My Ami Buggy: পুঁচকে ইলেকট্রিক গাড়ি দেখেছেন কি? বিস্তারিত জানলে অবাক হবেন! লম্বায় 2.41 মিটার। চওড়ায় 1.39 মিটার এবং উচ্চতা 1.52 মিটার।
আজকাল গাড়ির প্রতি সকলের ভালবাসা বেশ চোখে পড়ার মতো। আর হবে নাই বা কেন। সকলেই চান একটু ভাল থাকতে। আর সেখানে নিজের প্রিয়জনদের সঙ্গী করে গাড়ি নিয়ে বেড়াতে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কিন্তু নিজে নিজে ঘুরতে জেতেও চান অনেকে।
আসলে সবটাই নির্ভর করছে আপনি কী বিষয়ে স্বছন্দ অনুভব করছেন তার উপর। তাহলে আজ বলব মিনি গাড়ির কথা। না না ‘ন্যানো গাড়ি’ নয় আমরা এক রত্তি ইলেকট্রিক গাড়ির কথাই বলব আপনাকে। লম্বায় 2.41 মিটার। চওড়ায় 1.39 মিটার এবং উচ্চতা 1.52 মিটার।
ছোট্ট ইলেকট্রিক চারচাকা গাড়ি (My Ami Buggy):
ছোট গাড়ি মানে তাতে ছোট চালক গাড়ি চালাতে পারবেন বড়রা নয় এটা ভুল। কারণ চালকের বয়স আট হোক কিংবা আশি, পুঁচকে কিউট দেখতে ইলেকট্রিক গাড়ি চালাতে কারোর কোনও অসুবিধা হবে না। আপনাদের জানাই এই গাড়ি এখানে নয় বিদেশে তৈরি হয়েছে, মানে ফ্রান্সের সংস্থা Citroen সম্প্রতি এই ইলেকট্রিক গাড়িটি লঞ্চ করেছে বাজারে।
গাড়ির না রাখা হয়েছে My Ami Buggy। তবে বেশি নয় মাত্র হাজার ইউনিটই বানিয়েছে সংস্থা। ইউরোপের বেশিরভাগ দেশে এই গাড়ি এসেছে, বিশ্বে মোট ১০ টি দেশে পাওয়া যাবে। আপনি জানেন যে গাড়ির বৈশিষ্ট্য এবং ডিজাইন বেশ চমকে দেবে আপনাকে।
আরো পড়ুন – ঘড়ি থেকেই কলিং মাত্র 1500 হাজার টাকায়? স্মার্টওয়াচ নিয়ে বড় আপডেট
Citroen Amy Buggy মহিলাদের খুব পছন্দের:
আসলে আজকাল কম্প্যাক্ট গাড়ির চাহিদার কথা মাথায় রেখেই একদম আল্ট্রা কম্প্যাক্ট ডিজাইনে ইলেকট্রিক গাড়ি হাজির করেছে সংস্থা। এতে রয়েছে 5.4 kwh ব্যাটারি প্যাক, ফলে ফুল চার্জে রেঞ্জ পাবেন প্রায় 74 কিলোমিটার। এই ইলেকট্রিক গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় 45 কিমি পর্যন্ত হতে পারে।
আরো পড়ুন – এতো কম দামে AC ? মাত্র 3000 টাকা হাতে থাকলেই কেল্লাফতে, পাবেন নতুন এসি!
Amy Buggy মহিলাদের খুব পছন্দের। ইউরোপের বেশ কিছু দেশে যেহেতু কোয়াড্রিসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না তাই তরুণ তরুণীদের মধ্যে এটি বেশ পছন্দের গাড়ি হয়েছে বলে কোম্পানি মনে করছে ।
আরো পড়ুন – BMW i7 EV: সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি, এই গাড়ি 0 থেকে 100 কিমি গতি তোলে মাত্র 4.7 সেকেন্ডে!
একটু জানিয়ে রাখি যে ভারতেও ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে এই সংস্থা । চলতি বছরেই বাজারে এসেছে Citroen ec3, ফুল চার্জে রেঞ্জ প্রায় 320 কিলোমিটার।