Breaking Bharat: আপডেট করতে গিয়ে নোকিয়া ফোনে সমস্যা? কী করবেন? নতুন অপারেটিং সিস্টেম আপডেট পাওয়ার পর রিবুট করতেই সমস্যা শুরু, মানে তখনই ফাস্টবুট স্ক্রিনে ফোন হ্যাং হয়ে যাচ্ছে (Nokia phone problem)।
আজকালকার দিনে আপনাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ফোনে সবসময় আপডেট থাকতে হবে। এই জন্য আপনার মোবাইলে যখন এই অপশন আসবে তখন মানুষ আগেই আপডেট করে নেন মোবাইলের সফটওয়্যার। এটাই প্রধান আর প্রথম কাজ।
নোকিয়া ফোনে সমস্যা সমাধানের উপায়:
কিন্তু গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে নোকিয়াতে একটা অদ্ভুত সমস্যা দেখা দিচ্ছে। সেটা হল নতুন আপডেট ইন্সটল করতেই ফোন রিকভারি মেনুতে আটকে যাচ্ছে। আসলে কিছু ব্যবহারকারী হঠাৎ করে নতুন অপারেটিং সিস্টেম আপডেট পাওয়ার পর রিবুট করতেই সমস্যা শুরু, মানে তখনই ফাস্টবুট স্ক্রিনে ফোন হ্যাং হয়ে যাচ্ছে।
মনে করা হচ্ছে যে বুটলোডার আনলক করলে এই সমস্যাটি সমাধান হবে। আসলে এরপরেও রিকভারি করা সম্ভব, তবে সেক্ষেত্রে যিনি এই ফোন ব্যবহার করছেন তাকে এক্সডিএ ডেভলপারসের সাইটে উপলব্ধ বুটলোডার আনলক নির্দেশিকাটি অনুসরণ করতে হবে। আপনি যদি ইতিমধ্যেই বুটলোডার আনলক করে থাকেন, তাহলে তিনি ওএসে বুট করতে সক্ষম হবেন এবং লেটেস্ট আপডেটটি দেখতে পাবেন।
আরো পড়ুন – এই সুন্দরী লিয়ার সঙ্গে প্রেম,পরকীয়া, যৌনতা সবকিছুই করতে পারবেন! কে এই সুন্দরী?
দেখুন বুটলোডার আনলক নির্দেশিকাটি অনুসরণ করার পদ্ধতি জানতে হবে আপনাকে। নয়া OS আপডেটের পর ফোনটিকে রিবুট করলে, তা ফাস্টবুট স্ক্রিনে আটকে যাচ্ছে বলে যে অভিযোগ উঠছে তার একটা সমাধান খুঁজে পেতে হবে। গত ২০২০ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল Nokia 8.3 করেছিল।
এখনও কিন্তু এই মডেল অনেকেই ব্যবহার করে থাকেন। যারা সম্প্রতি এই সমস্যায় পড়ছেন তাঁদের আমরা বুটলোডার আনলক নির্দেশিকাটি অনুসরণ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাব।
আরো পড়ুন – Kawasaki কোম্পানির বাইক পছন্দ করেন? এসে গেল 300cc-র সবচেয়ে শক্তিশালী স্পোর্টস বাইক!
এক্ষেত্রে প্রথমেই ‘রিকভারি মোড’ নির্বাচন করতে ভলিউম কী ব্যবহার করবেন আর এটা করার জন্য পাওয়ার কী।
এরপর স্ক্রিনে যখন অ্যান্ড্রয়েড রোবটটিকে মাটিতে পড়ে থাকতে দেখা যাবে, তখন আপনাকে পাওয়ার বাটন চেপে রাখতে হবে এবং একবার ভলিউম আপ কী প্রেস করতে হবে।এরপরই রিকভারি স্ক্রিনটি পেয়ে যাবেন আপনি।
আরো পড়ুন – দিদি নম্বর ১ শুটিং চলাকালিন রচনা ব্যানার্জীর এই জিনিস গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়
https://android.googleapis.com/packages/ota-api/package/627142c637bf373410e6b8911aeb9b2e65bd5969.zip- এই প্যাকেজটি ডাউনলোড করতে হবে।
এডিবি থেকে Apply Update বেছে নিয়ে তারপর এডিবি কমান্ড দিয়ে সাইডলোড করতে হবে।
একবার এই সাইডলোড প্রক্রিয়া শেষ হয়ে গেলে “রিবুট টু বুটলোডার” বেছে নিতে হবে। তারপর বুটলোডার আনলক করার নির্দেশিকাটি অনুসরণ করবেন।
আরো পড়ুন – Samsung Galaxy F54: স্যামসাং গ্যালাক্সি F54 5G আপনাকে কী চমক দেবে জানেন?
Nokia ৮.১ মডেলে ৬.৮১ ইঞ্চির ১,০৮০ × ২,৪০০ পিক্সেলের রেজোলিউশন সম্পন্ন এপিআই এলসিডি ডিসপ্লে রয়েছে । এই মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দ্বারা পরিচালিত হয়। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাবেন। ছবির জন্য রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাবেন।