Breaking Bharat: আজকের নারী অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু কী ভাবে কাজ করছে ক্ষমতায়ন? গতকাল কয়েক বছর ধরে বদলে গেছে নারীর বিস্তৃতি। আজকে নারী আগের থেকে অনেক বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। নারী পুরুষ সমান সমান এখন এই কথাটা বলার সময় বোধহয় এসে গেছে।
দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নারীদের আর্থিক স্বাধীনতায় সমান সুযোগ করে দেওয়ার দিকে নজর দিয়েছেন। নারী স্বাধীনতা নিয়ে একটা প্রশ্ন একটা বিতর্ক আগেও ছিল এখনো আছে। কিন্তু তবুও বদলে গেছে সমাজের ভাবনা।
নারীর নিজের কাছে টাকা থাকা দরকার:
আজকের নারী সমাজ বদলানোর স্বপ্ন দেখে আর তাকে বাস্তব করে তোলে। রোজগার করা একই সাথে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা – এই সবকিছু আজকের নারীর প্রতিদিনের চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে।
নারী স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক স্বাধীনতা অর্থাৎ নারীর নিজের কাছে টাকা থাকা দরকার। কিন্তু তাহলেই কি ক্ষমতায়ন সম্পূর্ণ হবে ? পূর্ণ মর্যাদা আর সম্মান মিলবেই এই সমাজে?
সব বিষয়েই নারীকে স্বাধীন আর স্বতন্ত্র হতে হবে:
মহিলাদের নিয়ে আজকাল অনেক বেশি করে কাজ হচ্ছে। শুধু রোজগার করা নয় খরচ করা সঞ্চয় করা ঋণ আয়কর সব বিষয়েই নারীকে স্বাধীন আর স্বতন্ত্র হতে হবে একটা উন্নত সমাজ পরিকাঠামো তৈরি করার জন্য। রাতারাতি কোনও পরিবর্তন আসবে না (Women are economically advanced)।
তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আনতে হবে। প্রগতির পথ অর্থাৎ এগিয়ে যাওয়াকে সুনিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা দরকার আর সেটা কিন্তু নারীকেই করতে হবে বুদ্ধি দিয়ে বিচার দিয়ে। এক্ষেত্রে প্রথমেই বলা দরকার একটি ব্যক্তিগত ব্যাংক একাউন্ট (Personal bank account)।
নারীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার:
আসলে ভারত বর্ষ যেহেতু পুরুষতান্ত্রিক দেশ তাই বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী যৌথভাবে অ্যাকাউন্ট থাকে। সে ক্ষেত্রে কোন কিছু করতে গেলে স্বামীর অনুমতির দরকার। নিজের একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার। সেক্ষেত্রে খুব ভালো করে একাউন্টের নিয়মাবলী এবং ক্যাশ ট্রানজেকশন এর শর্তগুলো জানতে হবে।
আরো পড়ুন – Bank accounts : আপনার কি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে? সবগুলো ম্যানেজ করতে পারেন?
এর পরের পয়েন্ট হল টাকা জমান। প্রতিটা মানুষ কিছু কিছু উদ্দেশ্য নিয়ে টাকা জমান। কেউ নিজের বিয়ের জন্য কেউবা সন্তানের বিয়ের জন্য। কেউ আবার বাড়িঘর তৈরি আবার উচ্চশিক্ষার জন্য। ব্যাংকে টাকা জমানো মানে ধরুন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ সঞ্চয় করা (Saving money in a savings bank account)
আরো পড়ুন – Potatoes : সাবধান! আলু কিন্তু হয়ে যেতে পারে শয়তানের আপেল! একটা সময় আলু ছিল যম!
এবং ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের মতো কাজ করে বেশি পরিমাণ সুদ মেলে না। তাই বিনিয়োগের ক্ষেত্রে ভালো করে জেনে নিয়ে এগোনো উচিত। অনেক সময় মেয়েদের প্রয়োজনের জন্য নিজেদের গয়না বন্দক রেখে কাজ করেন বা বাধ্য হন কোন সমস্যার সমাধান করতে।
আরো পড়ুন – Curing cancer : বদলে গেছে ক্যানসারের সংজ্ঞা! ভয় নয়, মৃত্যুকে জয় করার মন্ত্র হাতের মুঠোয়!
সেক্ষেত্রে সবার আগে আর্থিকভাবে রোজগার করতে পেরে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা দরকার। তাতে নিজের ভিত্তি আরো মজবুত হয়। সঞ্চয় যখন করবেন ভাবছেন তাহলে দুর্ঘটনার জন্য এবং শারীরিক অসুস্থতার জন্য কিছু টাকা আলাদা রাখা দরকার যাতে তখন আপনাকে কারোর মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়।
আরো পড়ুন – স্বামীর পরকীয়া টের পাচ্ছেন? স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায়।
এতে নারী মাত্রই নির্ভরশীল ভাবনা কিছুটা হলেও কমবে। চেষ্টা করুন নিজের সিদ্ধান্ত নিজে নিতে আর নিজের খরচে জন্য অন্যের উপর নির্ভরশীল না হতে। শুধুমাত্র টাকা রোজগার করলেই হবে না চিন্তা ভাবনা বদলাতে হবে তবেই নারী ক্ষমতায়ন সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে (Women empowerment will be properly established)।।