Breaking Bharat: স্বামীর কষ্টের রোজগার হেলায় শেষ করে দিচ্ছে স্ত্রী? মানিয়ে নিতে সমস্যা হচ্ছে? ‘অসহায় পুরুষেরা’ কী করবেন জানেন? কিন্তু সম্বন্ধ করে বিয়ে করে যদি কষ্টের টাকা চোখের সামনে নিজের স্ত্রীকে যথেচ্ছ ভাবে খরচ করতে দেখেন, তবে বড্ড কষ্ট বুকের মাঝে হয়, তাই না?
কথায় আছে, নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবেন না। এটা পুরোপুরি যে মিথ্যে সেটা বোধহয় বলা যাবে না। তবু ললনার ললাট লিখনে যে পুরুষ বন্ধ পড়ে আছেন তাকে তো দায়িত্ব নিতেই হবে। পাশে বিয়ের পর ভাত কাপড়ের দায়িত্ব থেকে শুরু করে সাজগোজ বা ওষুধপত্র।
‘স্বামীর কষ্টের রোজগার’ শেষ করে দিচ্ছে স্ত্রী?
আজকের এই প্রতিবেদনে বেশ কিছু সমস্যা যা আমাদের কাছে প্রশ্ন হিসেবে উঠে এসেছে, সেখান থেকেই একটি বিষয় বেছে নিয়ে আমরা উপস্থাপিত করতে চলেছি। ‘সম্বন্ধ করে বিয়ে করার পর’ অনেক পুরুষ মানুষই বুঝে উঠতে পারেন না স্ত্রীকে কী ভাবে আপন করে নেবেন।
অর্থাৎ সম্পর্ক কে কতটা সময় দিলে তা ঠিক নিজস্বতায় পরিণত হবে তা নিয়ে একটা দ্বিধা কাজ করে। যদি আজকের যুগে বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে দেখাশোনা মেলামেশা এবং ভালোবাসা বাসির বিয়ে হয়। তবু এরেঞ্জ ম্যারেজ যে একেবারে উঠে গেছে সেটা বলা যাবে না। সব সম্পর্কে বা সব ধরনের বিয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
আরো পড়ুন – Cutting Trees: বিনা প্রয়োজনে ‘গাছ কাটার শাস্তি’ যে কি ভয়াবহ হতে পারে জানেন কি?
অ্যারেঞ্জ ম্যারেজে যদি দুজন মানুষ বিয়ের আগে দুজনকে ভালোভাবে না চিনতে পারেন তাহলে এডজাস্টমেন্ট ইস্যু তৈরি হয়। আমরা এই নিয়ে যখন প্রতিবেদন প্রস্তুত করার কথা ভাবছি তখনই এমন একটা সমস্যার কথা চোখের সামনে উঠে এলো যেটা শুনতে বা দেখতে খুব সাধারণ মনে হলেও যিনি ভুক্তভোগী তার কাছে এটাই মারাত্মক।
আরো পড়ুন – তীব্র গরমের জন্য বাড়ছে অতিরিক্ত খরচ! গরমের জন্য ক্ষতি হচ্ছে অর্থনীতিরও জানেন কি?
‘স্বামীর কষ্টের রোজগার স্ত্রী’ শুধু সাজগোজ করে শেষ করে দেবেন এটা বোধহয় মেনে নেওয়া সহজ নয়। সেক্ষেত্রে অনেক স্বামী মুখ ফুটে কিছু বলতে পারেন না, পাছে তার স্ত্রী কষ্ট পান বা তার খারাপ লাগে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে বটে।
কষ্টের রোজগার বাঁচানোর উপায়:
আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তারা বলছেন নিজের স্ত্রীকে বোঝান সাজগোজ করলেই তিনি বদলে যাবেন না। দারুন সুন্দর সময় কাটাতে পারেন একে অন্যের সঙ্গে। ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারেন (the most effective way to save money)।
আরো পড়ুন – গরমে হাঁসফাঁস অবস্থায় বেশি করে জল খাচ্ছেন? ‘গরমে ঠান্ডা জল’ খেলে কতটা বিপদ হতে পারে?
মোটের উপর তাকে এটা বুঝিয়ে দেওয়া দরকার যে আপনি তাকে তার গুণে রুপে ভালোবাসেন। চিন্তা করে দেখুন কোন কোন উপায়ে ভাল রাখা যায় নিজের সহধর্মিনী কে। আর বুঝিয়ে দেওয়া যায় যে আপনি কত কষ্ট করে রোজগার করছেন।
তিনি বুঝলেই অকারণে খরচ বন্ধ হবে। সুন্দর রূপ নয় সুন্দর মন থাকা দরকার। তবেই মানুষ হিসেবে অনেক বড় হতে পারবেন আপনি।