Breaking Bharat: যিনি এক বা দুই সন্তানের মা-কে বিয়ে করতে চান? সুবিধা বা অসুবিধা কি আছে? ধরুন একটু ব্যতিক্রম ঘটলো একজন পুরুষ যে নারীকে ভালোবাসবেন ধরা যাক সেই নারী বিবাহিত বা তিনি আগে সন্তানের জন্ম দিয়েছেন। অথবা আপনার যে নারীকে পছন্দ হলো তিনি দুই সন্তানের জননী! তাহলে এই বিয়ের সুবিধা বা অসুবিধা কি আছে? এই ধরনের বিয়ের ক্ষেত্রে আদৌ কি সমস্যা হতে পারে?
দুজন মানুষ একে অন্যের সঙ্গে আগামী বেশ কিছু বছর দাম্পত্য এবং সাংসারিক জীবন কাটাতে চান। এটা খুব সাধারন একটা চাহিদা যার মধ্যে কিছুটা জৈবিক রসায়নে মিশে আছে। এবার ভেবে দেখুন এই যে একজন মানুষের আর একজন মানুষের সঙ্গে থাকার ইচ্ছে সেটা একটা প্রেম-ভালোবাসা বা ভাললাগা থেকে সাধারণত তৈরি হয়।
বিষয়টা নারী এবং পুরুষের কথা উল্লেখ করে বললে হয়তো বুঝতে সুবিধা হবে । তাই আপনাদের বোঝার জন্য সহজ করে যদি বলা যায় তাহলে বলি, একজন পুরুষ যে নারীকে ভালোবাসবেন ধরা যাক সেই নারী বিবাহিত বা তিনি আগে সন্তানের জন্ম দিয়েছেন।
এবার একবার কোন মানুষের বিয়ে হয়ে গেছে বলে বা তিনি সন্তানের জননী বলে তার জীবনে প্রেম আসবে না বা হয়তো ‘দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে’ হবে না বা কাউকে ভালো লাগবে না এরকম কোন নিয়ম তো লেখা নেই।
তবে ও লিখিত একটা শর্ত যেন মেয়েদের উপর চাপিয়ে দিয়েছে সমাজ যে কারণে তারা নিজের ইচ্ছেকে প্রতি মুহূর্তে প্রশমিত করতে থাকেন। এবার ধরুন একটু ব্যতিক্রম ঘটলো এবং কোন এক পুরুষের যে নারীকে পছন্দ হলো তিনি দুই সন্তানের জননী।
সেক্ষেত্রে কোন কোন সমস্যা হতে পারে বা আদৌ সমস্যা হতে পারে কি না সেটাই আজকের আলোচ্য বিষয়। উনি কি আবার পুরুষের সেক্স লাইফ টি নিয়েও জানতে আগ্রহী তাইতো?
স্পষ্ট করে বলে দেওয়া দরকার নারী-পুরুষের সম্পর্কে যৌনতা অবশ্যম্ভবী। সেটা ছাড়া পৃথিবী এগোবে না। এবার প্রশ্ন হচ্ছে যে নারী দুই সন্তানের জননী যখনি তাকে আপনি বিয়ে করতে চাইবেন সামাজিকভাবে একাধিক বাধার সম্মুখীন হতে হবে আপনাকে।
আরো পড়ুন – তোমার জলের বোতল পরিষ্কার আছে তো? নয়তো জল খাবেন কিসে? দেখুন এই প্রতিবেদন
এর থেকেও বড় কথা হলো সেই নারী আপনাকে কি উত্তর দিচ্ছেন সেটা ভালো করে বুঝে এবং জেনে নেওয়া দরকার। ধরে যাক তিনি আপনার প্রস্তাবে রাজি হলেন তখন একটা বড় দায়িত্ব হবে আপনার চারপাশের লোকজনকে বোঝানো কারণ কোন কিছু হলে সকলে কিন্তু আঙ্গুল তুলবে ওই মহিলার দিকে।
এ বিষয়ে পুরুষের কী লাভ হতে পারে সেই নিয়েও অনেকে জানতে চান। বিষয়টাকে যদি একেবারে সামাজিক দিক থেকে দেখতে চান তাহলে বলতে হয় যে মহিলা দুই সন্তানের জননী তার সাংসারিক অভিজ্ঞতা অনেক বেশি। এবং নিঃসন্দেহে তিনি অনেক বেশি পরিণত হবেন।
আরো পড়ুন – Mobile back cover: মোবাইলের কভার ময়লা! আমরা দেব ‘মোবাইলের জেল্লা’ ফিরিয়ে আনার টিপস!
নারী যখন সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেয় তখন অনেকগুলো দিক বিচার করে তবেই তাকে এই বড় একটা দায়িত্ব নেবার সাহস দেখাতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে আপনি এমন একজন সঙ্গী পেতে চলেছেন জীবনে যিনি আপনাকে হয়তো আগামীতে চলার পথে অনেক বিষয়ে মতামত এবং পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন।
এবার আসি সেক্সুয়াল সুবিধার বিষয় নিয়ে। দেখুন যদি একেবারে যৌন জীবন সম্পর্কে জানতে চান তাহলে যে নারী দুই সন্তানের জন্ম দিয়েছেন তিনি অনেক বেশি করে যৌনতার সম্পর্কে অবগত। বিজ্ঞান বলেই দুই সন্তানের জন্ম দেবার পর নারী দেহ তুলনামূলকভাবে একটু ভারি হয়ে যায়।
আরো পড়ুন – overheating phone: যখন তখন মোবাইল গরম হয়ে যাচ্ছে? সাবধান! দ্রুত মোবাইল ঠান্ডা করে ফেলুন
সেক্ষেত্রে দাঁড়িয়ে যৌনাঙ্গে যৌন ক্রিয়ার সময় যথেষ্ট চাপ পড়ে এবং সে ক্ষেত্রে একটা অন্যতম চরম সুখ আপনি লাভ করতে পারেন বলে বিশ্বাস করা হয়। দুই সন্তানের জননী মানে স্বাভাবিক ভাবেই তার নিতম্ব বুক সং গ্রন্থি অনেক বেশি ভারী হবে ফলে ফোর প্লে করতে চাইলে আপনি বিষয়টি বেশ উপভোগ করবেন।
এমনিতেই যৌন সম্পর্কের সময় নারীর কণ্ঠস্বর বা আর্তনাদ বা তার expression অনেক বেশি করে পুরুষকে যৌন সুখের অনুভূতি দেয়। দুই সন্তানের জননী যখন আপনার স্ত্রী হয়ে বিছানায় আসবেন তখন খুব স্বাভাবিকভাবেই এই সব ধরনের স্বর্গীয় অনুভূতির সাক্ষী হতে পারবেন আপনি।
আরো পড়ুন – জামাকাপড় শুকোতে চায় না, স্যাঁতসেঁতে ভাব! মেজাজ হারাবেন না! তাহলে উপায়?
সবশেষে একটা কথা বলা দরকার জীবন মানেই শুধু যৌনতা নয় আবার যৌনতা বাদ দিয়ে দাম্পত্য হয় না। তাই একে অন্যের পরিপূরক হিসেবে এই দুটো দিককে ব্যালেন্স করে একে অন্যের হাত ধরে বন্ধুত্বের সম্পর্ককে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি দুজনেই রাজি হন, তবেই বিয়েটা করুন।