Breaking Bharat: আইআইটি (IIT) মানেই সেরার সেরা তালিকা, মেধাবীদের লিস্ট দেখলে চোখ কপালে উঠবে আপনারও, সকলেই চায় ভাল পড়া করে, ভাল নম্বর পেয়ে সেরার তালিকায় নিজের নাম তুলে নিতে। এরপর ভবিষ্যৎ জীবনে এগিয়ে যান তাঁরা। অনেকেই বলেন স্কুল কলেজের পড়াশোনা ভবিষ্যতের কোনও কাজে লাগে না (IIT stands for the best list of the best)।
কিন্তু আজ যাঁদের কথা বলছি আমরা তাঁরা জীবনে সুপ্রতিষ্ঠিত আর সবাই আইআইটিএর (IIT) প্রাক্তন। এই তালিকায় শুধু ডাক্তার ইঞ্জিনিয়র নন, রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে গুগলের প্রধান। একবার তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।
গুগলের প্রধান সুন্দর পিচাই (Sundar Pichai):
আজকের লেখায় প্রথমেই বলব যার কথা তিনি এমন এক সংস্থার কর্ণধার যে সংস্থার সাহায্য ছাড়া আজকের দুনিয়ায় আমরা এক পা এগোতে পারি না। গুগলের কথা বলছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে নিশ্চয়ই সুন্দর পিচাইয়ের সঙ্গে আর নতুন করে পরিচয় করাতে হবে না। নামটুকুই যথেষ্ট (Sundar Pichai, Chief Executive Officer of Google)।
আইআইটি খড়গপুর থেকে মেটিওলর্জিতে বি. টেক ডিগ্রি নেন তিনি। ২০১৫ সালে তিনি গুগুলের সিইও পদে যোগ দেন। আর আজ তিনি ভারতের অন্যতম সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম। গুগল তাঁর হাত ধরে যেমন এগিয়েছে তেমন ভাবেই এগিয়েছি আমরাও।
প্রমান হয়ে যায় যে জীবনে বড় কিছু করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আজও অস্বীকার করা যায় না। আই আই টি এর মূল মন্ত্র হল – Dare to Dream অর্থাৎ স্বপ্ন দেখার মতো সাহস । সত্যি স্বপ্ন দেখতে সাহস লাগে, যদি আপনার সেই ইচ্ছে শক্তি আর সাহস থাকে তাহলে আপনিও হয়তো ভবিষ্যতে এই তালিকায় নাম তুলতে পারবেন।
দিল্লির মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল:
যেমন নাম আছে দিল্লির মুখ্যমন্ত্রীর। ১৯৬৮ সালের ১৬ আগস্ট হরিয়ানার শিবানিতে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অন্যায়ের সঙ্গে আপোষ করেন না তিনি, ভারতীয় রাজনীতিতে দাপটের সঙ্গে ব্যাটিং করেন তিনি। শুধু মুখ্যমন্ত্রী নন, সমাজকর্মী হিসেবেও তিনি জনপ্রিয়।
আরো পড়ুন – Pizza Man : পাঞ্জাবের পিৎজা ম্যানকে চেনেন কি? তার সঙ্গে জড়িয়ে আছে পিৎজা আর বার্গারের নাম!
মেধাবী কেজরিওয়াল মাত্র একবার পরীক্ষা দিয়েই পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুরে পড়ার সুযোগ পেয়ে যান। মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী, জানেন? তাই রাজনীতি করেন যারা তারা শিক্ষিত নন এটা ভুল (Chief Minister of Delhi, Arvind Kejriwal)।
চেতন ভগতও, একজন সফল লেখক :
এবার বলি চেতন ভগতের কথা। একজন সফল লেখক হিসেবে তিনি অনন্য। তাঁর লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – থ্রি মিসটেক অফ মাই লাইফ, হাফ গার্লফ্রেন্ড ইত্যাদি। তাঁর গল্প নিয়ে সুপারহিট সিনেমা হয়। সেই চেতন ভগতও আইআইটি দিল্লি থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন।
আরো পড়ুন – Pannalal Bhattacharya : মায়ের সঙ্গীত সাধক পান্নালাল ভট্টাচার্য কেন পালালেন জীবন থেকে?
ভারতের সবথেকে বড় ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্ট এর নাম তো শুনেছেন। কোম্পানির প্রাক্তন সিইও এবং সহ সংস্থাপক ছিলেন সচিন বনসল। তিনিও অত্যন্ত মেধাবী, ২০০৫ সালে আইআইটি দিল্লি থেকে কম্পিউটার ইঞ্জিনয়ারিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। এখানেই শেষ নয়, ভারতের সবথেকে বড় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর সিইও দীপেন্দর গোয়েল।
আরো পড়ুন – APJ Abdul Kalam :কেমন ছিল ‘ভারতের মিসাইল ম্যান এপিজে আবদুল কালামে’র জীবনের শেষ মুহূর্ত?
২০০৫ সালে আইআইটি দিল্লি থেকে অঙ্ক এবং কম্পিউটিং নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হন তিনি। ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন চেয়ারম্যান এন. আর. নারায়ণ মূর্তি আই আই টি এর প্রাক্তন ছাত্র। তালিকা শেষ হবার নয়। শুধু মনে রাখুন পড়াশোনার কোনও বিকল্প নেই। সাহস থাকলে স্বপ্ন পূরণ সম্ভব।