Breaking Bharat: হার্টের সমস্যা (Heart Problems)? ‘কালমেঘ পাতার রস’ হার্টের সমস্যার জন্য দ্রুত কার্যকরী জানেন? আজকালকার যুগে সব থেকে বেশি যে রোগের সমস্যা মাথা ছাড়া দিয়ে উঠেছে তা হল হৃদপিন্ডের অসুস্থতা। হার্টের অসুখ নেই এমন লোক খুঁজে পাবেন না (Ways to solve heart problems)।
হার্টের সমস্যা সমাধানের উপায়:
কিছু মানুষ নিয়মিত চেকআপ করান কিছু মানুষ করান না। তবে হৃদযন্ত্রের অস্বস্তি কোন না কোন সময় প্রত্যেকেরই হয়। হার্ট প্রাণ কে সচল রাখে। আর মনে রাখবেন হৃদপিণ্ড স্তব্ধ নাহলে অর্থাৎ হার্ট বন্ধ না হলে কিন্তু মৃত্যু হয় না।
সেটা ব্রেন স্ট্রোক হোক বা দুর্ঘটনায় মৃত্যু যাই হোক না কেন হৃদপিণ্ড স্তব্ধ হওয়া মানে তবেই আপনার প্রাণ দেহ ছেড়েছে। সুতরাং বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই হৃদযন্ত্র। কোনও ভাবেই একে অবহেলা করা প্রশ্নই ওঠে না।
চিকিৎসকরা যার জন্য বলে থাকেন অন্য ওষুধ এদিক-ওদিক হলেও হয়তো সামাল দেয়া যাবে যদিও সেটা কাম্য নয়, কিন্তু প্রেসারের ওষুধ কখনোই মিস করা যাবে না। আর আজকালকার যুগে প্রত্যেকের রক্তচাপ জনিত সমস্যা লেগেই আছে। এবার এই সমস্যা থেকে মুক্তির উপায় মিলবে এক পাতাতেই।
চারপাশে তাকিয়ে দেখলে ব্লাডপ্রেশার, ডায়াবিটিস, ওজন বেশি থাকা, কোলেস্টেরলের মতো অসুখে আক্রান্ত লোকের সংখ্যাই বেশি চোখে পড়বে। আর তার জন্য মুড়ি-মুড়কির মত ওষুধ খেতে হয় আপনাকে।
‘কালমেঘ পাতার রস’ হার্টের সমস্যার জন্য দ্রুত কার্যকরী:
কিন্তু জানেন কি এই সব সমস্যার জন্য আয়ুর্বেদ শাস্ত্রে একটি উদ্ভিদের নাম উল্লেখ করা আছে? কালমেঘ পাতা! ছোটবেলায় ‘কালমেঘ পাতার রস’ বা পাচন তৈরি করে বাচ্চাদের খাওয়ানো হয়। এত তিক্ত তার স্বাদ যে মনে হবে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে।
আরো পড়ুন – Subarnarekha River : যে নদীর সঙ্গে জুড়ে আছে ‘সোনার সম্পর্ক’! আজও রহস্যে মোড়া সুবর্ণরেখা?
কিন্তু শরীরের জন্য সেটাই সবথেকে বেশি দরকারি। এই পাতাতে রয়েছে অ্যান্টিভাইরাল গুণ যা নানা রোগ থেকে আপনাকে প্রতিরোধ করে। ম্যালেরিয়া রোগ দূর করতেও এই পাতার জবাব নেই। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে হার্টের রোগীর মত গুরুতর সমস্যায় এই পাতা কী করে কার্যকরী হবে।
হার্টের অসুখ দূর করতে ‘কালমেঘ’ খেতে হবে:
বিজ্ঞানীরা ‘কালমেঘ পাতায়‘ রয়েছে অ্যান্টিথ্রম্বোটিক উপাদান। যার কারণে এই পাতা খেলে রক্ত জমাট বাঁধে না। শরীরের মধ্যে রক্তের তরল প্রবাহ সঠিক থাকে। আর আমরা সকলেই জানি যদি রক্ত সঞ্চালন ঠিকমতো না হয় তাহলে স্ট্রোকের সমস্যা দেখা দেয়।
আরো পড়ুন – First Love: ‘প্রথম প্রেমের প্রথম স্মৃতি’ ভুলতে পারছেন না? ‘নিজের প্রেমকে ভুলে যাওয়া’ আদৌ কি সম্ভব?
কালমেঘ খেলে রক্ত জমাট বাধতে পারে না। এই কারণে ব্লাড ক্লট করে না। এরফলে রক্তপ্রবাহ ঠিকমতো হয়। হার্টের রোগ দূর করতে চাইলে আপনাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে মাথায় রাখার বিষয় হল ‘হার্টের অসুখ দূর করতে কালমেঘ খেতে হবে’।
‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালমেঘ পাতার’ ভূমিকা:
কারণ শরীরে রক্তপ্রবাহ সচল রাখে কালমেঘ। ফলে রক্ত জমাট বাঁধে না। শুধুই কি তাই? ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালমেঘ পাতার ভূমিকা’ লক্ষ্য করার মতো। নিয়মিত এই পাতার রস খেলে শরীর ভেতর থেকেই ভালো হয়ে যাবে। কালমেঘ পাতা খেতে হলে মনে রাতে শোয়ার আগে তা জলে ভিজিয়ে রাখুন।
পরের দিন সকালে পরিষ্কার ছাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তারপর সেই জল খেয়ে ফেলুন। নিঃসন্দেহে ভীষণ তিক্ত সেই স্বাদ কিন্তু শরীরের জন্য খুব উপকারী।
আরো পড়ুন – Itching problem: গোপন অঙ্গের আশেপাশে চুলকানির সমস্যা! এখানে ওখানে চুলকাচ্ছে? তাহলে উপায়
সবশেষে বলি হার্টের কোন সমস্যা তৈরি হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। প্রাথমিক স্টেজে কোনও রোগকে যদি সনাক্ত করা যায় তাহলে তা সারিয়ে ফেলতে সুবিধে হয়। তাই ডাক্তারি পরামর্শ অবশ্যই নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয়, এবিষয়ে বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিন।