Redmi A2 এবং Redmi A2 Plus: কম বাজেটের মধ্যে রেডমির দারুন ফোন! এক চার্জে ৬ দিন? আপনি কি নিজের বাজেটের ফোন খুঁজছেন? একবার চার্জ দিলে তা চলবে ৬ দিন, এক নজরে কী কী ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে এবং কত টাকা দাম চলুন দেখে নেওয়া যাক। পড়ুন এই প্রতিবেদন।
কম বাজেটের মধ্যে রেডমির দারুন ফোন!
আজকের দিনে দামি ফোন নয় বরং বাজেট ফ্রেন্ডলি ফোন সকলের প্রথম পছন্দ। সুখ স্বাছন্দ্য বজায় রাখতে ইনকাম আর খরচ ব্যালেন্স করে চলে আসছে এই প্রজন্ম। আপনাকে আজ এই প্রতিবেদনে আমরা রেডমির নতুন এক ফোনের কথা বলব যা কিনা একদিকে স্টাইল আর প্রয়োজনীয়তা মেটাবে আর অন্যদিকে পকেট বাঁচাবে।
দেখুন ব্যাটারি ভাল থাকবে আর ফোন কম হ্যাং হবে এটাই আমাদের সবার প্রাথমিক চাহিদা। এই ফোনে কিন্তু একবার চার্জ দিলে তা চলবে আগামী ৬ দিন । ভাবতে পারছেন!
Redmi A2 এবং Redmi A2 Plus:
দেখুন আমরা সবাই জানি যে কম দামি ফোনের ক্ষেত্রে বরাবরই ভালো বিকল্প হাজির করে রেডমি। এই সংস্থা এবার সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে দেশে সম্প্রতি এমনই দুটি স্মার্টফোন লঞ্চ করেছে যা আপনাকে অবাক করে দেবে। আমরা বলছি স্মার্টফোন Redmi A2 এবং Redmi A2 Plus – এর কথা।
সকলকে চমকে একগুচ্ছ ফিচার্স সহ বাজারে এল এই স্মার্টফোন। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ফোনের দাম কম হলে সেটা নাকি ভাল হবে না। কিন্তু এই দাবি নস্যাৎ করে দিল নতুন এই ফোন। এতে রয়েছে ৭ জিবি Ram (ভার্চুয়াল Ram সহ), 5000mAh ব্যাটারি এবং আট মেগাপিক্সেল ক্যামেরা।
আরো পড়ুন – iPhone: আইফোনের স্বপ্ন সবার কি পূরণ হয়? কেন মধ্যবিত্তের কপালে জোটে না আইফোন?
রেডমি বলছে এই ফোন ফুল চার্জ দিয়ে ইউজার যদি কিছু না করে এমনি ফেলে রাখেন তাহলে ফোনের ব্যাটারি টানা ৩২ দিন পর্যন্ত চালু থাকবে। এতে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কলও করা যাবে বলেও জানা যাচ্ছে।
আরো পড়ুন – হন্ডা সাইন এবং টিভিএস রেডিওন – এই দুই বাইক নিয়ে এক্সপেরিমেন্ট? টিভিএস না হন্ডা, কে এগিয়ে?
দুটো স্মার্ট ফোনের মধ্যে Redmi A2 একটি বেস ভেরিয়েন্ট এবং Redmi A2 Plus সিরিজের সবচেয়ে দামি ফোন। এক নজরে কী কী ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে এবং কত টাকা দাম চলুন দেখে নেওয়া যাক।
আরো পড়ুন – Royal Enfield Bikes: লুক হোক বা মাইলেজ ‘রয়্যাল এনফিল্ড বাইক’ মানেই এক নম্বর কেন?
রেডমি স্মার্টফোনের ফিচার্স দেখে নেওয়া যাক:
Redmi A2 Plus ফোনে পাবেন.১+ ৬৪ জিবি স্টোরেজে। দাম মাত্র ৮৪৯৯/ যেখানে A2 পাওয়া যাবে ৩ টি ভেরিয়েন্টে – ২ জিবি+ ৩২ জিবি। এর দাম রয়েছে ৫৯৯৯ টাকা। ২ জিবি+৬৪ জিবি হলে ৬৪৯৯ টাকা এবং ৪ + ৬৪ জিবি হলে দাম মাত্র ৭৪৯৯/ টাকা। সি গ্রিন, কামিং ব্লু ক্লাসিক ব্লু- এই তিন রঙে মিলবে ফোন।
আরো পড়ুন – SUV গাড়ি Tata Punch: টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সন বাজারে আসছে সে কথা জানেন?
আপনি এই স্মার্টফোন অর্ডার করা যাবে অ্যামাজন এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও রিটেল স্টোর থেকে। আগামী ২৩ তারিখ থেকে বিক্রি শুরু। এই দুই ফোনেই রয়েছে ৬.৫২ ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। সঙ্গে রয়েছে ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। স্টোরেজ ও র্যামের কথা আগেই বলে দিয়েছি।
এই ফোনে Octa Core Helio G36 চিপসেট প্রসেসর দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম রয়েছে । ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। য়ার কী চাই !