Stambheshwar mahadev temple : এই দেশেই আছে অদৃশ্য শিব মন্দির? কেন দর্শন দিয়েই ডুবে যান দেবাদিদেব? কিন্তু দেবতাই যদি মাত্র দুবার ধরা দেন তাহলে ভক্তরা যাবে কোথায়?
ভারতবর্ষ হিন্দু ধর্মের দেশ। যদিও এই দেশে সর্বধর্মের সহাবস্থান রয়েছে। কিন্তু এখানে একাধিক দেব দেবী নিয়ে প্রচলিত বিশ্বাস আর ধারণা নিয়ে মানুষের বসবাস। অনেকেই মনে করেন দেবতা একটা প্রচলিত বিশ্বাসের জেরেই আছেন আবার অনেকেই মানেন যে দেবতার ইচ্ছে তেই সব কিছু হয়।
শিব ঠাকুরের মন্দির ঘিরে রয়েছে রহস্য:
আজ এমন এক জায়গার কথা বলব আপনাকে যেখানে শিব ঠাকুরের মন্দির ঘিরে রয়েছে রহস্য। সাধারণত মন্দিরে দেবতা থাকেন আর তাঁকে দর্শনের নির্দিষ্ট সময় থাকে। কিন্তু দেবতাই যদি মাত্র দুবার ধরা দেন তাহলে ভক্তরা যাবে কোথায়?
স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির:
আজ আপনাদের বলব সেই স্থানের কথা যেখানে মাত্র দুবার দর্শন দেন মহাদেব। গুজরাটের কাভির কামবোই শহরে যাবেন নাকি? তাহলে এখানকার এক চমকপ্রদ বিষয়ের সঙ্গে পরিচয় করাব আপনার। এখানে আছে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির (Shree Stambheshwar Mahadev Temple)। দেশ জুড়ে শিবের সব মন্দিরের কথা সকলে জানেন না।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শিবের মন্দিরের বিষয়টি অল্প পরিচিত। এই মন্দির সেই তালিকায় পড়ে। স্তম্ভেশ্বর শিবমন্দির প্রায় ১৫০ বছরের পুরনো। অবস্থান অনুযায়ী ভদোদরা থেকে এর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার মতো। এখানকার মন্দির কিন্তু দিনে দুবার দেখতে পাওয়া যায় (best time to visit stambheshwar mahadev temple)।
আরো পড়ুন – নিজের দেশে খাওয়া জুটলেও ঘুমোবার সুযোগ নেই কেন? শুধুমাত্র ঘুমোনোর জন্য অন্য দেশে যেতে হয়!
হঠাৎ অদৃশ্য হয়ে যায় স্তম্ভেশ্বর মহাদেব মন্দির:
মানে জলের তলা থেকে মন্দির ওঠে আবার জলে ডুবে যায়। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসেন এই অদ্ভুত বিষয় লক্ষ্য করতে। স্তম্ভেশ্বর মন্দিরটি ঠিক আরব সাগর এবং ক্যাম্বে উপসাগরের মাঝের অংশে অবস্থিত। এই মন্দিরের জলে ওঠা আর ডোবার ঘটনাটি ঘটে ভরা কোটালের কারণে (stambheshwar mahadev temple story)।
আরো পড়ুন – Pitbull : পিটবুল মারাত্মক হিংস্র প্রজাতির কুকুর! তাকে দত্তক নিচ্ছে কেন স্বেচ্ছাসেবী সংগঠন?
কোটালের সময় সমুদ্রের জল বাড়ে আর মন্দিরটি ডুবে যায় সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় এবং জোয়ার কমলে জল কমে আর মন্দির ভেসে ওঠে। এই মন্দিরের ভিতরের প্রায় ৪ ফুট উঁচু শিবলিঙ্গ আছে।
সমুদ্রের বুকে ‘অদৃশ্য’ শিব মন্দির!
এখানে আপনাকে ব্যাখ্যা করে বিষয়টি বললেও একটা কিংবদন্তী আছে। সেটাই বলব আপনাকে। শিবের পরম ভক্ত তারকাসুর তার আরাধ্য দেবতাকে সন্তুস্ত করে অমরত্বের বর চেয়েছিলেন। আর এই বর পাওয়ার পর তারকাসুর স্বর্গ-মর্ত্য-পাতালে অত্যাচার শুরু করে।
আরো পড়ুন – airplane : আপনি কি বিমান চড়তে ভালবাসেন? যদি মাঝপথে চালক ঘুমিয়ে পড়ে?
এই রাক্ষসের হাত থেকে দেবতাদের রক্ষা করতে শিব দেব সেনাপতি কার্তিককে সৃষ্টি করেন। কার্ত্তিক তারকাসুরকে বধ করে দেবতাদের বাঁচান। কিন্তু অপরাধ বোধে ভুগতে থাকেন তিনি।
তাই পাপমোচন করবেন বলে একটি শিব লিঙ্গ স্থাপন ্করেন তিনি যা হল আজকের স্তম্ভেশ্বর মন্দির (shree stambheshwar mahadev temple timings)। এবার বেড়াতে গেলে একবার দেখে আসতেই পারেন ।