Breaking Bharat: অ্যাডভেঞ্চার (adventure) ভালবাসেন? ভাবতে পারেন এক একটা অ্যাডভেঞ্চার করতে প্রায় ৩০ লক্ষের মতো খরচ হতে পারে। মধ্যবিত্ত হয়ত ভাবতেও পারবেন না কিন্তু এত টাকা খরচ করে প্রচুর মানুষ ঘুরতে যান বটে! সেরা অ্যাডভেঞ্চারের সেরা দাম জেনে নিন আজই (Best price for the best adventure)।
ঘুরতে ভালবাসেন সবাই। কিন্তু ঘুরতে বেড়াতে টাকা লাগে। পকেট যদি সঙ্গ না দেয় তাহলে সবটাই মাটি। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র ঘোরার জন্যই টাকা জমান। এই ধরণের মানুষ সাধারণত অ্যাডভেঞ্চার প্রিয় হন।
এমন কিছু অ্যাডভেঞ্চার যার মূল্য প্রচুর:
তাই সবসময় এমন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন যেখানে রোমাঞ্চ আর উন্মাদনা একসঙ্গে পাওয়া যায়। পৃথিবীতে এমন কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে যার সাক্ষী হতে পারলে জীবনের সেরা মুহূর্ত তৈরি হবে জীবনে। কিন্তু এরজন্য আপনাকে লক্ষ্য লক্ষ্য টাকা খসাতে হবে। আজ এমন কিছু অ্যাডভেঞ্চারের কথা বলব যার মূল্য প্রচুর।
এই প্রতিবেদনের শুরুতে বলব, ওয়ার্ল্ড ক্রুজ এর কথা। বিশ্ব ভ্রমন মানেই একটা থ্রিলিং ব্যাপার বটে। আর এই ভ্রমণ অভিজ্ঞতা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের হতে পারে। তবে খরচের হিসেব বললে আপনার বুঝতে সুবিধা হবে। মানে ধরুন দু-সপ্তাহ থেকে চার মাসের দীর্ঘ সময়কাল ধরে এই ট্যুর।
খরচ ৭৫ হাজার ডলার থেকে ১.৩ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে বিশেষ ভাবে বলে রাখা দরকার রিজেন্ট সেভেন সিজ ক্রুজ (Regent Seven Seas Cruise), সিক্স স্টার ক্রুজ (Six Star Cruises), নরওয়েজিয়ান এপিক (The Norwegian Epic) এবং কুইন মেরির মতো বিলাসবহুল ক্রুজ যদি আপনার পছন্দ হয় তাহলে অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি, বলাইবাহুল্য।
এভারেস্ট অভিযানে যাবেন নাকি?
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের জন্য প্রায় ৫০ লক্ষের মতো খরচ হতে পারে। মিনিমাম হয়তো ২৫ লাখ, এর কমে শুরুই হবে না। অক্সিজেন ট্যাঙ্ক থেকে শুরু করে টুলস – এই অভিযানের গুরুত্বপূর্ণ সহযোগী সঙ্গে নিতে গেলেই বাজেট বাড়বে। আবার এটা ছাড়া চলবেও না। অনেকে অ্যান্টার্কটিকা ক্রুজ (Antarctica cruise) করতে চান।
আরো পড়ুন – lehe ledu wildlife zoo : খাঁচা বন্দি মানুষকে দেখতে যায় প্রাণীরা! অথচ ঘুরে বেড়াচ্ছে হিংস্র বাঘ সিংহ
একেক জনের ধরুন ৪ লাখ থেকে ৫০ লাখ মতো খরচ হতে পারে। যে ট্যুর অপারেটরের সঙ্গে আপনি ভ্রমণ করছেন আপনি তার রেটের উপর অনেক কিছু নির্ভর করে। অ্যান্টার্কটিকা আসলে কোন দেশের সাথে যুক্ত নয়, তাই সেখানে প্রতিটি মানুষ কী করছেন বা করছেন না সবটাই অ্যান্টার্কটিক চুক্তির মধ্যে পড়ে ।
এভারেস্ট স্কাইডাইভ সম্পর্কে শুনেছেন আপনি?
আমাদের দেশ ভারত সহ বেশ কয়েকটি দেশ সেই চুক্তিতে স্বাক্ষর করেছে। মনে রাখতে হবে অ্যান্টার্কটিকায় কোন ফ্লাইট নেই এবং সেখানে যাওয়ার একমাত্র উপায় হল ক্রুজ। আচ্ছা এভারেস্ট স্কাইডাইভ সম্পর্কে শুনেছেন আপনি? আসলে স্কাই ডাইভ ব্যাপারটাই খুব উত্তেজনাপূর্ণ।
আর তা যদি হয় পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গে তাহলে তো কোনও কথাই নেই। এভারেস্ট স্কাইডাইভ অভিযান শুরু হয় নেপালের উঁচু পাহাড়ের মধ্য দিয়ে এবং এই সফর প্রায় ১১ দিনের। সবথেকে উঁচু জায়গা থেকে যদি ফ্রি ফল করতে চান খরচ হবে প্রায় ২৫ হাজার ইউ এস ডলার।
আরো পড়ুন – falling in love : প্রেমের বড় শক্তি হলো বিশ্বাস, তাই বিশ্বাসঘাতকের সঙ্গে প্রেম করার আগে সাবধান!
হিমালয়ের উপত্যকায় ট্যুর করতে গেলে মাস খানেক সময় রাখতে হবে হাতে। পারমিট সহ এন্ট্রি ফি, সহায়তা কর্মী, খাদ্য , জ্বালানি, পরিবহন এই সব কিছু নিয়ে লম্বা সময়ের ট্রেক নেপাল, ভারত এবং ভুটানের হিমালয় অঞ্চলের মধ্য দিয়ে নিয়ে যাবে। আসলে হিমালয়ের দারুণ নৈসর্গিক সৌন্দর্য মন ভরিয়ে দেবে আপনাদের। খরচ প্রায় ৪২ হাজার ইউ এস ডলারের মতো।
এতক্ষন ধরে প্রতিবেদন পড়ে ফেলে এবার ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন আর প্ল্যানিং করলে জানাতে ভুলবেন না যেন।