Breaking Bharat: নিজের পছন্দের মানুষের সঙ্গে আপনার বিয়ে দিতে সদা প্রস্তুত দেশের ৪ টি মন্দির (Temple marriage)! আসলে আপনি ভাল থাকবেন সেটাই তো সবথেকে বড় চাওয়া। বিয়ে করতে চান? আপনার প্রেমের গল্পকে সম্পূর্ণ করবে ৪ বিশেষ মন্দির
আপনি কি মনে করেন বিয়ে করতে গেলে সেটা প্রেম করেই করা উচিত? যদি এমন বিশ্বাস নিয়ে নিজের জীবনে আগামীতে এগিয়ে যেতে চান আপনি তাহলে পরিবারের তরফ থেকে একটা বড় সমস্যা আসবেই এই কথাটা মাথায় রাখুন। তাহলে সেক্ষেত্রে কি মনের মানুষকে ভুলে যাবেন?
আপনার বিয়ে দিতে সদা প্রস্তুত দেশের ৪ টি মন্দির:
না সেটা কখনই করবেন না আশা রাখি। তাহলে উপায়? বিকল্প পথ বাতলাচ্ছি আমরা। কারণ আপনার নিজের পছন্দের মানুষের সঙ্গে আপনার বিয়ে দিতে সদা প্রস্তুত দেশের ৪ টি মন্দির। আসলে আপনি ভাল থাকবেন সেটাই তো সবথেকে বড় চাওয়া।
কথায় আছে প্রেমের আঠা এমন একটা জিনিষ যা লাগলে সহজে ছাড়ে না। আজকাল প্রেমের সংজ্ঞা বদলে গেছে। প্রেমের বিয়ের সংখ্যাও বেড়েছে (number of love marriages has also increased)। কিন্তু তবুও বেশ কিছু জায়গায় এবং কিছু পরিবারে এখনও ভালবেসে বিয়ে করাকে স্বীকৃতি দেওয়া হয় না। কিন্তু যারা ভালবেসে বিয়ে করতে চান, তারা সব সময় বাবা মা এর কথা গুরুত্ব দিয়ে উঠতে পারেন না।
যেখানে অনায়াসে মনের মানুষকে বিয়ে করতে পারবেন :
কারণ ভালবাসাকে পূর্ণতা দিতে চান তারা। কিন্তু বাড়ি থেকে কিছুতেই বিয়েতে রাজি নয়, অতএব মন্দিরে গিয়ে বিয়ে করার চিন্তা। এক্ষেত্রে বলে রাখি ভারতে মন্দিরে বিয়ের রীতি কিন্তু বেশ প্রচলিত (In India, temple marriage is very common)। দেশের চার মন্দিরের কথা বলব আপনাকে যেখানে অনায়াসে মনের মানুষকে বিয়ে করতে পারবেন আপনি। আজকের প্রতিবেদনে কিছু মন্দিরের কথা বলব আপনাকে।
আরো পড়ুন – Hanuman puja : উত্তরাখণ্ডে হনুমানের পুজো করা কেন নিষিদ্ধ? কিন্তু মানুষ কেন দেবতার উপর রেগে গেল?
প্রথমেই বলি শ্রী বেদাপুরেশ্বর মন্দিরের কথা। তিরুভেধিকুড়িতে তিরুভাইয়ারুর কাছে মাঙ্গাইয়ার্করাসি সামথাতে এই মন্দির। এখানে আরাধ্য প্রধান দেবতা হলেন বেদাপুরেশ্বর বা ভাজাইমাদুনাথর।প্রচলিত বিশ্বাস যে, তিনি ভগবান শিবের এক রূপ। এখানে অবিবাহিত দম্পতিদের সবচেয়ে বেশি ভিড় দেখতে পাওয়া যায় (Unmarried couples)। এখানে প্রেমের বিয়ে হয়।
এখানে প্রেমের বিয়ে হয় সবথেকে বেশি:
কিন্তু কেন তার জন্য জনশ্রুতিতে আস্থা রাখতে হবে আপনাকে। কথিত আছে যে চোল রাজা তার মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিলেন, রাজা সমস্যার সমাধানের জন্য দেবী মাঙ্গাইয়ার্করসীর কাছে প্রার্থনা করেন। আর কিছুদিনের মধ্যেই তার মেয়ের বিয়ে হয়ে যায়। তার পর থেকে এই মন্দিরের সঙ্গে বিয়ের একটা যোগ আছেই।
আরো পড়ুন – Married ex : বিবাহিত প্রাক্তনকে বিয়ে করার চাহিদা কি বিকৃত কামনা? তাতে কি? ভাল থাকতে পারবেন?
এবার বলি মঙ্গলাম্বিকাই সামথা শ্রী মঙ্গলেশ্বর মন্দিরের কথা। এখানে প্রেমের বিয়ে হয় সবথেকে বেশি (Love marriages are most common here)। আসলে “মঙ্গল্যম” নামের অর্থ হল মঙ্গলসূত্র বা প্লেট, এখানে যারা আসেন তারা পুজোর সময় এই জিনিসগুলি ব্যবহার করেন বলে জানা যায়।
থিরুমানচেরির শ্রী কল্যাণসুন্দরেশ্বর মন্দির:
আপনি যদি যেতে চান তাহলে ত্রিচি বাসস্ট্যান্ড থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে লালগুড়ি গ্রামে যেতে হবে আপনাকে।শুধু বিয়ে নয় অনেকে সন্তান লাভের আশায় এখানে পুজো দিতে আসেন।
আরো পড়ুন – Abu Abdullah : ৬৩ বছরের এক ব্যবসায়ী ৫৩ বার বিয়ে করেছেন। ভাবা যায়! নাম আবু আবদুল্লাহ্
বিয়ের ত্রুটি সংশোধন করা হয় কোকিলাম্বিকা সামথা নাগাপট্টিনম জেলার থিরুমানচেরির শ্রী কল্যাণসুন্দরেশ্বর মন্দিরে। স্থানীয়রা মনে করেন, এই সেই জায়গা যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। করেছিলেন। এখানে শিব পার্বতীকে দেখতে পারবেন আপনি। আর এখানে বিয়ে করলে সেই বিয়ে সুখের হয় বলে মনে করা হয়।
আরো পড়ুন – বিয়ের প্রথম রাতে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে মেয়ের মা রাত কাটান, ভাবতে পারেন?
আর সবশেষে বলি শ্রী সিষ্ট গুরু নাথেশ্বর মন্দিরের কথা। এখানে শিব লিঙ্গ দেখা যায়।পাশাপাশি বিয়ে সংক্রান্ত সমস্যার জন্য এখানে প্রতি সোমবার পূর্ণিমা পুজো করা হয়। এখানে বেল পাতা দিয়ে শিবের আরাধনা করা হয়। আর শিবের সঙ্গে বিয়ের যোগ তো আছেই। তাই না? অতএব প্রেমের বিয়ের জন্য চার মন্দিরের নাম ভাল করে লিখে রাখুন। হয়তো কাজে লেগে যেতেও পারে।