Breaking Bharat: Kawasaki কোম্পানির বাইক পছন্দ করেন? এসে গেল 300cc-র সবচেয়ে শক্তিশালী স্পোর্টস বাইক! এবার তারা নতুন স্পোর্টস বাইক লঞ্চ করল যা নিঃসন্দেহে শক্তিশালী বলে দাবি সংস্থার।
দু চাকার প্রতি ভালোবাসা এই প্রজন্মের ছেলেদের কাছে একটা অন্যরকম ফ্যাশনের মতো। এর সঙ্গে অবশ্য প্যাশন ব্যাপারটাও জড়িয়ে আছে। আসলে বাইক চালানোর মধ্যে একটা আলাদা স্মার্টনেস রয়েছে কিন্তু এটাও ঠিক যে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে না পারলে দুর্ঘটনা ঘটতে বিন্দুমাত্র সময় নেয় না।
কিছু মানুষ নিজেদের জীবনযাত্রার যাবতীয় প্রয়োজনীয়তার পূরণে বাইক ব্যবহার করেনি। অনেকেই আবার খোঁজেন এডভেঞ্চারাস কিছু ঘটনার সাক্ষী থাকার জন্য। আপনিও যদি এই দলের মানুষ হন তাহলে এই প্রতিবেদন আজ সম্পূর্ণ আপনার জন্যই লেখা হলো।
Kawasaki কোম্পানির 300cc-র সবচেয়ে স্পোর্টস বাইক!
নামি ব্রান্ডের গাড়ী মানে সেখানে আলাদা ফ্যাসিলিটি থাকবে এটা সবাই আশা করে থাকেন। কাওয়াসাকি মোটরস এই তালিকায় নিজের নাম লিখিয়েছে বহু বছর ধরে আর সাফল্যের সঙ্গে তরুণ প্রজন্মের পছন্দের এক নাম্বার ব্র্যান্ড হয়ে উঠতে খুব একটা বেশি সময় লাগেনি। এবার তারা নতুন স্পোর্টস বাইক লঞ্চ করল যা নিঃসন্দেহে শক্তিশালী বলে দাবি সংস্থার।
এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে আমরা সব সময় বলে থাকি যে আপনি যখন কোন জিনিস কিনবেন তখনই সেই সম্পর্কিত তথ্য ভালো করে জেনে নিয়ে আপডেটেড প্রযুক্তির সঙ্গে নিজেকে পরিচিত করে নেবেন। এমনিতেই এই কোম্পানির বাইক মানে সেখানে কালার কম্বিনেশনের একটা চমক থাকে।
Kawasaki Ninja 300-এর পারফরম্যান্স:
এক্ষেত্রে সেই ভাবনাকে প্রাধান্য দিয়ে লাইম গ্রীন, ক্যান্ডি লাইম গ্রীন এবং মেটালিক মুনডাস্ট গ্রে- এই তিনটি ভার্সনে পেয়ে যাবেন নতুন বাইক। আপনাদের একটু জানিয়ে দিতে চাইবো যে আগের তুলনায় এই বছরে অর্থাৎ 2023 সালে Kawasaki Ninja 300-এর পারফরম্যান্স এবং রাইডিং ডায়নামিক উন্নত হয়েছে বলে দাবি করেছে সংস্থা (Kawasaki Ninja 300 top speed)।
আরো পড়ুন – ট্রেন দুর্ঘটনা রুখতে ব্যবহার করা হয় ‘কবজ প্রযুক্তি’! কি এই কবজ? কিভাবে কাজ করে এই কবজ প্রযুক্তি?
এক্স শোরুম প্রাইস মাত্র ৩ লক্ষ ৪৩ হাজার টাকা। কি কি ফিচারস থাকছে আবার সেই দিকে চোখ বোলানো যাক। Kawasaki Ninja 300-এর রেড হাইলাইট সহ ফেয়ারিংয়ে ব্ল্যাক গ্রাফিক্সের সাথে লাইম গ্রীন পেইন্ট স্কিমটি বেস কালার হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনি যদি দারুণ একটা রেসিংয়ের উদ্দীপনা পেতে চান তাহলে আপনার স্টাইলিং কে সাপোর্ট করবে এই মডেল।
আরো পড়ুন – দিদি নম্বর ১ শুটিং চলাকালিন রচনা ব্যানার্জীর এই জিনিস গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়
এবার বলি ক্যান্ডি লাইম গ্রীন পেইন্ট থিমটি হল আসলে ডুয়েল-টোন কালার। যার সাইড প্যানেল এবং ফুয়েল ট্যাঙ্কে গ্রাফিক্সের কারুকার্য এই মডেলের অন্যতম আকর্ষণ। আর তৃতীয় কালার ভার্সন অর্থাৎ মেটালিক মুনডাস্ট গ্রে মডেলটি মিশেছে ধূসর রঙের সঙ্গে। সার্বিক ডিজাইনে সবুজ রং কে প্রাধান্য দেওয়া হয়েছে।
Kawasaki বাইকের ইঞ্জিন ও ফিচার্স:
বাইক লাভারদের কথা মাথায় রেখে এই মডেলে ৩০০ একটি লিকুইড কুল্ড, ফোর স্ট্রোক, প্যারালাল টুইন ২৯৬ সিসি, DOHC, এইট-ভাল্ভ ইঞ্জিন রয়েছে। নতুন কাওয়াসাকি নিনজাতে ফুয়েল ইনজেকশন সিস্টেম সহ ইঞ্জিনটি থেকে ৩৯ পিএস শক্তি এবং ২৬.১ এনএম টর্ক উৎপন্ন হবে।
আরো পড়ুন – Ather 450S: খুব কম দামি ইলেকট্রিক স্কুটার পেতে চান? তাহলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন
ফলে বুঝতেই পারছেন যে এটিই দেশের সবচেয়ে শক্তিশালী ৩০০ সিসি বাইক। পারফরম্যান্স বাড়াতে এতে ডুয়েল চ্যানেল এবিএস, হিট ম্যানেজমেন্ট টেকনোলজি যোগ করা হয়েছে। এখানেই শেষ হয় উন্নত অ্যাটোমিসিং ইঞ্জেক্টর, রেস ডিরাইভড ক্লাচ টেকনোলজি এবং ডুয়েল থ্রটেল ভাল্ভ রয়েছে এখানে।
দ্রুত গতির এই বাইকে খুব একটা বেশি শব্দ উৎপন্ন হবে না। তাহলে নিজের পছন্দের তালিকায় এই বাইককে এখনি বেছে রাখতে পারেন আপনি।