Pure EV ePluto 7G Electric Scooter: চলে এল সেভেন জি স্কুটার? নয়া স্কুটার লঞ্চ করল ‘পিউর ইভি’। সিঙ্গেল চার্জে 150 কিমি রেঞ্জ দেবে এই স্কুটার। তাহলে ফাইভ জি বা সিক্স জি স্কুটার নিয়ে ভাবা ছেড়ে দিন। স্কুটার নিয়ে অনেকেই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। তাই এই প্রতিবেদন নিশ্চয়ই বাইক এবং স্কুটার লাভারদের যথেষ্ট পছন্দের হতে চলেছে।
যেখানে আমরা প্রতিমুহূর্তে মোবাইলের ফোর জি আর ফাইভ জি নিয়ে ব্যস্ত সেখানে স্কুটার এক ধাপ এগিয়ে পাল্লা দিল প্রযুক্তিকে। কারণে বাজারে নয়া স্কুটার লঞ্চ করল ‘পিউর ইভি‘। নাম ই-প্লুটো যখন বুঝতেই পারছেনেটা ইলেকট্রিক ভেহিকেল।
মানে, সিঙ্গেল চার্জে 150 কিমি রেঞ্জ দেবে এই স্কুটার। এই দাবি সংস্থার। ব্যাপারটা ভেবে উঠতে পারছেন? তাহলে এর ব্যাপারে একটু বিস্তারিত জানা দরকার যে (Pure EV ePluto 7G Electric Scooter in Bengali)।
পিউর ইভি ইলেকট্রিক স্কুটার (Pure EV ePluto):
দেশে যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ আজকাল ইলেকট্রিক স্কুটার বেশি করে খুঁজতে চাইছেন। ইতিমধ্যেই একাধিক তালিকায় নবতম সংযোজন Pure EV ePluto। আপনাদের হয়তো মনে আছে যে কিছুদিন আগে ইলেকট্রিক বাইক লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল এই সংস্থা।
এবার স্কুটারেও সেই বৈদ্যুতিকরণ ঘটাল হায়াদরাবাদ ভিত্তিক সংস্থা ‘পিউর ইভি‘। অনেকেই হয়তো জানলে অবাক হবেন যে স্কুটারটি ফুল চার্জে 150 কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারবে । স্কুটারের দাম রাখা হয়েছে মাত্র 94,999 টাকা। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কবে থেকে বুকিং, কোথায় পাওয়া যাবে এবং ডেলিভারি কবে শুরু হবে ?
পিউর ইভি স্কুটারে কী ফিচারস রয়েছে?
এবার চলুন জেনে নেব আরো বিস্তারিত ভাবে। আপাতত মে মাসের শেষ থেকে ডেলিভারি চালু করা হবে বলে জানিয়েছে পিউর ইভি। এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাবে তিনটি রঙে, ম্যাট ব্ল্যাক, গ্রে এবং হোয়াইট রঙে।
আরো পড়ুন – Motorola Edge+2023! মটোরোলা স্মার্টফোনে সেলফি ক্যামেরাতে ৬০ মেগাপিক্সেল! ভাবা যায়?
সংস্থা বলছে এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে AIS 156 সার্টিফায়েড 3 kwh ব্যাটারি প্যাক সঙ্গে 1.5 কিলোওয়াট ইলেকট্রিক মোটর। মনে একবার ফুল চার্জে স্কুটারটি রেঞ্জ দিতে পারে 100 থেকে 150 কিলোমিটার। অবশ্য এই রেঞ্জ নির্ভর করবে স্কুটারের রাইডিং মোডের উপর।
আরো পড়ুন – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রবেশ করে অবাক সলমন খান! কেন জানেন?
তিন ধরণের রাইডিং মোড রয়েছে ইলেকট্রিক স্কুটারে। এতে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) এবং ব্লুটুথ কানেকশন রয়েছে। আপনি কি জানেন যে এটি ছাড়াও আরো একটি ইলেকট্রিক মোটরবাইক রয়েছে সংস্থার ঝুলিতে? সেটা হল ecoDryft।
এই স্কুটি ফুল চার্জে রেঞ্জ দেয় 135 কিলোমিটার। এই ই-বাইকের দাম 1.15 লাখ টাকা (এক্স-শোরুম)। এবার তাহলে আপনিও এই স্কুটার কেনার চিন্তা ভাবনা করতে শুরু করে দিতেই পারেন।
আসলে এখনকার দিনে মানুষ একটু সাশ্রয় খোঁজে তাই অবশ্যই আপনি একদিকে যেমন ইলেকট্রিক যান কিনে সাশ্রয় করবেন তেমনি আপনি অবাক হবেন যে এক চার্জে এত কিছু। তাই আর দেরি না করে নতুন গাড়ি কেনার প্রস্তুতি নিলে অবশ্যই আমাদের এই প্রতিবেদন একবার পড়ে নেবেন।
আরো পড়ুন – গুগল পিক্সেল 7a ফোনে এক চার্জেই ৭২ ঘন্টা নিশ্চিন্ত! গুগল ফোনের মূল বৈশিষ্ট্য কী কী?
তবে সব সময় বাইক বা গাড়ি চালাবার সময় ট্রাফিক নিয়ম মানবেন আর হেলমেট পরে গাড়ি চালাবেন। তা নাহলে বিপদে বাড়বে । আর এইরকম আরো প্রতিবেদন পেতে আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন।