Breaking Bharat: দিদি নম্বর ১ শুটিং চলাকালিন রচনা ব্যানার্জীর এই জিনিস গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। দিদি নম্বর ১ নিয়মিত দেখেন? রচনা ব্যানার্জী পোডিয়ামে প্রয়োজনীয় কী কী জিনিস রাখেন? টানা ১০-১২ ঘন্টা শুটিং করতে গেলে কোন কোন দরকার জিনিসকে সঙ্গে রাখতে হয় এই জনপ্রিয় অভিনেত্রী সঞ্চালিকাকে জেনে নিন (Know about Rachna Banerjee essentials)।
এখনকার যুগে প্রত্যেকেই সিরিয়ালের থেকে বেশি গেম শো পছন্দ করেন। বিশেষ করে রচনা ব্যানার্জীর আরো বেড়ে গেছে এই অনুষ্ঠান সঞ্চালনা করার পর থেকে। রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) কে অনেক বছর বড় পর্দায় দেখেনি দর্শক। তবে তাদের মধ্যে অবশ্য সেসব নিয়ে কোন আক্ষেপ নেই।
কারণ প্রতিদিন বাঙালি ড্রয়িং রুমে সন্ধ্যে হতে না হতে পৌঁছে যান রচনা। কারণ এখন তিনি দিদি নাম্বার ওয়ান। সারা দিনের বেশির ভাগ সময় নিউ টাউনের স্টুডিয়োতেই থাকতে হয় রচনা বন্দ্যোপাধ্যায়কে। টানা ১০-১২ ঘন্টা শুটিং করতে গেলে কোন কোন দরকার জিনিসকে সঙ্গে রাখতে হয় এই জনপ্রিয় অভিনেত্রী সঞ্চালিকাকে এই প্রতিবেদনে জেনে নিন।
পোডিয়ামে রচনা ব্যানার্জীর প্রয়োজনীয় জিনিস:
রচনা বন্দ্যোপাধ্যায়কে এখন প্রত্যেকেই দিদি নাম্বার ওয়ান বলে ডাকেন। এখন তিনি সবার কাছে প্রিয় দিদি হয়ে গেছেন। জুন মাল্য, দেবশ্রী রায়ের মতো অনেকেই এসেছেন সঞ্চালক হিসাবে কিন্তু কোনোভাবেই আর রচনার জায়গা কেউ নিতে পারেননি।
জনপ্রিয়তার নিরিখে অন্যান্য সমস্ত সঞ্চালকদের টেক্কা দিয়ে এক নম্বরে অভিনেত্রী। আপনি হয়তো জানেন না যে ঠিক কীভাবে এই শুটিং পরিচালিত হয়? এর নেপথ্যে অনেক পরিশ্রম লুকিয়ে আছে। যারা রচনা বন্দ্যোপাধ্যায় কে দেখেন তারা হয়তো জানেন না যে দিনে প্রায় তিনটি পর্বের শুটিং করেন একসঙ্গে।
কখনও তারকাদের নিয়ে খেলায় ব্যস্ত থাকেন, কখনও আবার প্রতিযোগীর আসনে থাকেন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। কিন্তু একটানা শুটিং করতে করতে নিজে যাতে ক্লান্ত না হয়ে পড়েন এবং সুস্থভাবে শুটিং করতে পারেন এই সব কিছুর জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখেন কি রচনা?
আরো পড়ুন – নায়িকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁস? পরীমণির স্বামী শরিফুল কি আবার শিরোনামে?
দেখুন ‘দিদি নম্বর ১’ লেখা পোডিয়ামের সামনেই বহু ক্ষণ দাঁড়িয়ে দিদিদের গল্প শোনেন অভিনেত্রী, তাদেরকে অনুপ্রেরণা দেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু অনেকেই জানেন না যে ‘দিদি নম্বর ১’ লেখা এই পোডিয়ামের অন্য দিকে কী কী নিয়ে দাঁড়িয়ে থাকেন রচনা?
আরো পড়ুন – UPI payment: আপনার কি ইউপিআই পেমেন্টে সমস্যা হয়েছে? চিন্তা নেই উপায় বলব আমরা!
দেখুন আপনি যদি সেটে যান তাহলে সবার আগে চোখে পড়বে ছোট্ট একটা টেবিল। শটের ফাঁকে ঠিক সেখানে বসেই মাঝে মাঝে বিশ্রাম নেন রচনা। আসলে টানা এত ঘণ্টা দাঁড়িয়ে থাকা বেশ কঠিন।
রচনার পোডিয়ামে দুটো টিফিনের বাক্স আর চায়ের কাপ সব সময় থাকে। সঙ্গে খাতা এবং পেনসিল। খাতায় কিছু ফলের তালিকা, শো-তে যে খেলাগুলো হয় তার বেশ কিছু নিয়মকানুন লেখা থাকে। মানে সেটে যেন রচনার ছোট্ট একটা সংসার চলে।
আরো পড়ুন – Ather 450S: খুব কম দামি ইলেকট্রিক স্কুটার পেতে চান? তাহলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন
রচনা ব্যানার্জি মানেই ক্রাশ হাসি তবে তার মাঝেও অনেক দুঃখের অনুভূতি লুকিয়ে থাকে। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সঞ্চালিকা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছেন, মানুষের জন্য ফিরে এসেছেন। ব্যক্তিগত জীবনকে খুব একটা ক্যামেরার সামনে পছন্দ করেন না তিনি।
শুটিং এর ফাঁকে এখানে ওখানে ঘুরতে যেতে বিদেশে বেড়াতে যেতে খুব পছন্দ করেন। ছেলেকে নিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চান তিনি। এই অভিনেত্রী নিজে একজন বড় তারকা হয়েও এত সুন্দরভাবে সাধারণ মানুষের কথা শোনেন এবং তাদের সঙ্গে মিশে যেতে পারেন যে প্রত্যেকেই বলেন রচনা ব্যানার্জি সত্যিই অনবদ্য।