Breaking Bharat: ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) মৃত্যু রহস্য! গোল্ডেন ম্যানের গণেশের লকেট চেয়েছিলেন হলিউডের এক বিখ্যাত পপ স্টার! গায়ক সুরকারই নন, অভিনেতাও ছিলেন বাপ্পি দা?
“চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই” – এই একটা গানই টোটাল ফিদা বাংলা বাঙালি। শুধু বাংলার মধ্যে কেন আটকে রাখবো দেশেও তো এই গান বারবার রিমেক হয়েছে। সংগীত জগতের অমর সঙ্গীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় দেশ। ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হলেও তার জীবনের অনেক গল্পই এখনো অজানা (the reason for the death of Bappi Lahiri)।
সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন বাপ্পি লাহিড়ী?
কিশোর কুমারের ভাগ্নে হিসেবে নিজের পরিচিতি গড়তে চাননি তিনি। তাই অনেকেই হয়তো বাপ্পি লাহিড়ী আর কিশোর কুমারের ব্যক্তিগত সম্পর্কের কথা জানেন না। তবে পেশাদারীত্ব বজায় রেখে বাপ্পি লাহিড়ীর সুরে একাধিক গান গেয়েছেন কিশোর কুমার যা সুপারহিট হয়েছে।
বাংলা তথা হিন্দি সংগীত জগতে কিশোর কুমার নামটা একজন শিল্পীর কাছে শেখার জন্য যথেষ্ট ছিল। কিন্তু সেই অমর শিল্পী প্রয়াণে বিখ্যাত সুরকার বাপ্পি লাহিড়ী ভেঙে পড়বেন না তাও কি হয়? কিশোরকুমার অত্যন্ত স্নেহ করতেন তার ভাগ্নেকে। তাই মামার মৃত্যুর পর সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন ডিস্কো কিং।
পাঁচ হাজারের বেশি গানে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী:
কিশোর কুমারের একটি ছবিতে অভিনয় করেছিলেন গোল্ডেন ম্যান। মাত্র ১৯ বছর বয়সেই মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন বাপ্পি। একের পর এক রেকর্ড তৈরি করে সুরেলা ভুবনে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন খুব কম বয়সেই।
তথ্য ও পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় নিজের মিউজিক্যাল কেরিয়ারে ৫০০টি ছবিতে পাঁচ হাজারের বেশি গানে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri has composed)। এর পাশাপাশি একদিনে সবচেয়ে বেশি সংখ্যক গানের রেকর্ডিং করায় তাঁর নাম ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ডেও উঠেছিল। সংগীত জগতকে পাগলের মতো ভালোবাসতেন গোল্ডেন ম্যান।
বাপ্পী লাহিড়ীর গা ভর্তি সোনার রহস্য কী?
নিজের ক্যারিয়ারের একেবারে শেষের দিকেও যতটা সম্ভব মিউজিক এর মধ্যেই নিজেকে আটকে রাখতে চেয়েছেন। কখনো বিচারক হিসেবে মন জয় করেছেন কখনো বা তরুন প্রজন্মের গায়িকাদের সঙ্গেও সমান দক্ষতায় আইটেম সং গেয়েছেন।
আরো পড়ুন – video games : ভিডিও গেম! আপনার জীবন বাঁচাবে এবং কমিয়ে দেবে মানসিক চাপ! কিভাবে?
ডিসকো কিং এর গোল্ড প্রীতির কথা কারুর অজানা নয়। সোনা রুপো ভীষণ ভালোবাসতেন গোল্ডেন ম্যান। ভরি ভরি সোনার গয়না সবসময় তার অঙ্গে সাজানো থাকতো। পোশাকের সঙ্গে মানানসই করে নানারকম সোনার গয়না পরতে ভালবাসেন তিনি। ঘনিষ্ঠরা বলেন, প্রত্যেক দিনই নাকি নতুন নতুন ডিজাইনের গয়না পরতেন (Bappi Lahiri loved reading gold)।
আরো পড়ুন – Mandakini : ‘রাম তেরি গঙ্গা মইলি’ মানেই মন্দাকিনীর সাহসী দৃশ্য! এবার মুখ খুললেন মন্দাকিনী!
মাইকেল জ্যাকশন চেয়েছিলেন গণেশের লকেট!
পান্না খচিত গণেশের লকেট বাপ্পিদার খুব পছন্দের ছিল। তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন একবার এম জে মানে মাইকেল জ্যাকসন এই লকেটটি পেতে চেয়েছিলেন (Michael Jackson wanted Ganesha locket)। তাঁর গানের গুণমুগ্ধ শ্রোতার তালিকায় হলিউডও ছিল। হলিউড ছবি ‘ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানস’ ছবিতে শোনা যায় তাঁর ‘জিমি জিমি আজা আজা’ গান।
আরো পড়ুন – cooking oil : রান্না করার সময় সচেতন হোন। রান্নার তেলের মধ্যেই লুকিয়ে আছে মহাবিপদ! জানেন কি?
গায়ক সুরকার ভোজন রসিক দিস্কুকিং নানা রকমের সমাজ সংস্কার মূলক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছিলেন। তার হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নিতে পারিনি ফ্যানেরা। মৃত্যু ঘিরে চাঞ্চল্য রহস্য সবটাই ঘনীভূত হয়েছিল। তার ব্যবহার করা গয়নাগুলো নিয়ে একটি মিউজিয়াম করার কথাও শোনা যায়।
সব ভালোর যেমন একটা শেষ হয় ঠিক তেমনভাবেই শেষ হয়েছে বাপ্পি লাহিড়ীর সুরেলা জীবন। কিন্তু শিল্পী চলে গেলেও তার সৃষ্টি করার শিল্প থেকে যায় আজীবন।