Breaking Bharat: টিকা আর ভিটামিন ডি (Vaccines and vitamin D.)। এই দুইয়ে মিলে করোনাকে ঠেকানো যায় কিনা তার গবেষণা করছেন গবেষকরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, শরীরের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন ডি অপরিহার্য। এই বিষয়টির দিকে নজর রেখে এগিয়েছে গবেষণা ও ট্রায়াল’।
ট্রায়ালে অংশগ্রহণকারীদের ভিটামিন-ডি (vitamin D) রেগুলার সাপ্লিমেন্ট যথেষ্ট নয় দিতে হবে ভিটামিন ডি-এর হাইডোজ।এর ফলে করোনাভাইরাস কতটা কাবু হচ্ছে সেটাই দেখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে শরীর সুস্থ রাখতে রোগ-প্রতিরোধক্ষমতাই সব (Immunity is everything to keep the body healthy)। একজন ব্যক্তি আক্রান্ত হতে পারেন কিনা সেটা রোগ-প্রতিরোধক্ষমতা থেকেই বোঝা যায়। সংক্রমণ ব্যাধি প্রতিরোধ করতে হলে প্রথমেই পুষ্টির ঘাটতি মেটাতে হবে। সে ক্ষেত্রে ভিটামিন ডি অপরিহার্য। ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
গবেষণায় জানা গেছে ভিটামিনডি কম থাকলে যেকোন রোগ ব্যাধির আশঙ্কা বেড়ে যায় (risk of disease increases)। শ্বাসকষ্টের সমস্যা হতেও পারে। ভিটামিন ডি কোভিড ১৯ বিরুদ্ধে লড়াই করতে সত্যি কি সক্ষম? তবে এই ভাইরাসটি কিসে জব্দ হয় তা এখনও অজানা। গবেষণায় করোনা যুদ্ধে ভিটামিন ডি নিয়ে গবেষণা আলোর দিশা দিতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়।