Breaking Bharat: আমার স্ত্রী আমাকে অকারণে সন্দেহ করে! আমি দাম্পত্য সুস্থ রাখার উপায় জানতে চাই?
সমাজের একটা চেনা ছক হলো ছোট থেকে বড় হওয়া কাজ করা তারপর বিয়ে করে বংশ এগিয়ে নিয়ে যাওয়া। এই নিয়ম পালন করতে গেলে আপনাকে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে। বিয়ে মানে শুধুই কি দুটো মানুষের এক ছাদের তলায় থাকা?
২০২২ সালে দাঁড়িয়ে অবশ্য সেটা ঠিক মেনে নেওয়া যায় না। অনেক ক্ষেত্রেই বিয়ের পর স্বামী এবং স্ত্রীকে কাজের জন্য আলাদা আলাদা জায়গায় থাকতে হয়। কিন্তু দূরত্ব বাড়লে যদি সন্দেহ বাড়ে তাহলে একটু সমস্যা তৈরি হবে বৈকি। আর সন্দেহ থেকেই সম্পর্ক ভেঙে যাওয়ার প্রথম স্টেপ শুরু। আপনার স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে তাহলে সেটা আপনার দায়িত্ব সেই সন্দেহ দূর করে দেওয়া।
আগে নিজেরা নিজেদের সম্মান করুন:
প্রথম কথা বলা দরকার সম্পর্কের মধ্যে সবথেকে বেশি জরুরী হল বিশ্বাস। দুটো মানুষ শুধু দুটো শরীর বা দুটো মানসিকতা নন। দুজন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল দুই আত্মা বটে। তাই আগে নিজেরা নিজেদের সম্মান করুন তবে গিয়ে সম্পর্ক তার নিজের মতো করে গতি পাবে।
স্বামী স্ত্রীর সম্পর্ক (husband wife relationship) এমনই একটা বিষয় যেটা এক একটা পরিবারে একেকটা দাম্পত্যে এক এক রকমের হয়। বিয়ের প্রথম পাঁচ বছরে সেটা ঠিক যে আকারে যে রঙে বা যে গন্ধে থাকে পঞ্চাশ তম বিবাহ বার্ষিকীর দিন তার কোনটাই উপস্থিত থাকে না। তাই বলে কি সবটাই মিথ্যে অভিনয়?
কম্প্রোমাইজ করে সারা জীবন কাটানো যায় না:
যদি সেটাই হত তাহলে আমাদের পূর্ববর্তী প্রজন্ম বাবা কাকা ঠাকুরদা তারও আগের প্রজন্ম কিভাবে সমাজকে এতদূর নিয়ে আসতে পারলেন? তাদের অস্তিত্ব অস্বীকার করলে তো আপনার আমার জন্মের তথ্য ধোপে টেকে না। আসলে জীবন ব্যাপারটাই বড্ড জটিল।
সহজ করে বাঁচার উপায় টাই আজকাল ভুলে গেছে মানুষ। সারাক্ষণ জটিল মানসিকতার ভাবনার মধ্যে থাকলে তো বাস্তব জীবনে তাঁর প্রভাব পড়বেই। সবথেকে বেশি প্রভাব পড়বে ব্যক্তিগত জীবনে। একটা কথা মনে রাখা দরকার কম্প্রোমাইজ করে সারা জীবন কাটানো যায় না।
ভালোভাবে জীবনটাকে বেছে নেওয়ার চেষ্টা:
আবার এটাও সত্যি সংসার করা মানে কম্প্রোমাইজ করা নয় বরং কিছুটা আপস করে নিয়ে আরো ভালোভাবে জীবনটাকে বেছে নেওয়ার চেষ্টা করে যাওয়া (Try to choose life well)। ক্রিকেট মাঠের গল্পটা জানেন কিভাবে দুটো মানুষ দু দিক দিয়ে ছুটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছলে তবে একটা রান হয়।
রানটা কিন্তু একজনের একাউন্টেই যায় অর্থাৎ যার ব্যাটে বলটা লেগেছে। উল্টোদিকে রানার আপে যিনি থাকেন তাকে কিন্তু ছুটতে হয় যাতে ব্যাটসম্যানের ব্যাগ থেকে যে বলটা দূরে গেছে সেটা স্টাম্পে আসার আগেই রানটা যাতে সম্পূর্ণ হয়।
আরো পড়ুন – eden gardens : ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স কিন্তু এই ক্রিকেটের নন্দন কাননের ইতিহাস জানেন কি?
এতে কিন্তু রানারের একাউন্টে রানটা যায় না কিন্তু দলের রানটা হয় এভাবেই সংসারের ইনিংসটাও খেলতে হয়। বলতে পারেন এমন খেলাও হবে। মাথায় রাখুন প্রিয়জনকে লুকিয়ে কোন কাজ করতে যাবেন না যদি তিনি সত্যিই আপনার প্রিয়জন হন।
মেয়েকে অর্থাৎ বউকে গুরুত্ব দিতেই হবে:
একটা বিয়ে মানে একটা মেয়েকে তা সর্বস্ব ছেড়ে চলে আসা, ছেলেকে নয়। এই সে ক্ষেত্রে মেয়েকে অর্থাৎ বউকে গুরুত্ব দিতেই হবে। সন্দেহ করবেন আপনার স্ত্রী এমন কাজ আপনি করবেন কেন? একটা কথা মাথায় রাখা দরকার অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে মানুষ কথা বলতে পারেন তাই কমিউনিকেট করুন.।
আরো পড়ুন – আজকের নারী অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু কী ভাবে কাজ করছে ক্ষমতায়ন?
হতেই পারে যে মানুষটার সঙ্গে সারা জীবন কাটাবেন ভেবেছিলেন তার সঙ্গে আর থাকা যাচ্ছে না। তখন তাকে লুকিয়ে কিছু করার আগে তাকে সবটা জানিয়ে দেওয়া তো দরকার যাতে একটা ভালো বন্ধুত্ব জীবনে শেষ দিন পর্যন্ত থাকে (Good friendship lasts till the end of life)। জীবনটা কিন্তু কেটে যায় শুধু কাটাতে জানতে হয়।
বিবাহিত জীবনই পারফেক্ট সিনেমার মতো হয় না:
কোন বিবাহিত জীবনই পারফেক্ট সিনেমার মতো হয় না এমনকি সিনেমাতেও তা হয় না (Married life is not like the perfect movie)। তবুও সিনেমা তৈরি হয় আর জীবন এগিয়ে চলে। তবে অত্যাচার কখনোই সহ্য করবেন না শারীরিক অত্যাচার বাড়তে থাকলে সেক্ষেত্রে আইনি পরামর্শ বিশেষজ্ঞের দ্বারস্থ দুটোই হওয়া দরকার।
আরো পড়ুন – Bank accounts : আপনার কি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে? সবগুলো ম্যানেজ করতে পারেন?
একে অন্যকে বোঝার চেষ্টা করুন হতেই পারে সম্পর্কে মরচে পড়েছে নতুন একটা সম্পর্কে জড়ালেই আপনি ভালো থাকতে পারবেন। কেউ কর্পোরেটে সুখী কেউবা আবার রান্না ঘরে, কেউ মিনি স্কার্ট কেউ বা শাড়িতে খুশি। সেভাবে পুরুষের খুশি বা সুখের কারণটাও খুঁজতে হবে তবে অকারণ সন্দেহ হলে কোথাও একটা মানসিক সমস্যাও বড় কারণ হতে পারে।
আরো পড়ুন – Potatoes : সাবধান! আলু কিন্তু হয়ে যেতে পারে শয়তানের আপেল! একটা সময় আলু ছিল যম!
সেক্ষেত্রে প্রাথমিকভাবেই আপনার স্ত্রীর পরিবারের লোকজনের সঙ্গে দরকারে তার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলুন একটু অন্য পরিবেশে তাকে রাখার চেষ্টা করুন কাজ না হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।