2023 KTM 390 ADV: আপনার পছন্দের কেটিএম এবার নতুন ভাবে, জানেন কি? আজকের দিনে দাঁড়িয়ে মানুষ অনেক বেশি করে দুই চাকার উপর নির্ভর করে। কম সময় দ্রুত গন্তব্যে পৌঁছতে এই দুই চাকার কোন বিকল্প হয় না। আপনি এখন কিভাবে নিজেকে স্মার্ট রাখবেন সেই চিন্তায় মগ্ন।
একসঙ্গে যদি স্মার্ট লুক আর প্রয়োজনীয় কাজ মিটে যায় তাহলে এই কোন কম্বিনেশনের বিকল্প নেই। আমরা আজকে আপনাদের আপনার প্রিয় বাইকের একটা নতুন ঝলক দেখাতে চলেছি। দেশ জুড়ে এই নতুন বাইক লঞ্চ করার পর থেকে একে দেখার জন্য তরুণদের মধ্যে একটা আলাদা উন্মাদনা ছড়িয়েছে।
বহু প্রতীক্ষিত KTM 390 ADV মোটরবাইক:
তাহলে চলুন এই বাইককে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। এমনিতেই যেকোন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে কেটিএম বাইকের একটা আলাদা গ্রহণ যোগ্যতা আছে। সেখানে এই নতুন লুক দেখার পর আপনার মনে হবে এক্ষুনি এই বাইক ঘরে আনতেই হবে। সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক ফিচারস।
পাহাড়ে ঘুরতে যেতে গেলে এই বাইক সবার আগে মানুষের মনে জায়গা করে নিতে সমান দক্ষ। বিশেষ করে এর ব্রেকিং সিস্টেম এতটাই প্রবল যে মানুষ নির্দ্বিধায় এই দায়িত্বে বিশ্বাসযোগ্য বলে মনে করেন সহজেই।
এই কোম্পানির নতুন আর কোন ভার্সন লঞ্চ হচ্ছে তার দিকে চারদিকে তাকিয়ে থাকে এবং এই নিয়ে রীতিমতো নিয়মিত বিভিন্ন প্রতিবেদনে লেখালেখি হয়। এবার পাহাড়ের গা ঘেঁষে দৌড়বে কেটিএম 390 অ্যাডভেঞ্চার। কী কী নতুন বৈশিষ্ট্য যোগ হল তাই বলব এবার।
এতদিনে জেনে গেছেন বহু প্রতীক্ষিত KTM 390 ADV মোটরবাইক লঞ্চ হয়েছে বাজারে। এতে একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য এসেছে। এই বাইক মানেই তুখোড় রঙের বাহার আর সেটা মাথায় রেখে নতুন র্যালি অরেঞ্জ কালার এই বাইকের বৈশিষ্ট্য বটে।
বাজারে এইমুহুর্তে 390 ADV বিক্রি হয় তার তুলনায় এই মডেল নতুন অনেক ফিচার্স যোগ হয়েছে। দেখুন এই মডেলের ক্ষেত্রে কোম্পানি মূলত সাসপেনশন এবং বাইকের চাকায় বেশি মনোযোগ দিয়েছে । এই নতুন KTM 390 ADV-তে স্পোক হুইল এবং সম্পূর্ণ অ্যাডজাস্টেবেল সাসপেনশন যুক্ত করা হয়েছে।
আরো পড়ুন – The Kerala Story: কী প্রমাণ করল ‘দ্য কেরালা স্টোরি’? চর্চিত সিনেমা মানেই কি সবথেকে বড় হিট?
এত কিছুর পর আপনার মনে প্রশ্ন জানতে পারে যে এতে নতুন কী এমন রয়েছে যার জন্য সেটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে হচ্ছে আমাদের। তাহলে তো আপনাকে বলতেই হয় এই মোটরবাইকের সবচেয়ে বড় উল্লেখযোগ্য চমক হল রিবাউন্ড অ্যাডজাস্টেবেল আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিবাউন্ড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন।
আরো পড়ুন – Nokia 4G: মাত্র ১২৯৯ টাকায় নোকিয়ার নতুন 4G ফোন? সাথে পেয়ে যাবেন ইন-বিল্ট UPI ফাংশন
এর ফলে বাইকার নিজের রাইডিং স্টাইল অনুযায়ী স্প্রিং ঠিক করতে পারবেন সঙ্গে আবার যোগ হয়েছে উনিশ ইঞ্চি ফ্রন্ট এবং সতেরো ইঞ্চি রেয়ার ব্ল্যাক অ্যালুমিনিয়াম স্পোকড হুইল। ফলে যতই উঁচু নিচু জমি হোক না কেন বাইক চালাতে এবং তাতে কন্ট্রোল রাখতে সমস্যা হবে না।
আরো পড়ুন – হন্ডা সাইন বাইকের দাম কমেছে? যারা হন্ডার বাইক পছন্দ করেন তাদের জন্য বিরাট সুখবর!
স্পিডোমিটার, ট্রিপমিটার, ওডোমিটার, ফুয়েল লেভেল ইত্যাদি তথ্য পাওয়া যাবে এতে ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল, কুইকশিফট, কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে। এবার দামের কথা বলি।।এত পরিবর্তন ও নতুন ফিচার্স যোগ হওয়ার ফলে বাইকের দাম একটু বেড়েছে বটে।
2023 KTM 390 ADV এর এক্স-শোরুম প্রাইস রাখা হয়েছে 3.60 লাখ টাকা । আসলে এত কিছু পেতে গেলে একটু তো খরচ করতেই হবে।