Breaking Bharat: গরমের পারদ চড়ছে, টেনশনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র? কেন বড়লোক বয়ফ্রেন্ড খুঁজছেন তিনি? যা নিয়ে মহাচিন্তায় পড়েছেন শ্রীলেখা মিত্র, চলুন তাহলে জেনে নেওয়া যাক চিন্তার কারণ।
গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারন মানুষের। এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না কেউ। যে কারণেই চড়া দামে এসি বিক্রি হলেও মানুষের ভিড় কমছে না। যোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। কিন্তু এসির বিল দেখে চক্ষু চড়কগাছ পাওয়া কি শুধুই সাধারণের শোভা পায়?
এই তালিকায় আছেন টালিগঞ্জের এক সেলিব্রেটি অভিনেত্রী। যিনি ইলেকট্রিকের বিল হাতে পাওয়ার পর বলছেন একটা বড়লোক বয়ফ্রেন্ড কে সঙ্গে রাখা ছাড়া আর কোন উপায় নেই। সম্প্রতি তার এমন মন্তব্য রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কার কথা বলছি, ঠিকই ধরেছেন আমরা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Actress Srilekha Mitra) কে নিয়েই কথা বলছি।
সোশ্যাল মিডিয়ার রেগে সরগরম শ্রীলেখা মিত্র:
শ্রীলেখা পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী। তিনি জানেন বেশি এসি চালানো মানে সেটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। অথচ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ঘর ঠান্ডা না করলে যে জীবন চিরকালের মতো ঠান্ডা হয়ে যাবে । এবার ভাবুনএক দিকে পরিবেশ দূষণের ভাবনা তাঁকে তাড়া করে বেড়াচ্ছে আর অন্য দিকে, এসি ছাড়া এক মুহূর্তও টিকে থাকা দায় হয়ে উঠেছে।
মহা চিন্তায় পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Srilekha Mitra)। কারণ এর সঙ্গে জুড়েছে বিদ্যুতের বিল। শ্রীলেখা যদিও বা গরম সহ্য করার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু তাঁর প্রিয় পোষ্যেরা বাড়িতে এসি ছাড়া থাকবেন কেমন করে? অগত্যা ১১ তলার ফ্ল্যাটের চারটে ঘরেই সর্ব ক্ষণ চলছে দামি এসি।
আরো পড়ুন – এই সুন্দরী লিয়ার সঙ্গে প্রেম,পরকীয়া, যৌনতা সবকিছুই করতে পারবেন! কে এই সুন্দরী?
ফাইভ স্টার রেটিং রয়েছে বটে কিন্তু বিল কি নিয়ন্ত্রনে আসছে? শ্রীলেখা জুন মাসের বিল হাতে পেয়েই রীতিমতো অজ্ঞান হবেন এমন অবস্থা দাঁড়িয়েছে। সমাজ মাধ্যমে তিনি নিজের সব কথাই শেয়ার করেন এক্ষেত্রেও প্রকাশ্যে এনেছেন ইলেকট্রিক বিল, ফেসবুকে লিখলেন, ‘এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।’ বুঝুন কান্ড ! বাধ্য হয়ে boyfriend খুঁজতে হবে শ্রীলেখাকে।
আরো পড়ুন – টেলিপাড়ার মন খারাপ? বন্ধের মুখে এতগুলো জনপ্রিয় সিরিয়াল?
এখন প্রশ্ন হচ্ছে এত টাকা বিদ্যুতের বিল কি আদৌ স্বাভাবিক? অভিনেত্রী নিজেও এই প্রশ্ন তুলে ফেসবুকে লেখেন এর আগেও তিনি ৫০০০ বা ৬০০০ টাকা বিল দিয়েছেন। কিন্তু ১০ হাজার টাকা বিল একটু বাড়াবাড়ি নয় কি? এই নিয়ে তিনি অবিলম্বে বিদ্যুৎ বিভাগীয় কর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় তার এই লেখা প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে ফেসবুকে কমেন্টের বন্যা। কেউ বলছেন শুধু শ্রীলেখা নন যাদের বাড়িতে এসি আছে তারা প্রত্যেকেই বিএনপির একটা চিন্তার মধ্যে থাকেন। মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল সাধারন মানুষকে প্রতিমুহূর্তে আতঙ্কে রাখে।
আরো পড়ুন – 100MP ক্যামেরা? Realme ফোন এত সস্তায় এত ফিচারস দিচ্ছে? ব্যাপারটা কী?
যেভাবে গরম পড়েছে তাতে এসি বা ফ্যান না চললে বাঁচা যাবে না। কিন্তু তার সঙ্গে যদি এত বিদ্যুতের বিল দিতে হয় তাহলে তো সব দিক দিয়েই মানুষকে মরতে হবে। গ্রীষ্মকালে চড়া বিদ্যুতের বিল নিয়ে এর আগেও অন্যান্য সেলিব্রেটিরা সরব হয়েছেন। নিজের বাড়ির বিদ্যুতের বিল দেখে রেগে টুইটারে পোস্টও করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।
আরো পড়ুন – ট্রেন দুর্ঘটনা রুখতে ব্যবহার করা হয় ‘কবজ প্রযুক্তি’! কি এই কবজ? কিভাবে কাজ করে এই কবজ প্রযুক্তি?
অনেকে অবশ্য বলছেন আজকাল যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে তাতে এই বিলটা খুবই স্বাভাবিক এবং শ্রীলেখার উচিত এটা মেনে নেওয়া। আপাতত সোশ্যাল মিডিয়ার সরগরম শ্রীলেখার বিদ্যুতের বিল নিয়ে।