Best scooty price: এই ‘স্কুটি’ গুলো খুব হালকা,বাড়ির ছোট থেকে বড়ো সবাই চালাতে পারবে। আপনি স্কুটি চালাতে পারেন? তাছাড়া হালকা স্কুটি মানেই কিন্তু মহিলাদের মনে খুশির জোয়ার! আজকালকার দিনে মানুষ দুচাকা ছাড়া একেবারেই চলতে পারে না। কিন্তু সব সময় ভারি ভারি স্কুটার চালানো সম্ভব হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে সকলেই একটা হালকা রাইড এর জন্য স্কুটার খোঁজা শুরু করেন।
আমরা এই প্রতিবেদনে এমন এক স্কুটির কথা বলব যেটা দেখতে এতটাই হালকা আপনার মনে হবে এটা আসলে একটা সাইকেল। হ্যাঁ বাড়ির সকলে যাতে চালাতে পারেন সেরকম সেরা ৫ টি স্কুটির কথা বলব আমরা আজ।
হালকা স্কুটি মানেই কিন্তু মহিলাদের মনে খুশির জোয়ার!
মূলত মহিলারা চান একটু হালকা ওজনের যদি দু চাকা হয় তাহলে তারা সহজেই সেই গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যেতে পারেন। এমনিতেই স্কুটিতে প্রচুর সুযোগ সুবিধা আছে বিশেষ করে এই ধরনের গাড়ির ক্ষেত্রে পার্কিং এর সমস্যা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না।
তবে মহিলা বললে ভুল হবে আজকাল পুরুষরাও স্কুটি বেছে নিচ্ছেন নানা ধরনের সুবিধার কথা মাথায় রেখে। বাইকের মতো গিয়ারের কোন ঝামেলা থাকে না স্কুটিতে আর অনেক বেশি স্টোরেজ পাওয়া যায়। যে কারণে ভারী জিনিস সহজে বহন করা যায়।
এটা চালাতে হলে আপনাকে খুব একটা বেশি প্রশিক্ষণ নিতে হবে না। মানে একটু ব্যালেন্স যদি অর্জন করে নিতে পারেন, তাহলে আপনাকে খুব একটা বেশি ভাবনা চিন্তা করতে হবে না। এই দুই চাকার দাম অন্যান্য দুই চাকা থেকে অনেকটাই কম। ঠিক সেই কারণের জন্য অনেকেরই প্রথম পছন্দ হয় স্কুটি।
তারপর ধরুন আনুষাঙ্গিক খরচ সেরকম কিছু থাকেনা। তাই স্কুটার বা স্কুটি এই প্রজন্মের কাছেও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। আপনার যদি প্ল্যানিং থাকে এরকম কিছু কেনার তাহলে আমরা বলব দ্রুত এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিন।
হালকা ওজনের স্কুটার TVS Pep Plus:
আমরা কয়েকটা স্কুটির তালিকা আপনাদের সামনে তুলে ধরছি যার প্রথমেই রাখলাম tvs-pep-plus। মহিলাদের কাছে এই গাড়ি বেশ জনপ্রিয়। এক কথায় ভারতের সবচেয়ে হালকা ওজনের স্কুটার TVS Pep Plus। এর কার্ব ওয়েট মাত্র 96 কেজি। BS6 87 সিসির ইঞ্জিন প্রায় 50 কিমি মাইলেজ দেয় বলে জানা যায়।
ফুয়েল ক্যাপাসিটি রয়েছে 4.2 লিটার আর এর অন্যতম বিশেষত্ব হলো দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক এবং অ্যানালগ স্পিডোমিটার। এই TVS Pep Plus এর এক্স শোরুম প্রাইস 63 হাজার 284 টাকা।
আরো পড়ুন – Instagram: ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে মাসে ৫০ হাজার টাকা আয় করার সঠিক উপায় জানেন?
Yamaha Ray ZR স্কুটার:
এবার আমরা বলবো yamaha-ray-zr গাড়ির কথা। গাড়ি থেকে এর ওজন একটু বেশি। কার্ব ওয়েট 99 কেজি। এই টু হুইলারে রয়েছে 125 সিসি ইঞ্জিন। প্রতি লিটার তেলে প্রায় 50 এর উপর মাইলেজ এসে ফেলে দিয়ে দিতে পারে এই Yamaha Ray ZR।
আপনাদের জানিয়ে দিতে চাই যে চার ভেরিয়েন্টে আপাতত স্কুটারটি বিক্রি করছে সংস্থা। অটো স্টার্ট ও স্টপ ফিচার আপনি এই গাড়িতে পাবেন। এই মুহূর্তে বাজারে Yamaha Ray ZR এর দাম 82,730 টাকা।
আরো পড়ুন – Nokia XR20 5G: এই নোকিয়া ফোন আপনি ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন, সেকথা জানেন?
স্টাইলিশ স্কুটার Yamaha Fascino:
স্টাইলিশ স্কুটার Yamaha Fascino। ওজনের বেশ হালকা কার্ব ওয়েট 99 কেজি। এই স্কুটারের ইঞ্জিন ও পারফরম্যান্স 125 সিসি এয়ার কুল্ড ইঞ্জিন মাইলেজ 50.5 কিলোমিটার। সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘণ্টা। ফুয়েল ক্যাপাসিটি 5.2 লিটার।
স্কুটারে LED হেডলাইট রয়েছে তাছাড়া পাবেন ব্লুটুথ যুক্ত ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই স্কুটির দাম 76 হাজার 100 টাকা (এক্স-শোরুম)।
Suzuki-Access স্কুটার:
suzuki-access স্কুটারের চওড়া সিট এবং স্টাইলিশ বডি তো আছেই সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার্স পাবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে স্কুটির সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘণ্টা।
এই স্কুটারের কার্ব ওয়েট 103 কেজি এবং সিটের উচ্চতা 773 মিলিমিটার। শোরুমে এই স্কুটারের দাম 89,790 টাকা।
আরো পড়ুন – Lava Agni 2 5G: লাভা অগ্নি ২ ফোনের ক্যামেরা DSLR কেও হার মানিয়ে দেবে সেটা কি জানেন?
এবার বলি tvs-jupiter স্কুটারের কথা:
এই স্কুটারে আপনি পেয়ে যাবেন ইকোথ্রাস্ট ফুয়েল ইনজেকশন প্রযুক্তি। ব্রেকিংয় সিস্টেমকে স্ট্রং করার জন্য রয়েছে ড্রাম ব্রেক। LED হেডলাইট, টেল লাইট পাবেন সঙ্গে এই স্কুটার বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে যথেষ্ট মজবুত তার প্রমাণ মিলবে।
আসলে এটি মেটাল বডি দিয়ে তৈরি। আর মাইলেজ দেয় প্রায় 50 কিলোমিটার, দাম 69 হাজার 990 টাকা (এক্স-শোরুম)।