Breaking Bharat: ডিমের খোসা ফেলে মারাত্মক ক্ষতি করছেন না তো? জানেন ‘ডিমের খোসা’ কি কাজে লাগে? ডিমের খোসা (eggs hell) মানেই কি ফেলে দেওয়ার জিনিষ? না জেনে কাজের জিনিষের উপকারিতা মিস আউট করছেন তো?
এই পৃথিবীতে প্রতিদিন কত ঘটনা ঘটে, আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা মুহূর্তরা মনের কোনে দিনের শেষে ভিড় করে বটে। তবে বয়স নিরিখে সারাদিনের সেরা ঘটনার তালিকায় প্রথমেই খাওয়ার কথা মনে আসে সবার। ঠিক মতো খাওয়া না হলে জীবন টা চলে না।
ডিম খেয়ে খোসা ফেলে দেন যারা:
এই কথা সত্যি বটে। কিন্তু যা আমরা খাই তার কতটা জানি বলুন তো। মানে রান্না করা খাবার প্লেটে করে টেবিলে চলে আসার পর বাকিটুকু দিয়ে কী হয়? মানে কাজে লাগানো যায় কি? এই নিয়ে ভাবনা চিন্তা আমরা করি না। আজ আমরা সেই দিকেই নজর দিতে চলেছি। আর মেনুতে রয়েছে ডিম ।
ডিম ভালবাসেন এমন মানুষের তালিকাটা কিন্তু কম লম্বা নয়। সিদ্ধ বা ভাজা কিংবা তরকারি সবেতেই এর জুড়ি নেই। কিন্তু ‘ডিম খেয়ে খোসা ফেলে দেন যারা‘ তারা কিন্তু মারাত্মক ক্ষতি করছেন না জেনে। আসলে ঘরোয়া টোটকা হিসেবে এটা খুব কার্যকরী।
ডিমের খোসার ঘরোয়া টোটকা:
যদি বলি এই খোসা আপনাকে টিকটিকির উপদ্রব থেকে মুক্তি দেবে, তাহলে অবাক হবেন নিশ্চয়ই? কিন্তু ঘটনা টা সত্যি। শুধুই কি তাই বাজার থেকে দামি ক্লিনার না কিনে ‘ডিমের খোসা ব্যবহার করতে শিখুন’। ডিমের খোসা গুঁড়ো করে, বাসন ধোয়ার সাবানে মিশিয়ে রাখুন তাহলে দেখবেন পোড়া তেল চিটে কড়া ঝকঝকে হয়ে যাবে।
আরো পড়ুন – কাঁচা লঙ্কা! দিন দিন লঙ্কা শুকিয়ে যাচ্ছে? তাহলে ‘কাঁচা লঙ্কা টাটকা রাখার উপায়’ জেনে নিন।
এর থেকে কিন্তু ক্যালসিয়ামের রসদ তৈরি হয়। পাখির খাবারের সঙ্গে মিশিয়ে দিন ‘সেদ্ধ ডিমের খোসা’ আর তারপর দেখুন ম্যাজিক। কারন প্রমান মিলেছে যে এর ফলে পাখিদের শরীরে ক্যালশিয়ামের ঘাটতি মিটবে খুব সহজেই। বাড়িতে টুথ পেস্ট তৈরি করতে পারেন এই খোসা দিয়ে।
আরো পড়ুন – Passport: কেন পাসপোর্টের রঙের পরিবর্তন হয় জানেন কি? বিশেষ কোনও ইঙ্গিত দেয় কি এই রঙ?
প্রথমে আধ কাপ ডিমের খোসা গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রনের মধ্যে দিন এক টেবিল চামচ বেকিং সোডা আর তার সঙ্গে কয়েক ফোঁটা মিন্ট এসেন্সিয়াল অয়েল। ব্যাস ভাল করে মিশিয়ে ঠাণ্ডা করুন, পেস্ট তৈরি। সার হিসেবেও এই খোসা দারুণ কাজ করে তা বলাইবাহুল্য।
আরো পড়ুন – উকুন হওয়ার কারণ! যেখানে সেখানে মাথা চুলকাতে হচ্ছে? মাথার উকুন চিরতরে দূর করার উপায়?
তাছাড়া হাতে সময় কম থাকলে ডিম সেদ্ধ করা জল একটু ঠান্ডা করে নিয়ে সরাসরি মাটিতে দিয়ে দিতে পারেন। তাহলেও দারুণ সার হবে। তাহলে পরের বার একটু ভেবে দেখার অনুরোধ রইল আমাদের তরফে।