I want a girl for marriage: বাড়ির বউ করার জন্য মেয়ে খুঁজছেন? বিয়ের জন্য পাত্রী চাই! অথচ বিজ্ঞাপন দিয়েও পাত্রী পাচ্ছেন না? বিয়ে করার জন্য ঠিক কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বলুন তো? মেয়ের স্বভাব কেমন নাকি গায়ের রং? কেউ চায় ঘরোয়া পাত্রী, কারোর পছন্দের তালিকায় চাকুরীজীবী, কেউ চায় দুটোই একসাথে অনেকটা কম্বো প্যাকের মতো। তাহলে আপনি বাড়ির বউ করার জন্য যেরকম মেয়ে খুঁজছেন তাকে পাবেন কোথায়?
যত সময় এগোচ্ছে তত স্বাবলম্বী হচ্ছে মেয়েরা। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে পুরুষদের সঙ্গে টক্কর দিতে হচ্ছে। বেশ কিছু জায়গায় সমানে সমানে লড়াই করে নিজেদের জায়গা পাকা করছে মেয়েরা।
কখনো গিয়ে পুরুষ সেটা সহ্য করতে পারছে না আবার কখনো নারী অ্যাডজাস্ট করতে পারছে না। এই করতে গিয়ে বিয়ের প্রতি আগ্রহ কমছে বা বলা যেতে পারে বিবাহিত সম্পর্ক বেশি করে ভাঙছে। তবুও প্রতিবছর বিয়ের লগ্ন যখন আসে প্রতিটা বিয়ে বাড়ি কোনরকম বিয়ের জন্য বুক করা থাকে তাই না? তাহলে আর পাত্রী খোঁজা এত কঠিন কেন?
বিয়ের জন্য পাত্রী চাই:
সমাজের একটা সাধারণ গঠন আছে সেখানে চিরাচরিত নিয়মের বাইরে অন্য কিছুকে গুরুত্ব দেওয়া হয় না। পুরুষ এবং নারীর বিয়ে হবে, তাদের কন্যা সন্তান হলে তারও একটা সময় পর বিয়ে দিতে হবে ইত্যাদি, প্রভৃতি। যাকে জিজ্ঞেস করবেন রাস্তায় ঘাটে যুবক যুবতী বা তরুণ তরুণী হলে তারা সহজেই বলবেন আই এম এনগেজড। বুঝুন ঠেলা!
এবার তো মাথায় হাত দিতেই হয়। সব মহিলারাই যদি কোনও না কোনও পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন, তাহলে আপনি বাড়ির বউ করার জন্য যেরকম ‘মেয়ে খুঁজছেন‘ তাকে কোথায় পাবেন? আসল ব্যাপারটা হল খুজলে তো বাঘের দুধও পাওয়া যায়।
কিন্তু বিষয়টা হচ্ছে আপনার পছন্দ বা আপনার চাহিদা ঠিক কেমন, তার সাথে বাস্তবের কতটা যোগাযোগ আছে, এইসবের উপর নির্ভর করে আপনার অন্বেষণের পুরস্কার। কেউ চায় ঘরোয়া পাত্রী, কারোর পছন্দের তালিকায় চাকুরীজীবী, কেউ চায় দুটোই একসাথে অনেকটা কম্বো প্যাকের মতো।
আসল কথা হল, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। ছাকনি দিয়ে বিচার করতে বসলে তো আর কোনভাবেই বিজ্ঞাপনের সাড়া দেওয়া পাত্রীর বাবাদের আর সুখবর শোনাতে পারবেন না আপনি। বিয়ে করার জন্য ঠিক কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বলুন তো? মেয়ের স্বভাব কেমন নাকি গায়ের রং?
ঠিক কতটা সংসারের কাজ করতে পারে নাকি মাস গেলে কত টাকা মাইনে পায়? পরিবারের সঙ্গে ঘরোয়া সময় কাটাতে ভালোবাসা দরকার নাকি বরের সঙ্গে পার্টি বা বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দেয়ার মতো মানসিকতার পাত্রী খুঁজছেন আপনি?
আরো পড়ুন – নারী মানেই কি তিনি যৌন দাসী? নারীর জীবনের পটভূমির পরিবর্তনের নেপথ্যে কী থাকে?
ব্যাপারটা কেমন যেন বাজার থেকে আলু পটল কেনার মতো হয়ে গেল না? এই পৃথিবীতে এক একটা মানুষ একেক রকমের হয়। সবকিছুতেই পারফেক্ট কিছু বা কাউকে খোঁজার যে অত্যন্ত খারাপ একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে সেটাই জীবনকে চরম হতাশার দিকে ঠেলে দেয়।
আপনি রোজ রোজ একইরকম ঠিক কাজ করতে পারেন না কিন্তু রোজ রোজ নিত্যনতুন ভুল করতে পারেন । আর সেটাকে ঠিক করার চেষ্টায় একটার পর একটা দিন কাটাতে পারবেন। পারফেক্ট জীবন নিয়ে প্রত্যেকটা দিন কাটানো একঘেয়ে ব্যাপার আর ইমপারফেক্ট ঘটনা নিয়ে তাকে পারফেক্ট করার চেষ্টার মধ্যেই একটার পর একটা দিন কেটে যাওয়া এটাই তো আসল জীবন।
আরো পড়ুন – Block ex: প্রাক্তন কে সোশ্যাল মিডিয়ায় ব্লক করতে চাই, অতীতের স্মৃতি এখনো ব্যথা দিচ্ছে?
মনে রাখতে হবে আপনি বিয়ের পাত্রী খুঁজছেন কোন ফার্নিচার নয় ,যে একাধিক কন্ডিশন দেখে নিতে হবে, টেকসই কিনা রং থাকবে কিনা বা জং পড়বে কিনা!
অনেকেই এসব ক্ষেত্রে বন্ধু-বান্ধবের উপর ভরসা রাখেন। অর্থাৎ আত্মীয়দের মধ্যে যদি কেউ চেনাজানা থাকে তাহলে খুঁজে নিতে সুবিধা হয়। ধরুন আপনার বাড়ির পাত্রটি নিজেই পছন্দ করে পাত্রী নিয়ে এলেন। সে ক্ষেত্রে অবশ্য এই খোঁজাখুঁজি করার ঝক্কি আপনাকে পোহাতে হয় না।
আরো পড়ুন – স্বামীর সঙ্গে তার স্ত্রীর পাসওয়ার্ড শেয়ার করা কতটা প্রয়োজনীয়?
তবে হ্যাঁ, একটা কথা থাকেই মনের মধ্যে, আপনার পছন্দ করে বউ আনা হলো না। আসলে মানসিকতা বদলান প্রচুর অবিবাহিত মেয়েরা রয়েছে ঠিকই কিন্তু আপনি আপনার পছন্দের পাত্রী হিসেবে যাকে চাইছেন তাকে খুঁজতে এত সময় লাগার কারণ আপনার নিজস্ব চাহিদা বা পছন্দের লিস্ট। চিন্তা বদলান, মানসিকতা বদলান , তবেই বদলাবে চারপাশ।