BMW i7 EV: আপনি কি সিংহমের ফ্যান? অজয় দেবগনের গ্যারাজে BMW-র সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি কোনটি? তারকা BMW এর সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি কিনলেন । এই গাড়ি 0 থেকে 100 কিমি গতি তোলে মাত্র 4.7 সেকেন্ডে!
গাড়ির প্রতি যাদের ভালোবাসা আছে তারা নিমিষেই এই প্রতিবেদনের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবেন। আসলে আপনি যদি চার চাকা কে নিজের জীবনের সঙ্গী করে নিতে চান, বাহন বানাতে চান তাহলে তো নতুন নতুন গাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করতেই হবে।
অনেকেই হয়তো বলেন যে এগুলো সেলিব্রেটিদের শখ, সত্যিই তাই। বলিউডের সিংঘম অজয় দেবগনের শখের কথা বলব আজ। কারণ তিনি যে সত্যিই রুদ্ধশ্বাস গতিতে এমন অনেক কান্ড ঘটাতে পারেন যেটা হয়তো সাধারণ মানুষ ভাবতেও পারেন না তার প্রমাণ কিন্তু সিনেমাটা দেখেছি।
এবার তাহলে তার গাড়ির বিষয়ে খোঁজ নেওয়া যাক। তারকা BMW এর সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি কিনলেন । এই গাড়ি 0 থেকে 100 কিমি গতি তোলে মাত্র 4.7 সেকেন্ডে!
BMW i7 EV সবচেয়ে দামি ইলেকট্রিক সেডান:
আজকের দিনে ফ্যাশনেবল গাড়ির পাশাপাশি সেই গাড়ির মার্কেট ভ্যালু এবং সেটা কতটা কার্যকরী হতে পারে আমাদের ব্যবহারিক জীবনে সেদিকেও নজর রাখা হয়। অজয় দেবগনের যে গাড়ির কথা আমরা বলছি তা জ্বালানি চালিত গাড়ি বা SUV নয়, আসলে বিলাসবহুল ইলেকট্রিক সেডান কিনেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন।
এটি ভারতে বিক্রি হওয়া BMW এর সবচেয়ে দামি ইলেকট্রিক সেডান। এর নাম BMW i7 EV। এই ফ্ল্যাগশিপ গাড়ির দাম রাখা হয়েছে 1.95 কোটি টাকা। যারা গতি ভালোবাসেন তারা হয়তো বুঝবেন যে এই গাড়ির গতি একে একটা আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে আর ঠিক সেই কারণেই তারকাদের প্রথম পছন্দ এই গাড়ি। অবাক হবেন জানলে যে এই চারচাকার সর্বোচ্চ গতি ঘণ্টায় 239 কিমি ।
আরো পড়ুন – Dum virus: স্মার্টফোনের নতুন আতঙ্ক ডাম ভাইরাস! ‘ডাম ভাইরাস’ কতটা ভয়ংকর?
চারজন নয় বরং 5 জন যাত্রী নিয়ে ছুটতে পারে এই ইলেকট্রিক সেডান। গাড়ির প্রেমে পড়ার জন্য লুকটাই যথেষ্ট, তার ওপর সৌন্দর্য বাড়িয়েছে কার্ভড ডিসপ্লে, স্লিক ক্রিস্টাল হেডলাইট, LED রুফ আরো কত কি।শক্তিতে যেমন বাহুবলী তেমনই ফিচার্সে অত্যাধুনিক এই গাড়ি আপনার পছন্দ হবেই।
BMW i7 EV ইলেকট্রিক গাড়ির ফিচার্স:
এবার এই দারুন সুন্দর গাড়ির ফিচার্স সম্পর্কে একটু জানা যাক। এই গাড়িতে জার্মান সংস্থা দারুন কিছু ব্যবস্থাপনা রেখেছেন। এই যেমন ধরুন দুর্দান্ত ফাটাফাটি ইলেকট্রিক গাড়ির কেবিন, কার্ভড ডিসপ্লের সঙ্গে রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেম এবং মডার্ন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
আরো পড়ুন – IPL 2023 মুম্বাই ইন্ডিয়ান্স থেকে মুকেশ ও নীতা আম্বানি কত টাকা আয় করলো জানেন?
গাড়ির বিশেষ চমক গাড়িতে বসে সিনেমা দেখা। তাই 31.3 ইঞ্চির 8K সিনেমা স্ক্রিন রয়েছে যেখানে Amazon Fire TV-র মাধ্যমে সব ধরণের ভিডিও স্ট্রিম করা যায়। যদি ইচ্ছে করে তবে PS5 গেমও খেলতে পারবেন। ঠিক সেইজন্য গাড়িতে দেওয়া হয়েছে HDMI পোর্ট।
আরো পড়ুন – আগের মত সুবিধা পাবেন না ভোডাফোনে? 99 টাকার রিচার্জে কোন কোন সুবিধা বাতিল?
এতে 5.5 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম আছে যেখান থেকে গাড়ির আসন ও ভিতরের তাপমাত্রা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সেফটি ব্যাপারটা বিশেষ গুরুত্ব পেয়েছে তাই একটা নয় দুটো নয় 7টি এয়ারব্যাগ, সঙ্গে অ্যান্টি থেফট এলার্ম, চাইল্ড সেফটি লক, ট্র্যাকশন, কন্ট্রোল, ক্র্যাশ সেন্সর এবং টায়ার প্রেশার মনিটর রয়েছে এই গাড়িতে। ফাস্ট চার্জ করে গাড়ি নিয়ে দৌড়তে পারবেন আপনি।