পারদ চড়ছে, টেনশনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র? কেন বড়লোক বয়ফ্রেন্ড খুঁজছেন তিনি?
আরেকটি সূত্র বলছে, পরিচালকের মাথায় ঘুরছে অর্ধাঙ্গিনী খ্যাত অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। অনেকেই বলছেন এই ছবির প্রেক্ষাপট, সময়কাল এবং তৎকালীন বাংলার নবাবি পোশাকের সঙ্গে জয়ার লুক বেশি মানানসই হবে ।
অবশ্য এখানে পাওলি দামের কথাও আসছে। কিন্তু পরিচালক এখনই কিছু ফাঁস করতে নারাজ। কাজ চলছে তাই কাস্টিং এবং লোকেশন চূড়ান্ত হলে খুব দ্রুত ছবির আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে।