Breaking Bharat: বেডরুমে সাদা চাদর বিশেষ কোনও বার্তা দেয় কি? বেডরুমে অন্য রঙ কেন নয়? (Hotel bedrooms) শান্তির বার্তা নাকি অন্য কিছু?
জীবনে নানা মুহূর্তে ঘটতে থাকা নানা ঘটনার কতটা হিসেবে রাখা সম্ভব বলুন দেখি? এমন অনেক কিছু চোখের সামনে দেখি যা দেখেও এড়িয়ে যাই আমরা। মানে হাজারটা কাজের তালে সেটা নিয়ে আর মাথা ঘামানো সম্ভব হয় না। এই ধরুন যারা এখানে ওখানে ঘুরতে বেড়াতে যেতে ভালবাসেন তাদের কাজের জন্য বিভিন্ন হোটেলে থাকতে হয়।
হোটেলের বেডরুমে কেন সাদা রঙের চাদর পাতা থাকে:
কিন্তু কখনও খেয়াল করেছেন এই হোটেলের বেডরুম বিশেষ ধরনের সাজসজ্জাতে ভরা থাকে। মানে বাজেট অনুযায়ী কিছু এদিক ওদিক হলেও বেসিক ফরম্যাট একই থাকে। আর আজকে সেই দিকেই নজর দেব আমরা। কারন সাদা রঙের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছি সবাই। এবার দেখি হোটেলের বেডরুমে কেন সাদা রঙের চাদর পাতা থাকে (Hotel bedrooms have white sheets)। অন্য রঙ কেন নয়? শান্তির বার্তা নাকি অন্য কিছু?
আরো পড়ুন – ৬০ ডিগ্রী ঝুঁকে আছে পাথরের তৈরি আগ্রার কেল্লা, কিন্তু কেন জানা আছে কি?
বেশ কিছু কারনের জন্য বিছানার সাদা রঙের চাদর পাতার সিদ্ধান্ত (White color bed sheets decision) নেওয়া হয় হোটেলের তরফে। আসলে প্রাচীনকাল থেকেই একটা ধারনা আছে যে সাদা মানেই ভাল। মন ভাল করা একটা অনুভুতি সাথে পরিচ্ছন্নতার পরিচয় তো বটেই।
ফুল সজ্জার রাতে সাদা চাদর পাতা নিয়ে নানা আলোচনা:
ফুল সজ্জার রাতে সাদা চাদর পাতা নিয়ে নানা আলোচনা আর সমালোচনা হয়। কিন্তু হোটেলের বেডরুমে কি সেই একই ধারনা চলে নাকি অন্য কোনও বিজ্ঞানসম্মত যুক্তি আছে? বেশ উত্তর খোঁজা যাক তাহলে। যুক্তিবাদী মন সবকিছুর কারন খুঁজতে চায়। অনেকেই বলেন সাদা রঙ নাকি নোংরা হলে পরিস্কার করা সহজ (White color or easy to clean if dirty)। কিন্তু এই যুক্তি মানতে একটু সমস্যা হয় বৈকি!
আরো পড়ুন – বিদেশে গিয়ে অর্থ লাভ? স্বপ্ন সত্যি করতে এই দেশগুলির উপর নজর রাখুন
তবে বিজ্ঞানকে মানলে বুঝবেন এটা সম্ভব । আপনি জানেন কি হোটেলের প্রতিটি রুমের বেশ কয়েকটি চাদর থাকে, যা একসঙ্গে ব্লিচ দিয়ে পরিষ্কার করা হয়। অর্থাৎ একসঙ্গে সব চাদরকে জলে ভিজিয়ে রেখে ক্লোরিনে ডুবিয়ে রাখা হয়।
এই সাদা চাদরের ব্যবহার বাড়ে হোটেলে:
এবার পরিষ্কারের সময় ক্লোরিন স্তরও উঠে যায় আবার চাদরের রং -এর কোনও ক্ষতি হয় না। আগেই বলেছিলাম সাদা রঙের একটা আলাদা আভিজাত্য আছে। ঘরে রাখলেই দেখা যায় লুকটাই পালটে যায়। ফলে এটাও একটা কারণ বটে। হোটেলে নানা ধরনের মানুষ থাকতে আসেন।
আরো পড়ুন – Singabad : রেল যোগাযোগ ব্যবস্থা ছাড়া জীবন অচল? পৃথিবীর শেষ রেল স্টেশন কোথায় আছে জানেন ?
একেক জনের একেক রকমের রঙ পছন্দ। কিন্তু যদি সাদা হয় মন ভাল হয়ে যায়। সাদা রঙে শান্তি আর আরাম আছে। মূলত ৯০ এর দশক থেকে এই সাদা চাদরের ব্যবহার বাড়ে হোটেলে (The use of these white sheets increases in hotels)। এর আগে অবশ্য রঙিন চাদর ব্যবহার করা হত। কিন্তু সমীক্ষা প্রমান করেছে সাদা রঙের গ্রহণযোগ্যতা সবছেয়ে বেশি।