The kerala story collection: কী প্রমাণ করল ‘দ্য কেরালা স্টোরি’? সবথেকে বহু চর্চিত সিনেমা মানেই কি সবথেকে বড় হিট? তাহলে কি বিতর্কের মধ্যে পড়ে এই সিনেমার পোয়া বারো? বক্স অফিস কালেকশন কতো?
একটা সিনেমার সাফল্য সহজে আসে না তার পেছনে থাকে প্রচুর পরিশ্রম। সেই পরিশ্রমকে শ্রদ্ধা জানিয়ে মানুষ দলে দলে সিনেমা হলে ভিড় করেন। সিনেমা মুক্তির আগে একটা সিনেমাকে ঘিরে নানা রকমের পাবলিসিটি করেন প্রযোজক সংস্থা। সেই পাবলিসিটির ক্ষেত্রে সবটাই যে খুব পজিটিভ ফিডব্যাক তৈরি করে এমনটা নয়। পদ্মাবত সিনেমা কিন্তু বলিউড কে একটা বিশেষ বার্তা দিয়েছিল তার নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে।
‘দ্য কেরালা স্টোরি’ কি সেই একই পথে হাঁটলো?
বক্স অফিস কালেকশন প্রায় ২০০ কোটি ছাড়িয়ে গেছে। ‘পাঠান’কে টপকে বাণিজ্যিক সাফল্যের রেকর্ড করতে চলেছে কি বাঙালি পরিচালক দ্বারা পরিচালিত এই সিনেমা? বিতর্ক আজকালকার দিনে বাস্তব গল্পের উপর তৈরি করা সিনেমার অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ।
হাজার চেষ্টা করেও বিতর্ককে এড়িয়ে যেতে পারবেন না আপনি। আবার কখনো কখনো তো জোর করে বিতর্ককে তৈরি করা হয় যাতে সিনেমা চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে অন্তত প্রমোশনের দিক থেকে সেই চেষ্টা হয়।
আসলে কোন সিনেমা সুপারহিট হবে কোন সিনেমা ফ্ল্যাট হবে সেটা যেমন সিনেমা নির্মাতাদের উপর নির্ভর করে তার পাশাপাশি এবার দর্শকদের সেই সময়ের পছন্দের মানসিকতার উপর নির্ভর করে। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের সিনেমা দেখতে চাইছেন আর সেই সিনেমাটাই আপনার চোখের সামনে হচ্ছে কিনা।
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক কম হয়নি:
আজকের আলোচ্য যে সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ (The kerala story) নিয়ে কম বিতর্ক হয়নি বিশেষ করে পশ্চিমবঙ্গে সিনেমাটিকে নিষিদ্ধ করার পর থেকে যেন সিনেমে মানুষের মধ্যে এটা দেখার উৎসাহ আরও বেড়ে গেছে। আমরা প্রত্যেকেই জানি যে বছরে প্রথম মাসে মুক্তি পাওয়া শাহরুখ খানের কাম ব্যাক ছবি এ বছর হিন্দি ছবির বাণিজ্যিক সাফল্যের নিরিখে সবোর্চ্চ আয় করেছে।
‘পাঠান’ ছবিটি একের পর এক সব রেকর্ড ব্রেক করে এখন এক নম্বর স্থানে বলিউড ছবির জায়গাকে পাকা করেছেন। এরপর পরপরই ঈদে মুক্তি পেয়েছিল আরো একটি ছবি যা রেকর্ডের দিক থেকে এত দিন দ্বিতীয় স্থানে ছিল সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’।
আরো পড়ুন – Nokia 4G: মাত্র ১২৯৯ টাকায় নোকিয়ার নতুন 4G ফোন? সাথে পেয়ে যাবেন ইন-বিল্ট UPI ফাংশন
সেই ছবিকে হারিয়ে সিনেমা মুক্তির মাত্র দু সপ্তাহের মধ্যে দ্বিতীয় স্থানটি দখল করল অদা শর্মা (Ada Sharma) অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’। তাহলে কি বিতর্কে মধ্যে পড়ে এই সিনেমার পোয়া বারো?
ভালো না মন্দ, ঠিক নাকি ভুল এই সব কিছু বিচার করার জন্য আমরা এখানে বসে নেই। তবে এই সিনেমা কোন একটি সম্প্রদায় বা একটা গোষ্ঠীকে উস্কানি দিতে পারে এই আশঙ্কায় পশ্চিমবঙ্গে এই সিনেমার প্রদর্শনী বন্ধ করা নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরো পড়ুন – Amazon Jungle: অ্যামাজন জঙ্গলে ১৩০০ প্রজাতির পাখি, ৩০০০ প্রজাতির মাছ রয়েছে জানেন?
এরপর কেস সোজা চলে যায় সুপ্রিম কোর্ট এবং সেখান থেকে এই নিষেধাক্কায় স্থগিতাদেশ দেয়া হয়। কর্ণাটকে নির্বাচনের আগে এই সিনেমা কে হাতিয়ার করে হিন্দুত্ববাদের ধ্বজা উড়িয়েছিল বিজেপি। অন্যদিকে মুসলিম ভোটকে অটুট রাখতে বেশ কিছু জায়গায় এই সিনেমা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
কেরালা স্টোরি ফিল্মঃ
কয়েকজন কেরলের মহিলাকে জোর করে জঙ্গি দলে নাম লেখানোর জন্য ধর্মান্তকরণের প্রসঙ্গ এই সিনেমাতে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এরপর থেকেই এর সত্যি বা মিথ্যে নিয়ে যাচাই করার প্রশ্ন ওঠে। প্রযোজনা সংস্থা এবং পরিচালক বলছেন অত্যন্ত কঠোরভাবে গোটা বিষয়টি নিয়ে পড়াশোনা করার পরেই একে সিনেমা হিসেবে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো পড়ুন – Redmi A2 এবং Redmi A2 Plus: কম বাজেটের মধ্যে রেডমির দারুন ফোন! এক চার্জে ৬ দিন?
কিন্তু বিতর্ক যে কোন একটা সিনেমাকে পাবলিসিটি করে দেয় সেটা কিন্তু এই সিনেমা আবার প্রমাণ করে দিল। এত আলোচনা হয়েছে এত চর্চা হয়েছে এই গল্প নিয়ে যে কারণে যারা জানতেন না তারাও এই সিনেমা দেখতে আগ্রহী হয়েছেন।
গতকাল পাওয়া রিপোর্ট অনুযায়ী এই ছবি ২০০ কোটির গণ্ডি প্রায় ছুঁয়েই ফেলেছে। নির্মাতারা বলছেন মুক্তির পর ১৭তম দিনে এই ছবির আয় প্রায় ১৯৮.৯৭ কোটি টাকা। গত তিন দিনের হিসেব যদি আপনাদের সামনে বলি তাহলে বুঝবেন কত দ্রুত রেকর্ড তৈরি করছে।
আরো পড়ুন – Vespa Scooter Price: ভেসপা লঞ্চ করল 125 এবং 150 সিসির দুর্দান্ত লুকের দুটি স্কুটার! দাম কত?
বক্স অফিস কালেকশন অনুযায়ী শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটির আয় করে এই ছবি। আপনি যদি দেখে থাকেন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।