Breaking Bharat: শাশুড়ি-বৌমার সম্পর্ক মানেই আদায় কাঁচ কলায়? স্টিরিও টাইপ ভাবনা থেকে বেরিয়ে আসুন (Mother-in-law wife relationship)। মনে রাখতে হবে শাশুড়ি বউয়ের সম্পর্ক মানেই সেটা চিরকালই আতস কাঁচের নিচে ছিল আর এখনো আছে।
ছোটবেলা থেকে একটা প্রবাদ নিশ্চয়ই শুনেছেন সংসার সুখী হয় রমনীর গুনে! ঠাকুমা জেঠিমা কাকিমা মা একের পর এক বংশপরম্পরায় বাড়ির সর্বকনিষ্ঠ কন্যা সন্তানকে এই কথাটি শুনতেই হয়েছে। কিন্তু আজকের নারী বিশ্বাস করে সংসার সুখী হয় মোটা ইনকামে।
শাশুড়ির কাছে বৌমা আবার কি মেয়ে হয়ে উঠতে পারে?
দুটো মানুষের সাংসারিক বন্ধনের ফলে যে নতুন পরিবারের মিশ্রণ হয় সেখানে কিন্তু দূরেই সমান অধিকার সেটা বেঁচে থাকার হোক বা ভালো থাকার। কিন্তু তবুও যুগ যুগ ধরে সংসারে নতুন বৌমা আসা কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত অতিথির মতো অন্তত সম্পর্কের গোড়ার দিকে।
আর এখান থেকেই সব থেকে আলোচিত এবং বাংলা সিরিয়ালের হাই টিআরপি পাওয়া শাশুড়ি বৌমার চরিত্রের কথা উঠে আসে। শাশুড়ির কাছে বৌমা আবার কি মেয়ে হয়ে উঠতে পারে নাকি এখন যুগ বদলেছে?
শাশুড়ি বউয়ের সম্পর্ক (Mother-in-law wife relationship):
প্রতিটা মানুষ ভালো থাকতে চায়। কিন্তু এটা বুঝতে হবে ভালো রাখার ইচ্ছে গুলোই ভালো থাকাকে বাঁচিয়ে রাখে। সংসার মানে কিছুটা কম্প্রোমাইজ কিছুটা স্যাক্রিফাইজ। হতে পারে পুরুষ বা নারীর, হতে পারে দুই পুরুষের, হতে পারে দুই নারীর।
মনে রাখতে হবে শাশুড়ি বউয়ের সম্পর্ক মানেই সেটা চিরকালই আতস কাঁচের নিচে ছিল আর এখনো আছে। কিন্তু আধুনিক সমাজ সত্যি বদলাচ্ছে কি? সাংসারিক ঘটনার বদল না হলে কি সমাজ বদলাতে পারে?
স্বামীর মাকে মা বলে মেনে নিতে হবে?
মেয়ের পক্ষে মা ডাকটা সহজ নয় সবাইকে মা ডাকা যায় না। অন্য একটা বাড়ির অন্য একজন মানুষকে মা বলে ডাকতে গেলে একটা আন্তরিক টান তৈরি হতে হয়। সেটা তৈরি করে নেবার দায়িত্ব কিন্তু সেই উল্টো দিকের মানুষটিরও।
শুধুমাত্র স্বামীর ঘরে এসেছে বলেই স্বামীর মাকে মা বলে মেনে নিতে হবে এই যুক্তি আজ আর ধোপে টেকে না। সেক্ষেত্রে অনেক বিকল্প সম্বোধনে সম্মান দিয়ে ডাকা যায়। কিন্তু মা ডাকার মধ্যে সম্মানের থেকেও বেশি যেটা থাকে তাহলে আন্তরিকতা যেটা সহজে তৈরি হয় না।
একজন নতুন মানুষ বাড়িতে আসা মানে তার কাছে একটা নতুন পরিবেশ বটে সেটা প্রেম করে বিয়ে হোক বা সম্বন্ধ করে। জীবনের ছোট থেকে বড় হওয়া সবকটি বছর যে চার দেয়ালের মধ্যে কাটিয়েছে মেয়েটি সেটা ছেড়ে নতুন করে খাট বিছানা আলমারি আর ড্রেসিং টেবিলের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়াটা সহজ নয়।
তবু চেষ্টা করতে হয় কারণ সমাজের নিয়ম। যদি একটু সময় লাগে বরের মাকে আপন করে নিতে তাহলে কি সেটা খুব বেশি দোষের?
এবার শাশুড়ির দিক থেকে ভাবা যাক:
এবার একটু শাশুড়ির দিক থেকে ভাবা যাক। একটা সময় তিনিও এই বাড়ির নতুন বউমা হয়ে এসেছিলেন কিন্তু তার পাশে দাঁড়ান নি কেউই। মনের ভিতরে একটা রাগ কখন যে প্রতিশোধ স্পৃহাতে বদলে গেছে তা এতগুলো বছরে বোঝা যায়নি।
এবার নিজের ছেলের জীবনে যখন এক নতুন নারীর প্রবেশ তখন পুরনো প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে অচিরে। ভাবনা চিন্তা করি নয় কিন্তু কোথাও যেন মাথার ভেতর অশুভ শক্তিরা ভুল চিন্তা ভাবনা নিয়ে দাপাদাপি করতে থাকে। এসব থেকে সরে যান আর ভালো মানুষ হতে গিয়ে ভালো বন্ধু হয়ে দাঁড়ান।
সমীকরণ বদলে গেছে স্বামী স্ত্রী হোক বা শাশুড়ি বৌমার:
আজকের দিনে সম্পর্কে সমীকরণ বদলে গেছে সেটা স্বামী স্ত্রী হোক বা শাশুড়ি বৌমার। সম্বোধন টা জরুরি নয় দরকার একটা ভালো বন্ধুত্ব। হিসেব করে দেখলে দেখা যায় শাশুড়ি এবং বৌমার অবস্থা একই তাই তারা একে অন্যের সবথেকে ভালো পরিপূরক হয়ে উঠতে পারেন।
আরো পড়ুন – tears in bottles : মানুষ মারা গেলে চোখের জল ফেলতে দেখা যায়, কিন্তু সেই জলকে কি বোতলে রাখা যায়?
দুজনে দুজনের ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপ করবেন না, আবার কষ্ট দুঃখ দেখলে দূরেও সরে থাকবেন না। শাশুড়ির যেমন উচিত নয় ছেলে বৌমার মধ্যে নাক গলানো, এমনই তোমাকেও দেখতে হবে শাশুড়িকে অকারনে অভিযুক্ত করাটা ঠিক হচ্ছেনা।
বউমা আসা মানে ছেলের জীবনে প্রয়োজনীয়তা বদলাবে:
শাশুড়ি অর্থাৎ ছেলের মাকে বুঝতে হবে বউমা আসা মানে ছেলের জীবনে প্রয়োজনীয়তা বদলাবে। সেটার সঙ্গে মানিয়ে নেওয়া দরকার। দুপক্ষেই একে অন্যের পরিবারের প্রতি কিছু দায়িত্ব আর দায়বদ্ধতা আছে যেটাকে অস্বীকার করা যায় না।
আরো পড়ুন – Bodily Harm : বাস্তবে সম্ভব না হলেও স্বপ্নের উদ্যম যৌনতায় বাস্তবের কি পরিণাম হয় জানেন?
উচ্চশিক্ষিতা বৌমা মানেই অফিসের কাজ করার জন্য বাড়ির সব কাজে শাশুড়িকে অপমান করবেন এটা কাঙ্খিত নয়। আবার বৌমাকে কথায় কথায় এটা ওটা বলে খোঁচা দিয়ে শাশুড়ি তাকে বিদ্ধ করবে এটাও অনুচিত।
আরো পড়ুন – Money is everything : কথায় বলে অর্থ অনর্থের মূল, কিন্তু টাকা ছাড়া জীবন বাঁচান আদৌ কি সম্ভব?
ওই যে বললাম ভালো বন্ধু হওয়াটা দরকার যদি সেটা সম্ভব হয় তাহলে কোনদিন কোন সমস্যা এই সব থেকে সুন্দর বন্ধনকে আলগা করতে পারবে না। মা হওয়া কি মুখের কথা ,তাই না হতে গেলে আন্তরিকতার টানে বেঁধে নিতে হবে একে অন্যকে।