Reuse a Toothbrush: ব্যবহার করা টুথব্রাশ ফেলে দিচ্ছেন? দাঁড়ান, পুনরায় ব্যবহার করা যাবে কিনা ভেবে দেখতে পারেন! কোন জিনিস একবার ব্যবহার করা হয় কিনা তা পুনরায় ব্যবহার করা যায় কিনা এই নিয়ে যুগ যুগ ধরে চিন্তাভাবনা চলছে। কিন্তু সব সময় সেটা ফলপ্রসু হয় না (use an old toothbrush)।
পুরনো টুথব্রাশ ফেলে না দিয়ে ঘরোয়া কাজে ব্যবহার:
তবে ইদানিংকাল ব্যবহার করা জিনিস ফের ব্যবহার করা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে। আর আজকের প্রতিবেদনে এই তালিকায় জুড়েছে টুথব্রাশ। ‘পুরনো টুথব্রাশ’ ফেলে না দিয়ে নানা ঘরোয়া কাজে ব্যবহার করার কথাই বলছে সবাই।
সুস্থ শরীরের সৌন্দর্য কিন্তু ঝকঝকে দাঁতের মধ্যে লুকিয়ে থাকে অনেকটাই। আর দাঁত সুস্থ না থাকলে কিছুই যেন খেয়ে সুখ নেই। তাই বুঝতেই পারছেন দাঁত কত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা বলেন একটু খারাপ হয়ে গেলে ‘দাঁত মাজার ব্রাশ পাল্টে ফেলুন‘। করোনা পরবর্তী কালে এই প্রবণতা বেড়েছে বটে (uses of toothbrushes in daily life)।
কিন্তু আপনি কি পুরনো ব্রাশ ফেলে দেন?
আরে করছেন টা কী? কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। আমরা বলছি old is gold, তাই এবার কদর করুন। আপনি কি জানেন নিত্য দিনের কাজে কত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে ব্যবহার করা পুরনো টুথব্রাশ? আচ্ছা আমরা বেশ কিছু উদাহরণ দিচ্ছি।
পুরনো ব্রাশ দিয়ে গ্যাসের উপরের টাইল্স পরিষ্কার:
এই যে ধরুন রান্নাঘরের সিঙ্ক, গ্যাসের উপরের টাইল্স বা ধরুন কাউন্টার টপ, এইসব হামেশাই নোংরা হয়। আর খুব স্বাভাবিক ভাবেই এগুলো পরিষ্কার রাখার একটা প্রয়োজনীয়তা তো থাকেই। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে যেমন ধরুন বেকিং সোডা এবং ভিনিগার লাগিয়ে এই কাজটা করা যেতে পারে।
এর জন্যই আপনার পুরনো টুথব্রাশ প্রয়োজন হবে। দেওয়ালের ফাঁকে ফাঁকে, টাইল্সের ফাঁকে ফাঁকে কিংবা সিঙ্কের কোণে পরিষ্কার করা সম্ভব হয় না। এখানেই ব্যবহার করুন পুরনো টুথব্রাশ , যা দিয়ে একটু ঘষলেই সব দাগ সহজেই দূরে চলে যাবে।
পুরনো চটি জুতো পরিষ্কার করতে টুথব্রাশ ব্যবহার:
নিজেকে সুন্দর রাখতেও অনেক সময় পুরনো টুথব্রাশ প্রয়োজন হয়ে থাকে। এই যেমন ধরুন আমাদের নখে এমন কিছু ময়লা জমে যায়, পুরনো টুথব্রাশ দিয়ে সুন্দরভাবে স্ক্রাব করে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে পারেন আপনি। বাড়ির পুরনো চটি জুতো পরিষ্কার করতে টুথব্রাশ ব্যবহার করা যায়।
আরো পড়ুন- Haridwar : তীর্থ ভ্রমণে গিয়ে টাকার চিন্তা! এবার হরিদ্বার গেলে থাকা খাওয়ার কোন খরচ লাগবে না!
‘চিরুনি – কী বোর্ড’ পরিষ্কার করতে টুথব্রাশ ব্যবহার:
চিরুনি পরিষ্কার করত এটা কাজে লাগে। চিরুনিতে ময়না জমলে চিরুনি গরম জলে রেখে তারপর টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে তা পরিষ্কার করা সহজ হয়। গরম জলে খানিকটা শ্যাম্পু দিয়ে রাখতে পারেন আগে থেকে।
কী বোর্ড পরিষ্কারও হয় পুরনো টুথব্রাশ ব্যবহার করে। যাতে কোনায় কোনায় ধুলো সহজেই কী বোর্ড থেকে পরিষ্কার হয়।
আরো পড়ুন- Guava Market : জমিতে নয় বাজার ভেসে আছে জলে! এহেন অদ্ভুত বাজারের দেখা মিলল, কোথায় জানেন?
ঠোঁটের যত্ন নিতে এই পুরনো টুথব্রাশ কাজে লাগে:
আপনি কি জানেন ঠোঁটের যত্ন নিতে ‘এই পুরনো টুথব্রাশ কাজে লাগে’। উপায় বলছি আমরা। জানেনএকটি ঘরোয়া লিপ স্ক্রাব বানিয়ে পুরনো অথচ পরিষ্কার ব্রাশ দিয়ে আলতো হাতে ঠোঁটের উপরে ঘষলে দেখবেন সব মৃত কোষ উঠে আসবে। আপনি মাইল্ড শ্যাম্পু টুথব্রাশে লাগিয়ে মেকআপ ব্রাশ পরিষ্কার করতে পারেন।
আরো পড়ুন- Women’s shirts : মেয়েদের শার্ট কেনার চল আছে? ছেলেদের ও মেয়েদের শার্টের পার্থক্য কোথায় জানেন?
আসলে টুকিটাকি কাজ সব সময়ই করা যায়। তার জন্য আপনাকে ব্যবহার জানতে হবে। বেশ কিছু পুরনো জিনিস প্রয়োজনের সময় দারুন কাজ দেয়। তাই অবশ্যই এবার কিছু ফেলার আগে আমাদের এই প্রতিবেদনে চোখ রাখুন আর অবশ্যই জানান কোনও কাজে আসছে কিনা।