Breaking Bharat: স্প্যাম ফোন কলে জেরবার? WhatsApp এর স্প্যাম কল থেকে মুক্তি দেবে Truecaller। এবার এক ক্লিকে জানবেন সব নম্বর!
যত সময় যাচ্ছে ততো whatsapp এর জনপ্রিয়তা বাড়ছে। এই মেসেজ অ্যাপ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইনফরমেশন আদান প্রদান খুব সহজ হয়ে যাচ্ছে। তবে কোন জিনিস যখন অত্যন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে তার অনেক রেস্ট্রিকশন তৈরি হয়।
হোয়াটসঅ্যাপ ইউজারদের অজানা নম্বর থেকে ফোন:
এই যেমন ধরুন whatsapp এর মাধ্যমে আপনি যতই মেসেজ আদান প্রদান করুন এই মেসেজ কতটা সুরক্ষিত এই নিয়েও প্রশ্ন উঠতে থাকে। পাশাপাশি ‘হোয়াটসঅ্যাপ ইউজাররা অজানা নম্বর থেকে ফোন‘ পেতে শুরু করেছেন। এইসব নম্বর থেকে ফোন এলে কী করা উচিত তা কি আপনি জানেন? এই প্রতিবেদনে সেই সম্পর্কিত তথ্যই জানাবো আমরা।
আরো পড়ুন – Fake Eggs: ডিম খেতে ভালোবাসেন? বাজার ভর্তি নকল ডিম! খাঁটি চেনা দেয়, তাই না?
প্রতারকরা নানাভাবে প্রতারণার ছক করছেন। এখন যেহেতু মোবাইলের মাধ্যমেই আমাদের সমস্ত গোপন তথ্য গচ্ছিত থাকে তাই তার ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু ক্রমাগত তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে ইউজাররা যদি একটু সতর্ক না হন তাহলে ভয়ংকর বিপদ ঘটে যেতে পারে।
WhatsApp এর স্প্যাম কল থেকে মুক্তি দেবে Truecaller:
এমনিতেই সরকার এবং প্রশাসনের তরফ থেকে বারবার করে অজানা নম্বরের ফোন রিসিভ করা কিংবা তার উত্তর দেয়া অথবা নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার না করার বিষয়ে সতর্কতা প্রচার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এত কিছু সত্বেও ভুল তো হয়ে যেতেই পারে।
আর কোন নাম্বারটা ঠিক কোন নাম্বারটা ভুল সেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বুঝবেন কেমন করে? তাই এবার WhatsApp এ স্প্যাম কল তাড়াবে Truecaller। এমনই এক সুবিধা আসছে যাতে এক ক্লিকেই ব্লক সব অজানা নম্বর (Truecaller will fight spam calls on WhatsApp)।
আরো পড়ুন – গুগল পিক্সেল 7a ফোনে এক চার্জেই ৭২ ঘন্টা নিশ্চিন্ত! গুগল ফোনের মূল বৈশিষ্ট্য কী কী?
ডিজিটাল যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় কিন্তু তাই বলে যদি প্রতারণার ছক বাড়তে থাকে তাহলে তো মুশকিল। বর্তমান সময় দাঁড়িয়ে পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই পরিষেবা ব্যবহার করে চ্যাটের পাশাপাশি ভয়েস কল ও ভিডিও কল করা সম্ভব হয়।
নিত্যনতুন অনেক ফিচার্স যুক্ত হলেও অজানা ফোন কল পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন ইউজাররা। রিপোর্ট বলছে যেসব নম্বর থেকে ফোন আসছে তার আইএসডি কোডে বিভিন্ন দেশের। এই যেমন মালয়েশিয়া (+60), ইথিওপিয়া (+251), ইন্দোনেশিয়া (+62), ভিয়েতনাম (+84), কেনিয়া (+254) এইরকম আর কি।
আরো পড়ুন – job permanent: নিজের চাকরিটা স্থায়ী করতে চাই! উপায় রয়েছে এই প্রতিবেদনে
আপনিও যদি এই ধরণের নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল পেয়ে থাকেন তাহলে অবিলম্বে রিপোর্ট জানান হোয়াটসঅ্যাপে। তবে আপনি যা লিখ খুশি হবেন এই সমস্যা থেকে ইউজার চিন্তামুক্ত করতে আসছে Truecaller।
কী এই হোয়াটসঅ্যাপ ট্রুকলার?
ট্রুকলারের মাধ্যমে আমরা যে ফোন নাম্বার সনাক্ত করতে পারি সেটা তো সকলেরই জানা আছে। কিন্তু এতদিন পর্যন্ত সেটা ছিল সাধারণ ফোনের ক্ষেত্রে প্রযোজ্য তবে এবার থেকে মেসেজিং প্ল্যাটফর্মে মিলবে কলার আইডেন্টিফিকেশন ফিচার। ভয়েস কল এবং ভিডিও কল উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাবেন userরা।
আরো পড়ুন – টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হচ্ছে? প্ল্যানিং টা ঠিক করে নিন
এই মে মাসের মধ্যে সমস্ত ইউজারে কাছে এই সুবিধা পাওয়া যাবে। এই ফিচারের ফলে ইউজাররা অনেকটাই সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।