Nokia XR20 5G: এই নোকিয়া ফোন আপনি ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন, সেকথা জানেন? মানে এই ফোন এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি ধুলো, বালি ও জল সব সহ্য করতে পারে। মানুষ একটা ফোন কেনেন যাতে তা কাজে লাগে এবং অবশ্যই কিছুটা ট্রেন্ড সেট করার মতো একটা ব্যাপার বন্ধুদের মাঝে তৈরি করা যায়।
কিন্তু আপনাকে জানতে হবে একটা ফোন মানে সেটা কতটা টেকসই হতে পারে সেই সম্পর্কিত তথ্য জানা না থাকলে যেখানে সেখানে বিপাকে পড়তে পারেন আপনি। আজ আমরা এমন একটা ফোন নিয়ে কথা বলতে চলেছি যা আপনাকে অবাক করে দেবে তার সহ্য ক্ষমতা দিয়ে। যারা বুঝতে পারছেন না তাঁদের কাছে অনুরোধ এই প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন।
Nokia XR20 5G মানেই নিশ্চিন্ত থাকার উপায়:
মোবাইলের আগমন কাল থেকে যে ফোন সবার ভরসা হয়ে উঠেছিল সেই নোকিয়া এবার নতুন প্রযুক্তি সাজিয়ে আপনাকে নিজের নতুন উপহার দিতে চলেছে। তাহলে Nokia XR20 5G ফোন যা কিনা একাধিক সার্টিফিকেশন সহ বাজারে এসেছে, যেমন ATEX, IECEx, NEC500, এবং UL সার্টিফিকেশন ইত্যাদি, সেই সম্পর্কে জানা যাক।
আরো পড়ুন – Redmi A2 এবং Redmi A2 Plus: কম বাজেটের মধ্যে রেডমির দারুন ফোন! এক চার্জে ৬ দিন?
স্মার্ট ফোন মানেই সেটা শক্তিশালী হবে না এই তত্ত্ব কিন্তু নোকিয়ার ফোনের সঙ্গে একেবারেই যায় না। Nokia XR20 5G মানেই নিশ্চিন্ত থাকতে পারবেন আপনি এমন কথাই বলছে সংস্থা। আপনি জানলে অবাক হবেন যে এই স্মার্টফোনটি শুধু সাধারণ অবস্থায় নয়, এমন পরিবেশেও ব্যবহার করা যাবে যেখানে সাধারণ স্মার্টফোন কয়েক ঘণ্টাও টিকে থাকতে পারে না।
আরো পড়ুন – Lava Agni 2 5G: লাভা অগ্নি ২ ফোনের ক্যামেরা DSLR কেও হার মানিয়ে দেবে সেটা কি জানেন?
মানে এই ফোন এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি ধুলো, বালি ও জল সব সহ্য করতে পারে। বিশেষ করে যারা নির্মাণ এবং উৎপাদন শিল্পে কাজ করেন যেখানে ফোন হাত বা পকেট থেকে পড়ে যাওয়ার ঝুঁকি আছে তাঁদের জন্য এই ফোন বড় উপযোগী।
ফোনটি উচ্চ তাপমাত্রার এলাকাতেও অবলীলায় ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এটি IP68 জল এবং ধুলো প্রতিরোধের রেটিং যুক্ত। এবার ফিচার সম্পর্কে জানা যাক।
আরো পড়ুন – KTM 390 ADV: পাহাড়ের গা ঘেঁষে দৌড়বে কেটিএম 390 অ্যাডভেঞ্চার। কি কি আছে কেটিএমে?
উন্নতমানের প্লাস্টিক ও কাচের উপাদান দিয়ে এই ফোন ব্যবহার করা হয়েছে। Nokia XR20 5G রাগড স্মার্টফোনটিতে একটি এমার্জেন্সি বোতামও রয়েছে যা আপনি এমার্জেন্সি ডায়লার হিসেবে ব্যবহার করতে পারবেন। Nokia XR20 5G ফোনে একটি ৬.৬৭-ইঞ্চির IPS LCD বেজেল-লেস ডিসপ্লে রাখা হয়েছে।
এর রেজোলিউশন হল ১০৮০ x ২৪০০ পিক্সেল। এছাড়াও, সেলফির জন্য সামনের ডিসপ্লেতে একটি এইট MP পাঞ্চ হোল ক্যামেরা আছে। স্মার্টফোনের ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 48 MP f/ 1.79 ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা ।
আরো পড়ুন – Nokia 4G: মাত্র ১২৯৯ টাকায় নোকিয়ার নতুন 4G ফোন? সাথে পেয়ে যাবেন ইন-বিল্ট UPI ফাংশন
আপনি এই ফোনে পাবেন 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ। এখনও পর্যন্ত মাত্র একটি ভ্যারিয়েন্টে Nokia XR20 5G ফোন লঞ্চ হয়েছে। এর দাম 42999/ টাকা। এতে Qualcomm Snapdragon 480 চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে 4630 mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি .