Breaking Bharat: ৭৫ বছর পর ভাই বোনের হঠাৎ দেখা! হারিয়ে যাবার সম্পর্কের মিলন গাথা নিয়ে তৈরি এক রূপকথা। দেশ কাল সমাজ ধর্ম সবকিছুকে দূরে সরিয়ে রক্তের টান শেষ কথা বলল। এ গল্প হারিয়ে যাওয়া শিখ ভাইকে মুসলিম বোনের খুঁজে পাওয়ার।
ভাবতে পারছেন ভাই এবং বোন ৭৫ বছর একে অন্যের থেকে আলাদা। সবথেকে গভীর প্রাণের যে সম্পর্ক তারাই বিচ্ছিন্ন একে অন্যের থেকে। অনেকটা সিনেমার মতো শুনতে লাগে যেন কোন এক মেলায় আলাদা হয়ে যাওয়া একই পরিবারের সদস্যরা মিলিত হলেন আবার। ঠিক এরকম ঘটনা বাস্তবেও ঘটলো।
একে অন্যকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন:
ভারতে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। স্বাধীনতার সঙ্গে সঙ্গে আরও যে কথাটা সবার মনের দগদগে ঘা হয়ে আছে তাহলে দেশভাগের যন্ত্রনা। আজও একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো সেই স্মৃতি আর সেই দিনটাকে ভুলতে পারিনি কারণ এটা ভোলা সম্ভব নয়।
আজ আমরা যার কথা বলছি তিনি জলন্ধরের বাসিন্দা নাম অমরজিৎ সিং (Amarjit Singh) . তিনি তাঁর হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়েছেন। ফিরে পেতে লেগে গেল ৭৫ বছর। চুলে পাক ধরেছে সময়ের তালে। ভাই বোন দুজনেই আজ বৃদ্ধ-বৃদ্ধা । একে অন্যকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন , সাক্ষী হল সোশ্যাল মিডিয়া।
অমরজিৎ সিং তাঁর ছোট বোন কুলসুম আখতার:
অমরজিৎ সিং-এর বাবা মা ছিলেন মুসলিম। দেশভাগের সময় ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে হয় তাদের। কিন্তু সেই সময় তাদের দুই সন্তান এই দেশেই থেকে গেছিলেন। দূরত্ব দূরে সরিয়ে দিয়েছিল একে অন্যকে। কিন্তু কোথাও যেন দেখা হওয়াটা ভাগ্যে লেখাই ছিল।
তাই তো পাকিস্তানের কার্তারপুর গুরুদ্বারে হুইল চেয়ারে বসেই তাঁর ছোট বোন ৬৫ বছরের কুলসুম আখতারকে (Kulsoom Akhtar) ফিরে পান। আবেগ হলো সেই মুহূর্ত চোখের জলে ভেসে যায়। একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে অমরজিৎ সিং তাঁর বোনের সঙ্গে দেখা করার জন্যই ভিসা নিয়ে পাকিস্তান গিয়েছিলেন।
কুলসুমকে দেখে আবেগ চেপে রাখতে পারেননি ভাই:
ওয়াঘা সীমান্ত পার হয়েছিলেন তিনি। প্রতিবেশী দেশ পাকিস্তানে গিয়ে বোন কুলসুমকে দেখে নিজের আবেগ চেপে রাখতে পারেননি। ভাইবোন দুজনে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন (Amarjit Singh and his younger sister Kulsoom Akhtar)। কুলসুম সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার পাকিস্তানে জন্ম হলেও তার বাবা-মায়ের আরো দুই সন্তান ছিলেন যারা হারিয়ে গেছিলেন ভারতেই দেশভাগের সময়।
আরো পড়ুন – শিক্ষাগুরু অর্থাৎ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের সম্পর্ক কেমন?
তিনি আশা করেননি কোনদিন তার ভাইয়ের সঙ্গে দেখা হবে আবার। ভেবেছিলেন বুঝি ভাই মারা গেছেন । কিন্তু অনেক খোঁজ খবর করে জানতে পারেন এক শেখ পরিবার তার ভাইকে আশ্রয় দিয়েছে। তার নতুন নামও হয়েছে, অমরজিৎ সিং। বয়সের ভারে এখন সেই ভাই অসুস্থ।
আরো পড়ুন – পুজোর সময় মাথায় ঘোমটা দেওয়ার রীতির পেছনে আসল কারণ কি ভেবেছেন কখনো?
শারীরিক সমস্যায় ভুগছেন কুলসুম নিজেও। তবু সবকিছুকে উপেক্ষা করে একে অন্যের সঙ্গে দেখা করা। অমরজিৎ প্রথমে জানতেন না তিনি মুসলিম দম্পতির সন্তান। বিষয়টা বুঝতে একটু সময় লেগেছিল। সবটা জানার পর তার পরিবারকে ভারতে নিয়ে এসে একসঙ্গে থাকতে চান তিনি।
আরো পড়ুন – My hair : ভেজা চুলের সমস্যা? সময়ের অভাবে স্নান করে মাথায় তোয়ালে জড়িয়ে রাখেন?
কাঁটাতার দুটো দেশকে আলাদা করেছে, দুটো মনকে নয় সম্পর্কদের তো নয়ই। কোন ধর্ম বা জাতিকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু মানবিকতার থেকে বড় ধর্ম এ পৃথিবীতে আর আছে কি? ভাই বোনের এই বাস্তব কাহিনী চোখের জলে যেন তৈরি করে দিয়ে গেল শিক্ষণীয় এক গল্প।