job permanent: নিজের চাকরিটা স্থায়ী করতে চাই ! উপায় রয়েছে এই প্রতিবেদনে। একটা চাকরি এক নয় একাধিক জীবন বদলে দিতে পারে। কিন্তু যত সময় যাচ্ছে চাকরির বাজার ততই টালমাটাল হয়ে পড়ছে (I want to make my job permanent)।
চাকরির বাজারে নিজের জায়গাকে ধরে রাখতে চান?
অর্থনীতি ক্রমাগত খারাপ হচ্ছে বিশ্বজুড়ে। প্রত্যেকদিন শয়ে শয়ে কর্মী ছাঁটাই খবরের শিরোনামে উঠে আসছে। অঞ্জন দত্তের গানের লাইনগুলো মনে আছে?
“চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মাকে বলে দাও বিয়ে তুমি করছো না।”
ফলে নিঃসন্দেহে একটা অনিশ্চয়তা তো তৈরি হচ্ছে বটেই। কিন্তু আজকের প্রতিবেদনে দেওয়া কিছু নিয়ম মেনে আপনি সহজেই পাকা করে রাখতে পারেন আপনার চাকরি।
প্রথমেই দরকার নিজেকে মালটিটাস্কার করে তোলা অর্থাৎ আপনার কোম্পানি যেন বোঝে আপনি একাধিক কাজ করতে সক্ষম। কোন একটা কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলে আপনার প্রয়োজনীয়তা খুব সহজেই ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।
নিজের চাকরিটা স্থায়ী করতে এগুলো মেনে চলুন:
ধরুন আপনি সফটওয়্যার এর কোন বিশেষ একটি ডিপার্টমেন্টের কাজ জানেন। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট হার্ডওয়ার ম্যানেজমেন্ট এগুলো জেনে রাখলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। ধরুন আপনি সাংবাদিকতা করতে আগ্রহী তাহলে রিপোর্টিং এর পাশাপাশি ‘ভয়েস ওভার আর্টিস্ট হওয়া বা অ্যাঙ্কারিং করার দক্ষতা‘ আপনার থাকতে হবে।
এর সঙ্গে যদি জানা যায় আপনি খুব ভালো লেখালেখি করতে পারেন তাহলে তো কথাই নেই। অতএব আজকের যুগে একাধিক বিষয়ের উপর দক্ষতা অর্জন করা খুব প্রয়োজন। নিজের চাকরি বাঁচিয়ে রাখতে গেলে মানিয়ে নেবার ক্ষমতা দরকার। যখন তখন রেগে যাওয়া বা মাথা গরম করা এই বাজারে চলে না।
মাথায় রাখবেন, বিশ্বজুড়ে বেকারের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে (The number of unemployed is increasing)। তাই আপনি নিজেকে প্রমাণ করতে না পারলে আপনার জায়গায় আরো ১০০ জনকে নিয়ে নেওয়ার সুযোগ খোলা যে কোনও অফিস বা কোম্পানির কাছে। আজকের পৃথিবীর প্রযুক্তি নির্ভর তাই টেকনোলজি না জেনে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন না তাহলে পিছিয়ে পড়তে হবে আপনাকে।
আরো পড়ুন – একতরফা ভালোবাসা থেকে মুক্তির উপায়! ভালোবাসার কষ্ট আর নিতে পারছি না!
প্রতিমুহূর্তে ‘নিজেকে আপডেট করতে হবে‘ (You have to update yourself) জানতে হবে আপনার চারপাশে এবং বিশ্বজুড়ে কী ঘটছে। আপনার নিজের স্পেশাল বিষয়ের উপর তো বটেই পাশাপাশি সার্বিকভাবে নানা ঘটনার সঙ্গে নিজের যুক্তি দিয়ে বিচার করতে হবে ।তার জন্য সেই বিষয়ে জ্ঞান রাখা দরকার।
আরো পড়ুন – টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হচ্ছে? প্ল্যানিং টা ঠিক করে নিন
একটা কথা মাথায় রাখবেন আজকের যুগে যন্ত্র যতই মানুষকে পরিচালনা করুক না কেন ‘ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার‘ একটা আলাদা মূল্য আছে। বিশ্লেষণী ক্ষমতা আর নিজের ভেতর থেকে কিছু সৃষ্টি করার মানসিকতা আর চেষ্টা চালিয়ে যেতে হবে। কাজের পরিবেশে আপনাকে নিয়ে যাতে কোনদিন কোনও সমস্যা না হয় কোন অভিযোগ না যায় সেটা মাথায় রাখা দরকার।
আরো পড়ুন – সারাক্ষন ইন্টারনেটে মগ্ন থাকে বাড়ির বাচ্চারা? কী করছে সে জানেন?
ঘরে বাইরে বাড়তে থাকা রাজনীতি মানুষকে প্রভাবিত করে। কিন্তু নিজের কাজটুকু জানলে আখেরে কিন্তু আপনার কদর বুঝবে বাইরের পৃথিবী। নিজের উপর ভরসা রাখুন কোন বিষয়ে যদি জ্ঞান অর্জনের চেষ্টা করেন তাহলে “অল্প বিদ্যা ভয়ংকরী” যেন কখনোই না হয় মাথায় রাখবেন।
আপনি ছোটবেলা থেকে একটা বিষয় নিয়ে পড়াশোনা করে সেই বিষয়ের উপর নিজের দক্ষতা প্রমাণ করতে চান এটা ভালো কথা। কিন্তু আজকের পৃথিবীতে চারপাশে হাজার একটা উপায় আর পদ্ধতি আছে নিজেকে বিস্তৃত করার। তাই কখনোই একগুঁয়ে আর প্রাচীন মানসিকতা নিয়ে কাজ করবেন না।
আরো পড়ুন – Fake Eggs: ডিম খেতে ভালোবাসেন? বাজার ভর্তি নকল ডিম! খাঁটি চেনা দেয়, তাই না?
নতুনকে স্বাগত জানান আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের কাজ এবং কাজের ধরন বদলান। তাহলেই দেখবেন আপনার বিকল্প খুঁজেই পাওয়া যাচ্ছে না।