Breaking Bharat: এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া সবকিছুই ফাঁকা ফাঁকা লাগে! বড়লোক গরিব লোকের পার্থক্য কি শুধু এখানেই?
টাকার উপর কেবল টাকা স্বপ্ন ছুঁতে চায় , কিন্তু এটা বাস্তবে কোথায় আর হয় বলুন তো? কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা সেটা এ যুগের মানুষ খুব ভালো করে জানেন। আর যত সময় এগোচ্ছে প্রয়োজনটা বাড়তেই থাকছে । তাই আর বিলাসিতার জন্য পকেট ভরছে না।
চাহিদা আর যোগানির ভারসাম্য বারবার বিঘ্নিত হচ্ছে। করোনা পূর্ববর্তী সময় আর এই নিউ নরমালে জীবনযাত্রা অনেকটা পাল্টে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে টাকা ছাড়া আর কোন কিছুই কি ফারাক তৈরি করতে পারে?
ধনী মানুষ এবং গরীব মানুষের মধ্যে তফাৎ:
ছোটবেলা থেকে দুটো শব্দ সমাজের বুকে ঘোরাফেরা করে। একটা হলো বড়লোক একটা হলো গরীব লোক। অর্থাৎ সমাজ চিরকালই দুটো ভাগে বিভক্ত ছিল। টাকা থাকলেই পৃথিবীর সবকিছু থাকতে পারে। অতএব যাদের টাকা আছে তারাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ।
ছোটবেলায় পড়া বাংলা বইয়ের বিপরীত শব্দ চ্যাপ্টারের কথা মনে পড়ে? যার টাকা আছে সে যেমন বড়লোক তাহলে বিপরীত হলো যার টাকা নেই সে হলো গরীব লোক। তাহলে কি এই দুটো মানুষ অর্থাৎ ধনী মানুষ এবং গরীব মানুষের মধ্যে ফারাক বা তফাৎ শুধুই কি ব্যাংক ব্যালেন্স দিয়ে হবে? আজকের এই প্রতিবেদনে কিছু বিশেষ তথ্য জানাবো আপনাদের (Difference between rich people and poor people)।
ধনী এবং গরিবের মধ্যে এক অন্যতম প্রধান পার্থক্য:
সার্ভে রিপোর্ট অনুযায়ী ধনী এবং গরিবের মধ্যে এক অন্যতম প্রধান পার্থক্য হল নিজেকে দেখানোর অভ্যাস আর অযাচিত খরচ। যার কাছে আছে তার আর নতুন করে কোন কিছু দেখানোর প্রয়োজন হয় না। যেমন ধরুন ধনী মানুষ মানেই তার কাছে টাকা আছে তিনি আর খরচ করে সেই টাকা আছে ব্যাপারটা পৃথিবীর সামনে জানাতে চান না।
আর গরিব অর্থাৎ যাদের কাছে টাকা নেই তারা নিজেদের অসহায় তাকে আড়াল করতে সকলের সামনে প্রমাণ করতে চান তাদের কাছে টাকা আছে। এটা কিছুটা মানসিক রোগের মতো হয়তো বা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আরি লোকের কাছে দেখাতে গিয়ে প্রশংসা পেতে গিয়ে অনেক বেহিসাবী খরচ তারা করে ফেলেন।
আরো পড়ুন – আজকের নারী অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু কী ভাবে কাজ করছে ক্ষমতায়ন?
সে জায়গায় ধনী লোকেদের অনেকেই কৃপণ ভাবতে পারেন কিন্তু তারা জানেন কোনটার জন্য কত টাকা খরচ করা দরকার। বেহিসাবী খরচ করলে কি আর তারা টাকা জমিয়ে ধনী হতে পারতেন? এছাড়াও দৃষ্টিভঙ্গির একটা তফাৎ আছেই।
গরীব মানুষ টাকাকে গুরুত্ব দেয় ,ধনীরা সময়কে:
দুজন মানুষের একে অন্যকে শুধু নয় সমাজকেও দেখার মানসিকতা আলাদা। যাদের কাছে নেই তারা নিজেদের ঢাকতে কাদের কাছে আছে এটা খুঁজতে চান হয়তোবা অন্যের দোষ দেখতেও চান। যারা বাস্তবিকভাবে ধনী তারা এই ব্যাপার নিয়ে মাথা ঘামাতে রাজি নন।
আরো পড়ুন – আমার স্ত্রী আমাকে অকারণে সন্দেহ করে! আমি দাম্পত্য সুস্থ রাখার উপায় জানতে চাই?
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার সেটা হলো গুরুত্ব ব্যাপারটা ধনী এবং গরীবদের কাছে আলাদা আলাদা। অর্থাৎ ধনী ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার মানসিকতা আর গরীবদের গুরুত্ব দেবার মানসিকতা সম্পূর্ণ আলাদা। গরীব মানুষ টাকাকে গুরুত্ব দেয় , ধনীরা সময়কে।
সময়ের সদ্ব্যবহার করতে পারলে সাফল্য :
যাদের কাছে টাকা নেই তারা মনে করেন টাকা যোগাড় করাটাই জীবনের সবথেকে বড় উদ্দেশ্য। আর যাদের কাছে টাকা আছে তারা জানেন সবটাই সময়ের ব্যাপার। সঠিক সময়ে সঠিক কাজ করতে পারলে অর্থাৎ সময়ের সদ্ব্যবহার করতে পারলে সাফল্য টাকা সবটাই আসবে।
আরো পড়ুন – মিষ্টি খেতে বড্ড ভালোবাসে! কিন্তু খাবার আগে মিষ্টি খাবেন না খাবার পরে?
বিষয়টা হচ্ছে মানসিকতার আর সবটাই ইচ্ছে শক্তির ওপর। মানুষ চাইলে ইচ্ছের জোরে সব কিছু করতে পারে। কিন্তু পিছুটান আর ভয় পেয়ে পিছিয়ে যাওয়া আরো বেশি করে গরীবকে গরীব করেই রেখেছে। কাউকে দেখানোর জন্য নয়, জেতাটা হোক নিজের জন্য অন্যকে হারাতে নয়।
আরো পড়ুন – Motor bike : মধ্যবিত্ত ছেলের বাইক কেনার স্বপ্ন! যার টাকা নেই তার কি স্বপ্ন দেখা অপরাধ?
নিজের জন্য বাঁচতে শিখুন আর তার জন্য দরকার মানসিকতার পরিবর্তন। যদি আপনি মনে করেন কোনও কিছু করতে পারবেন তাহলে টাকা উপার্জন তো সামান্য ব্যাপার এমন অসাধ্য আপনি সাধন করতে পারেন। যে ব্যাপারে হয়তো আপনার চারপাশের মানুষ কোনদিন ভাবতেই পারেননি। তাই শুধু টাকা দিয়ে ধনী বা গরীবের বিচার হয় না তার চারিত্রিক বৈশিষ্ট্য মানসিকতা কাজকর্মের ভিত্তিতেও বিচারটা হয়।