Breaking Bharat: আপনার কি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে? সবগুলো ম্যানেজ করতে পারেন? আইন কী বলছে জানা আছে কি (Have multiple bank accounts)?
আজকের দিনে মানুষ ভালোভাবে বাঁচার জন্য টাকা রোজগার করে। তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম যখন সঠিক হয় তখন উপার্জনের পর কিছুটা সঞ্চয় এর প্রয়োজন হয়। সেখানেই সবার আগে উঠে আসে যে কথা তা হলো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি।
কিন্তু আপনার কি একটা মাত্র অ্যাকাউন্ট আছে নাকি একাধিক সব নিয়মকানুন জানেন? বড় সমস্যায় পড়তে পারেন আপনি তাই যে কোনো কাজ নিয়ম মেনে আইন মেনেই করা দরকার।
একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা মানে খরচ বাড়বে:
আজকের যুগে দাঁড়িয়ে একটা অ্যাকাউন্ট থাকা ভালো নাকি একাধিক তাই নিয়ে তরজা আছে। মার্কেট বিশেষজ্ঞদের মতামত জেনে নেওয়া দরকার। তারা বলছেন একটা মাত্র অ্যাকাউন্ট থাকলে সমস্যা বাড়তে পারে। কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা মানে খরচ বাড়বে।
প্রতিটা ব্যাংক কিন্তু সেখানে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আপনার থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা চার্জ করে যা আপনি বুঝতেও পারেন না। তবে তিনটে ব্যাংক একাউন্ট রাখা যেতে পারে। সাধারণত সেভিংস অ্যাকাউন্ট প্রত্যেকেরই থাকে (Everyone has a savings account)।
পাশাপাশি পেনশন একাউন্ট , সরকারের কাছ থেকে রেফারেন্স পাওয়ার বা আয় করার জন্য একটি অ্যাকাউন্ট এটাকে আলাদা রাখা ভালো।
ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ন্যূনতম ব্যালেন্স মেন্টেন:
ধরুন আপনার যদি একটি মাত্র ব্যাংকে একাউন্ট থাকে তাহলে একটি এটিএম কার্ড আছে। আর সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকাই একদিনে বা এক মাসে তুলতে পারবেন। ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম মানতে হবে নিয়মের বেশি ব্যবহার করলেও টাকা কাটবে।
আরো পড়ুন – Potatoes : সাবধান! আলু কিন্তু হয়ে যেতে পারে শয়তানের আপেল! একটা সময় আলু ছিল যম!
তাই আলাদা আলাদা একাউন্ট থাকলে স্বভাবতই একটি কার্ডের উপর চাপ কমবে। কিন্তু সবকিছু সুবিধে থাকলে তার অসুবিধার দিকটাও মাথায় রাখা দরকার এই যেমন, অনেক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ন্যূনতম ব্যালেন্স মেন্টেন করার একটা ঝুঁকি থাকে (Maintain a minimum balance if you have a bank account)।
আরো পড়ুন – Curing cancer : বদলে গেছে ক্যানসারের সংজ্ঞা! ভয় নয়, মৃত্যুকে জয় করার মন্ত্র হাতের মুঠোয়!
তবে মনে রাখা দরকার একাধিক অ্যাকাউন্ট থাকলে বারবার ব্যালেন্স চেক করার একটা ঝক্কিও থেকে যায়।মনে রাখতে হবেএকটি ব্যাঙ্কের উপর নির্ভরশীল না থাকার বিষয় নিয়ে আপনাকে প্রযুক্তির উপরও নির্ভর করতে হবে। আজকাল নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট (Digital payments) অনেক বেশি করে বেড়ে গেছে।
আরো পড়ুন – eden gardens : ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স কিন্তু এই ক্রিকেটের নন্দন কাননের ইতিহাস জানেন কি?
আপনি সেই পদ্ধতি ব্যবহারের জন্য একাধিক অ্যাকাউন্ট রাখলে তা কার্যকরী হবে। কিন্তু খুব বেশি হলে তিনটে একাউন্ট রাখুন তার বেশি নয়।