Breaking Bharat: সেঞ্চুরির পরে এ কী কাণ্ড ঘটালেন বিরাট কোহলি? অনুস্কা শেয়ার করছেন গোপন কথা? টিম ইন্ডিয়া যে মানুষটাকে ভরসা করে স্বপ্ন দেখে ম্যাচ জেতার, জাকে সব সময় যুদ্ধহং দেহি মেজাজে দেখা যায়, যিনি মাঠে নামা মানে রেকর্ড চুরমার হয়ে যাওয়া সেই বিরাট হাউ হাউ করে কাঁদতে পারেন। তাও আবার ১০০ করার পর। অথচ এটাই সত্যি।
কারণ এমন ঘটনাই ঘটিয়েছেন কিং কোহলি। এবার সেই কথাই শেয়ার করেছেন অনুস্কা। আসলে বিরাট কোহলি (Virat Kohli) জীবনে অনেক ভুল করেছেন বলে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে বারবার বলেছেন। ভুল থেকে শিক্ষাও নিয়েছেন তিনি। এবার শতরানের পর কান্নার কথা বললেন বিরাট।
ব্যাটার বিরাট কোহলির ব্যর্থতার কথা:
ক্রিকেটার মানেই সব সময় যে ছন্দে থাকবেন এমনটা নয়। তাহলে খারাপ ফর্ম যে কতটা ব্যথা যন্ত্রণা দেয় সেটা বিরাটের কোথায় স্পষ্ট। ফ্ল্যাশ ব্যাক বলছে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০তম এবং ৭১তম শতরানের মাঝে বিরাটের ২ বছর সময় লেগেছিল।
এরপর গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান স্বস্তি দিয়েছিল কোহলিকে। এমন ঘটনা মাস্টার ব্লাস্টারের সঙ্গেও হয়েছে বটে। আর এই ধরণের প্রসঙ্গে উঠে এসেছে ‘ব্যাটার বিরাট কোহলির ব্যর্থতা‘র কথাও (Virat Kohli’s failure)। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরানের সেই ইনিংস নিয়ে তিনি নিজেই বলেছেন , “যে বলে শতরানে পৌঁছে ছিলাম, তার আগেই বিষয়টা আমার মাথায় এসেছিল।
আরো পড়ুন – ONDC: জলে দরে খাবার পেতে চান? ওএনডিসি ফুড অর্ডারে মিলছে দারুন ছাড়!
তখন মনে হয়েছিল, আমি তো ৯৪ রান করে ফেলেছি। সম্ভবত শতরানটা পেয়ে যাব। পরের বলে ছয় মেরেছিলাম। শতরান পূর্ণ হওয়ার পর খুব হেসেছিলাম। সেটা দেখে কারও হয়তো মনে হয়েছিল, ওই শতরানটার জন্য দু’বছর খুব কান্নাকাটি করেছি।” এটাই হল আসল কথা।
আরো পড়ুন – গুগল পিক্সেল 7a ফোনে এক চার্জেই ৭২ ঘন্টা নিশ্চিন্ত! গুগল ফোনের মূল বৈশিষ্ট্য কী কী?
সাফল্য যে যন্ত্রণার পরেই আসে তা বুঝে ছিলেন তাঁর স্ত্রী। সবার সামনে কোহলি স্বীকার করে নিয়েছেন, সেই শতরানের সময় পারলেও পরে স্ত্রী অনুষ্কার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি, জলে ভিজে ছিল তাঁর চোখ। অনুস্কা বুঝেছিলেন ছেলেটা কতটা খেলাকে ভালবাসে।
আরো পড়ুন – স্প্যাম ফোন কলে জেরবার? WhatsApp এর স্প্যাম কল থেকে মুক্তি দেবে Truecaller
খারাপ ফর্ম মানেই সমালোচনা- কিন্তু এটা কষ্টকর। এক দিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরান থেকে আর মাত্র তিনটি শতরান পিছনে রয়েছেন কোহলি। সচিনের শতরানের সংখ্যা স্পর্শ একটা আবেগ প্রবণ জায়গা হবে বলেই মত কোহলির।
আরো পড়ুন – Motorola Edge+2023! মটোরোলা স্মার্টফোনে সেলফি ক্যামেরাতে ৬০ মেগাপিক্সেল! ভাবা যায়?
তিনি বলেছেন , ঠিক করতে গেলে ভুল হওয়া দরকার তবেই মানুষ সঠিক শিক্ষা পেয়ে জীবনে সাফল্য লাভ করতে পারে। ভুল হলে ব্যর্থতা মেনে নিতে হয়। কারণ সঠিক সিদ্ধান্ত নিতে না পারাও একটা ব্যর্থতা। বিরাট বুঝিয়েছেন জীবনের আসল সত্য।