Breaking Bharat : মঙ্গলবার সন্ধে থেকে বুধবার রাত ৮ টা ২৬ মিনিট পর্যন্ত কোজাগরী পূর্ণিমা। হিন্দু ধর্ম অনুসারে, সুখ, শান্তি ও সমৃদ্ধির দেবী যিনি, তাঁর কৃপা প্রার্থনা করতেই এই পুজো। তাই এই পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী বন্দনা (Kojagari Lakshmi Pujo) করার সময় এই নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। তাহলেই সংসারে সুখ-সমৃদ্ধি আসবে, এমনটাই বিশ্বাস হিন্দুদের। তাই যে ভুলগুলি কোনওমতে করা যাবে না, সেগুলি জেনে রাখা জরুরি।
কোজাগরী লক্ষ্মীপুজোর সময় কোন নিয়মগুলি মেনে চলবেন:
কোজাগরী পূর্ণিমা তিথিতে আমিষ পদ এড়িয়ে চলুন। মঙ্গলঘট পরিষ্কার জল দিয়ে ভরুন। ঘটে স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক চিহ্ন সমৃদ্ধির প্রতীক। মা লক্ষ্মী (Kojagari Lakshmi Pujo)পুজোর পাশাপাশি একই সঙ্গে নারায়ণও পুজো করুন। সম্ভব হলে পুজোর দিন লক্ষ্মী হিসেবে কল্পনা করে ছোট কোনও মেয়েকে তার পছন্দের পাঁচরকম জিনিস উপহার দিন। লক্ষ্মী পুজোর সময় দান ধ্যান করলে পুণ্যলাভ হয়।
এইদিন মা লক্ষ্মীর ১০৮ নাম স্মরণ করুন এবং লক্ষ্মীর পাঁচালি পড়ুন (Read Lakshmi’s Panchali)। বাড়ির সদর দরজায় মায়ের পায়ের চিহ্ন আঁকা শুভ মনে করা হয়। তাই আল্পনা হিসেবে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকা হয় দরজায়। এছাড়া দেবীর সামনে পাঁচটি কড়ি রেখে মায়ের বন্দনা করুন। পরে সেই কড়ি তুলে রাখুন আলমারিতে। এর ফলে সমৃদ্ধির সম্ভাবনা থাকে বলেই মনে করা হয়।
আরো পড়ুন- Tulsi Gowda : খালিপায়ে হেঁটে পৌছেঁ গেলেন রাষ্ট্রপতির কাছে।হাতে তুলে নিলেন পদ্মশ্রী পুরস্কার
এই নিয়মগুলি মেনে চললে সংসারে শান্তি, সুখের পাশাপাশি ধনসম্পদেরও সম্ভাবনা থাকে। তবে পুজোর দিন ভুলেও করবেন না যে কাজগুলি: কোনও সাদা রঙের ফুল দিয়ে পুজো করা যাবে না মা লক্ষ্মীকে। তার বদলে লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করতে পারেন। সাদা ফুল দিয়ে লক্ষ্মী পুজো যেমন করা যায় না, তেমনই সাদা বা কালো রঙের কাপড়ও ব্যবহার করবেন না। এমনকী, গায়ের পোশাকও যেন কালো না হয়, সেদিকে নজর রাখবেন। এই নিয়ম অমান্য করলে দেবী অসন্তুষ্ট হন বলেই মনে করা হয়।
মনে রাখবেন, লক্ষ্মী পুজোয় তুলসির ব্যবহার চলে না। তাই এই ভুক করবেন না। পুজোর জন্য তোলা চাল অন্য কাউকে দেবেন না। কেউ যদি প্রসাদ দিতে চায়, না করবেন না। মা লক্ষ্মীর প্রসাদে না বলতে নেই।
লোকবিশ্বাস রয়েছে যে, মা লক্ষ্মী অত্যধিক শব্দ পছন্দ করেন না। তাই পুজোর সময় ঢাক-ঢোল বেশি বাজালে তাতে দেবী অসন্তুষ্ট হন। ঢাক-ঢোল-কাঁসর-ঘণ্টা বাজানো থেকে বিরত থাকুন।কোজাগরী লক্ষ্মী পুজোর সময় এই নিয়মগুলো মানলেই সবদিক থেকে সমৃদ্ধি আসে জীবনে।