Breaking Bharat: উকুন হওয়ার কারণ! যেখানে সেখানে মাথা চুলকাতে হচ্ছে? ভদ্র সমাজে ‘উকুনের জন্য সমস্যায়’ পড়ছেন? রাস্তাঘাটে যখন তখন মাথা চুলকানো মানে বড্ডো সমস্যা! আপনি হয়তো জানেন না আপনার অজান্তেই ‘উকুন বাসা করেছে আপনার চুলে’। তাহলে মাথার উকুন চিরতরে দূর করার উপায় কি (How to get rid of lice fast)?
এটা একটা এমন সমস্যা যে ভদ্র সমাজে এক নিমেষে আপনাকে ছোট হয়ে যেতে হয়। কি করে পরিত্রাণ পাবেন উপায় নেই। লজ্জায় মুখ লুকোতে হচ্ছে তো? আমরা বলছি লজ্জা থেকে মুক্তির উপায়।
দ্রুত উকুন দূর করার উপায়:
আমরা সবাই সমাজবদ্ধ জীব। জীবনে বাঁচতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় আমাদের। শুধু সেটাই নয় নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় প্রয়োজন। তবু অনেক ঘটনা ঘটে মাঝে মধ্যে যার জন্য আমরা খুব একটা প্রস্তুত থাকি না। আর পাঁচজনের মাঝেও সেই সব নিয়ে অস্বস্তিতে পড়তে হয়। সেরকমই এক সমস্যার কথা বলছি আপনাকে।
ভদ্র সমাজে ‘উকুনের সমস্যা’ থেকে মুক্তির উপায় বলবো আমরা, সহজ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি। চুল ঝরে যাচ্ছে বা ধরুন মাথায় পাক ধরেছে বলে মনে হচ্ছে তাহলে কিন্তু বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়।
আরো পড়ুন – স্বামীর কষ্টের রোজগার হেলায় শেষ করে দিচ্ছে স্ত্রী? ‘অসহায় পুরুষেরা’ কী করবেন জানেন?
উকুন মারার শ্যাম্পু:
- আপনি কি অলিভ অয়েল ব্যবহার করেন? তাহলে সেই তেলের সঙ্গে ট্রি অয়েল মিশিয়ে ভালো করে নেড়ে তুলো দিয়ে মাথার মাঝে লাগান। এরপর চুল ধোবেন না। সেরকম হলে রাতে মাথায় কিছু একটা জড়িয়ে ঘুমোতে যান। সকালে উঠে শ্যাম্পু করে নিলে কাজও হবে আর ঠান্ডা লাগার ভয় থাকবে না। চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন এটা করতে। তাহলে উপকার পাবেন।
- অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ, সেই কথা জানেন কি? তাহলে ভিনিগার ব্যবহার করুন। দু এক ফোঁটা নিয়ে হাতে মেখে মাথার তালুতে ঘষে দিলে খানিক পরে শ্যাম্পু করুন। দেখবেন উকুন পালাবে।
- লেবুর রস আর রসুনও ভীষণ কার্যকরী। চার কোয়া মতো রসুন থেঁতো করে নিয়ে লেবুর রসের সঙ্গে রসুনের রস মিশিয়ে নিয়ে মিক্সচার তৈরি করে মাথায় লাগান। আধ ঘণ্টা রাখুন তারপর ভাল করে শ্যাম্পু করে ধুয়ে নিন।
- অ্যালকোহলের প্রতি আসক্তি আছে? না না সুরা পান নিয়ে কিছু বলছিনা আমরা। শুধু জানিয়ে রাখি অ্যালকোহল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হলেও আপনি উকুন মারতে এটা ব্যবহার করতেই পারেন। উপকার পাবেন কারণ অ্যালকোহল উকুনের কাছে যমের মতো। তাই এই উপায় কাজে লাগান।
- চুলে অ্যালকোহল মাখার কয়েক মিনিট অবশ্য জ্বালা যন্ত্রণা হবে। এটার কিছুক্ষন পরেই শ্যাম্পু করে নিন। অ্যালকোহলের ঝাঁঝ উকুন সহ্য করতে পারে না। এই পদ্ধতি টানা মাস দুই ব্যবহার করতে পারলে, উপকার মিলবেই।
তবে আমরা যেটা সবসময় বলে থাকি যে কোনো সমস্যা হলে সবার আগে ডাক্তারের পরামর্শ নিন। কারণ চিকিৎসক সঠিক ভাবে বলতে পারবেন আপনার সমস্যার সমাধানের উপায় কী। তাই দেরি করে সমস্যা বাড়াবেন না।
আরো পড়ুন – মেয়েদের চুল কাটতে গেলে কঠিন শাস্তি? কেন নিজের ইচ্ছেয় চুল কাটতে পারেন না মহিলারা?
আরো পড়ুন – স্তন ক্যান্সার! ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের উপায়, বলছেন ডাক্তাররা। জেনেনিন কিভাবে?
কারণ উকুন কারোর মাথায় হলে সেই বাড়ির সবার ক্ষেত্রেই সমস্যা হলে আশ্চর্যের কিছু নেই। উকুন যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির সকলের সঙ্গেই যৌথ পরিবারের মতো করে বসবাস করতে শুরু করে।
আর মাথা চুলকাতে গিয়ে অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে। তাই ঝুঁকি নেবেন না। আর লোকলজ্জা নিয়ে ভাববেন পরে, আগে ভাবুন কী করে সমস্যা থেকে মুক্তি পাবেন।