Ather 450s review: খুব কম দামি ইলেকট্রিক স্কুটার পেতে চান? আমরা আজকে অবিশ্বাস্য কম দামে এক ইলেকট্রিক স্কুটারের কথা বলব আপনাকে যা এক চার্জে দৌড়বে প্রায় 115 কিলোমিটার। তাহলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন।
যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই মানুষ এখন ইলেকট্রিক গাড়ির দিকে খুব বেশি করে ঝোঁক দিচ্ছে । আসলে মানুষ নির্ঝঞ্ঝাটে একটা স্বাস্থ্যকর রাইট পছন্দ করে যাতে টেনশন কম হবে আর বর্তমান সময়ের দিকে তাকিয়ে প্রকৃতিরও খুব একটা বেশি ক্ষতি হবে না।
সেই দিক দিয়ে দাঁড়িয়ে পেট্রোল ডিজেল অবশ্যই ক্ষতিকারক। কারণ তাতে পকেট পরিবেশ দুটোরই ক্ষতি। ঠিক এই কথা মাথায় রেখেই গায়ে প্রস্তুতকারক সংস্থাগুলো তৈরি করা থেকে বেশি মন দিয়েছেন তা সে দু চাকার গাড়ি হোক বা চার চাকার। আমরা আজকে অবিশ্বাস্য কম দামে এক ইলেকট্রিক স্কুটারের কথা বলব আপনাকে যা এক চার্জে দৌড়বে প্রায় 115 কিলোমিটার।
Ather 450S ইলেকট্রিক স্কুটার:
বর্তমান যুগে দাড়িয়ে সব জিনিসের এত দাম যে একটু কম দামি কোন কিছু পাওয়ার কথা শুনলে প্রথমে সন্দেহ হয় যে ব্যাপারটার মধ্যে কোন গন্ডগোল নেই তো। তাহলে আপনাদের জানিয়ে দেব যে এই প্রতিবেদনে আমরা যে তথ্য দিচ্ছি আপনাকে তা আপনি শোরুমে গিয়ে যাচাই করেও নিতে পারেন।
আপনি কি জানেন Ather 450S স্কুটারের দাম শুরু হচ্ছে 1 লক্ষ 29 হাজার 999 টাকা থেকে? ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি আর তার পাশাপাশি আপনাদের কে জানিয়ে দিতে চাই যে Ather-এর 450 রেঞ্জের মডেলের মধ্যে এটিই এখন এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট (Ather 450s price)।
গাড়ি মানুষের কাছে এটা নিঃসন্দেহে একটা বড় সুখবর। বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Ather Energy সাধারণ মানুষের বাজেটের কথা ভেবে একটি কম দামি ই-স্কুটার লঞ্চ করেছে। এই গাড়ির বিশেষ বৈশিষ্ট্য হলো এক চার্জে স্কুটারটি 115 কিলোমিটার দৌড়তে পারবে।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
আর তাছাড়া পকেট ফ্রেন্ডলি এই ই-স্কুটারটির সর্বাধিক 90 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবে প্রতি ঘন্টায়। এখনো পর্যন্ত অবশ্য বুকিং শুরু হয়নি আর সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ভারতে আগামী মাস অর্থাৎ জুলাই থেকেই এই গাড়ির বুকিং করা যাবে।
এর জন্য অবশ্য আপনাকে বেশি ঝনঝাটঝক্কি সহ্য করতে হবে না, কারণ দেশের সমস্ত অথোরাইজ়ড ডিলারশিপ থেকে স্কুটারটি বুক করতে ও কিনতে পারবেন কাস্টমাররা। আর্বটাচারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট তো রয়েইছে।
আরো পড়ুন – Samsung Galaxy F54: স্যামসাং গ্যালাক্সি F54 5G আপনাকে কী চমক দেবে জানেন?
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানিয়েছেন বড় সংখ্যার ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এরকম ইলেকট্রিক স্কুটার বাজারে আনার ভাবনা তাদের। যারা বৈদ্যুতিক বিভাগে প্রবেশ করতে চান তারা কিন্তু এই স্কুটার পেয়ে নিশ্চিন্ত হবেন যে গুণমান নিয়ে কোন প্রশ্ন হবে না।
আরো পড়ুন – My Ami Buggy: পুঁচকে ইলেকট্রিক চারচাকা গাড়ি, বাড়ির ছোটরা এবং মহিলারা আরামসে চালাতে পারবে
কোম্পানির তরফ থেকে বলা হয়েছে এই ক্যাটেগরির মধ্যে 450S নতুন ভিত্তি তৈরি করবে। এবং পারফরম্যান্স স্কুটার সেগমেন্টে একাধিক নতুন প্রযুক্তিগত বৈশিষ্ট্য পেয়ে যাবেন আপনি যাতে অবাক হতে হবে।
আরো পড়ুন – Redmi Note 12T Pro: রেডমি ফোনের সম্পর্কিত আপডেট, এই ফোনের দাম কত জানেন?
তাহলে আপনিও যদি এই ধরনের স্কুটারের খোঁজ অনেকদিন ধরে করে থাকেন তাহলে আর দেরি না করে আমাদের প্রতিবেদনের আপডেট এবং সংস্থার ওয়েবসাইটের দিকে নজর রাখুন যাতে লঞ্চ করার সঙ্গে সঙ্গে আপনি সহজেই সেটা বুক করে নিতে পারেন।